তোমাকে ভুলতে চেয়ে তাই আরো বেশি ভালোবেসে ফেলি,
তোমাকে ঠেলতে গিয়ে দূরে
আরো কাছে টেনে নেই
যতোই তোমার কাছ
থেকে আমি দূরে যেতে চাই
ততো মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসে

— মহাদেব সাহা

ভালোবাসা হয় দুমুখো

বাস্তব জীবন থেকে একটাই কথা বলি — একমুখো ভালোবাসাটা অনেক কষ্টকর। যার কোনো ভবিষ্যৎ নেই। এই ভালোবাসার কোনো নাম দেওয়া যায় না। চাইলেও সম্ভব না। ভালোবাসা হয় দুমুখো। যদি ভালোবাসা কে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে হয় –ভালো আর বাসা। বাসা বলতে এখানে সম্পর্ক কে বোঝাচ্ছি। আর একটা সম্পর্ক তখন পরিপূর্ণ হবে। যখন সম্পর্কটা ভালো হবে। এই ভালো আর বাসার সম্পর্কের মাঝে তৈরি হয় দুমুখো ভালোবাসা।

Writer: Muhammad Istiak

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply