সদুপদেশ গ্রহন করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায়।

— ইমাম গাজ্জালি (রহঃ)

আমার মনপাখি মিশিতে চায় গিয়ে এসব পাখির দলে

আমার মনপাখি মিশিতে চায় গিয়ে এসব পাখির দলে
এসব পাখি ফাঁকি দিয়ে উড়ে বেড়ায় বন-জঙ্গলে।।

কত করে করি মানা পাখির এ বাসা ছেড়ে না
সে আমার কথা শোনে না তার সঙ্গে পাখি না বলে।।

শিকলি কেটে ময়না টিয়া এসব পাখির দলে গিয়া
আবোল তাবোল বোল বলিয়া হারা হতে যায়। সে বনে।।

আহা রে জংলা পাখি কেন আমায় দিলি ফাঁকি
মনমোহনের মনআঁখি কেমনে রাখি উল্টা করে।।

————
মনমোহন দত্ত

amar mon pakhi mishite chay lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply