You only live once, but if you do it right, once is enough.

— Mae West

আমার কাংখের কলসী গিয়াছে ভাসি

আমার কাংখের কলসী গিয়াছে ভাসি
মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়ারে
মাঝিরে তোর নৌকার ঢেউলাগিয়া।।
ধীরে নৌকা বাইয়া যদি নদী হইতে পাড়
তবে কি ভাসিতো জলে কলসী আমার
আমার সহে না দেরী, আমি উপায় কি করি
গৃহে যাবার সময় গেল বইয়ারে।।
এবার যদি ঢেউ লাগিয়া কলসী হয়রে তল
মাঝিরে তোর দেশে যাওয়া হইবেরে বিফল।
কাঙাল উকিলে বলে কলেকৌশলে
নৌকা শুদ্ধ রাখিব বান্ধিয়ারে।।

amar kanker koloshi gallery vashi Lyrics

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply