Lyrics :
এ রুহের তলে এক ফালি রাত্রি ঘুমায়
মৃদু শান্ত বাতাস ও পবিত্র আঁধার
ঘিরে রয়… (২)
যেন এক নিরাধার উপকূল এ হৃদয়; (২)
শুধু ঢেউ আসে, আর ফিরে না
এ রুহের তলে এক ফালি রাত্রি ঘুমায়
মৃদু শান্ত বাতাস ও পবিত্র আঁধার
ঘিরে রয়…
যে তোমার সাথে, গোল পৃথিবীর ভ্রমণে (২)
বারেবার দেখা হয় যে অনন্ত পথে
সে তোমার মোহে ঘুরতে আবার এসেছি
এ সমস্ত পথের পরে ঘর বেঁধেছি
এ রুহের তলে…
যতোবার গেছি সেই পথে শ্রান্ত হয়ে (২)
পৃথিবীর প্রতি ঘূর্ণনে মূর্ত হয়ে
ভালোবাসতে তোমায় বলে বুদ্ধ-পাখি
যে পাখির মতো মৌন তোমার সে আঁখি (২)
ঘিরে রয়…
এ রুহের তলে এক ফালি রাত্রি ঘুমায়
মৃদু শান্ত বাতাস ও পবিত্র আঁধার
ঘিরে রয়
যেন এক নিরাধার উপকূল এ হৃদয়; (২)
শুধু ঢেউ আসে, আর ফিরে না
এ রুহের তলে এক ফালি রাত্রি ঘুমায়
মৃদু শান্ত বাতাস ও পবিত্র আঁধার
ঘিরে রয়…
Original: E Ruher Tole (এ রুহের তলে) | PENOA
Album: E RUHER TOLE
Band: PENOA
Lyrics: Yeaseer Arafat
Tune: Vogoban Rudra
Vocal, Guitar: Rathin Paul
Drums: Anindya Paul Jit
Bass: Moung Cho
Music producer: Farmin Faisal
Mixing & Mastering: Farmin Faisal
Video:
Director: Shahdat Hossain
Cinematographer: Pankaj Chowduri Roni
Art Direction: Hrifat Mollik
Camera Assistant: Abdul Khalek
Audio support: Niloy Paul