The only impossible journey is the one you never begin

— Tony Robbins

বাধ্য ভিটা

বিন্দু বিন্দু জমানো শখ
কাজের ভিড়ে বাড়তি আলোচক
বিনা হিসেবে পিছু অর্থ খরচ
মনোরম আমেজ,সাজানো আপন ভোজ..
সময়ের সাথে বদলানো পথ
কখনো ব্যস্ত, কখনো নিরব।।
এক বয়সের মোড় আসে
বসতভিটা ছেড়ে অন্য জগতে পা রাখে
কারো মন লাগে,কারো মন ভাঙেন..
আজ বাবা ছেড়ে অমুক বাড়ির বউ হলো তার মেয়ে।
আচমকা নিয়ম
ভাবিতেই অবাক লাগে।
মায়ের ঘরে বাড়ে,
বাবার ছায়ার তলে,
চোখে হাজারো সপ্ন নিয়ে,
কারো শুরুটা এগুতে থাকে,আবার কারো যায় সব থেমে..
কেন সে অনেক মন মরা হয়ে থাকে???
নতুন জীবন বলে
আমার জগতে এলে গো তুমি
যেথায় রাজা আমি, রাজত্য আমার
রাজকন্যা বাপের ঘরে ছিলে
এখন যে শুধু দাসত্বে পতিত হলে!!!!
সে নিজেকে গুটিয়ে ফেলে
অল্প বসয়ে তিন বাচ্চা কোলে নেয় তুলে
নতুন বাড়ির বউ গো তুমি
মন্দ বলে সমাজ,
তুমি কাজে গেলে!!!!
খাতা কলম তো তুমি
শখের বসে হাতে নিয়ে!!!
আহারে মানুষ
দিলে তো এক পাখি খাচায় বন্দি করে!!!
আধুনিকতার ভিড়ে
অলিতে-গলিতে
এমন চরিত্র এখনো দেখা মেলে।
থামিয়ে দিলো এক চাকা
এবার ধাক্কায় টেনে নিয়ে চলে নামকরা দেশ এগিয়ে
যার মানসিকতা সাদাকালো দিনেই আটকে আছে..
জানতে গেলে দূর ঠেলে
জানাতে গেলে মন্দ বলে
কেউ আন্দোলনের জোয়ার বয়ে আনে।
সেই সময়ে সকলেই ভালো সাজে
তলে তলে
নোংরামি বাসা বাঁধে।।
সমাধান কি এর হাজারে আসে
এক এক করে যদি নাই পারি বদলাতে???
ভিতরের পরিবর্তন নাই যদি পারো আনিতে
কি আর হবে
মেয়ে সন্তান বড়ো করে??
যদি বুজাই ভাবো তারে
নাইবা দিলে
তারে নিজ জগত সাজাতে!!
এমন করে লিখিত আছে
বড় বড় অক্ষরে
যা হয়তো সাদা কাগজেই আটকে আছে
পারে নাই আজও কোনো কিছুই বদলাতে।।।
………..

কলমেঃSahnaj Rahman promi
বাংলা কবিতা

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply