• সৌরজগতের মোট গ্রহ– ৮ টি
• সৌরজগতের মোট উপগ্রহ- ১৭৩ টি
• সবচেয়ে বড় গ্রহের নাম– বৃহস্পতি
• সবচেয়ে ছোট গ্রহের নাম — বুধ
• সূর্যের নিকটতম গ্রহের নাম –বুধ
• পৃথিবীর নিকটতম গ্রহের নাম– শুক্র
• লাল গ্রহ বলা হয়– মঙ্গল গ্রহকে
• সবুজ গ্রহ বলা হয়— ইউরেনাসকে
• বৃহস্পতির উপগ্রহ সংখ্যা –৬৭ টি
• শনির উপগ্রহ সংখ্যা– ৬২ টি
• ইউরেনাসের উপগ্রহ সংখ্যা- ২৭ টি
• নেপচুনের উপগ্রহ সংখ্যা -১৪ টি
• মঙ্গলের উপগ্রহ দুটি- ২ টি
• সবচেয়ে বড় উপগ্রহ – টাইটান
• জ্যোতিষ্ক কত প্রকার– ৭ প্রকার
• হেলবপ ধুমকেতু আবিষ্কৃত – ১৯৯৫ সালে
• হিগস-বোসন কণা আবিষ্কৃত — ২০১২ সালে
• মহাকাশে তারকার বিস্ফোরণ কে বলে –সুপারনোভা
• পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে কোন– রেখা নিরক্ষরেখা
• নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সূর্যের সময় লাগে– ২৫ দিন
• ধ্রুবতারা দেখা যায় –উত্তর গোলার্ধে
• কোন গ্রহের হাজার বলয় আছে– শনি
• মিল্কিওয়ে হচ্ছে একটি –নীহারিকা মন্ডল
• পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে কত তারিখে– ১ জানুয়ারি
• সূর্য হতে পৃথিবীর দূরত্ব– ১৫ কোটি কিলোমিটার / ৯ কোটি মাইল
• মানুষ প্রথম চাঁদে পা রাখেন– ২০ জুলাই, ১৯৬৯ সাল ( অ্যাপোলো-11 এর মাধ্যমে )
• ওজোন স্তর কোথায় থাকে– স্ট্রাটোস্ফিয়ারে
• পৃথিবীর বারিমন্ডলের জলরাশি কত ভাগ জল ভূগর্ভে ধারণ করে– ০.৬৮%
• সমুদ্র স্রোতের অন্যতম কারণ– বায়ু প্রবাহের প্রভাব
• পরিচলন বৃষ্টি হয় কোন অঞ্চলে— নিরক্ষীয় অঞ্চলে
• সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজ চালক কে কি অনুসরণ করতে হয় –সমুদ্র স্রোত
• ট্রানজিস্টর প্রথম আবিষ্কার করেন– জে বার্ডিন ( ১৯৪৮ সালে )
• ট্রানজিস্টর এর অপর নাম কি– অর্ধপরিবাহী ট্রায়োড
• ট্রানজিস্টর ব্যবহৃত হয়– বিবর্ধক ও সুইচ হিসেবে
• ইলেক্ট্রনিক্স এর বিপ্লব শুরু হয়– ট্রানজিস্টার আবিষ্কারের সময় থেকে
• আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কার করেন– জ্যাক কেলবি ( ১৯৫৮ সালে )
• আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে– ইন্টিগ্রেটেড সার্কিট
• মোটর, জেনারেটর ও ট্রান্সফর্মারে কি ধরনের চুম্বক ব্যবহার করা হয় — অস্থায়ী চুম্বক
• একটি ট্রানজিস্টর এর সবচেয়ে কম ডোপায়িত অঞ্চল কোনটি — বেস
• পূর্ণ বয়স্ক ব্যক্তির শরীরে অ্যামাইনো এসিডের সংখ্যা– ২০ টি
• বিশ্বে প্রথম এইডস রোগী চিহ্নিত হয়– ১৯৮১ সালে ( যুক্তরাষ্ট্রে )
• বাংলাদেশে প্রথম এইডস রোগী চিহ্নিত করা হয় –১৯৮৯ সালে
• বাংলাদেশে কখন পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়–১৯৭৬ সালে
• বিজ্ঞানীরা ইবোলা ভাইরাস শনাক্ত করেন — ১৯৭৬ সালে
• বাংলাদেশে প্রথম টিকাদান কর্মসূচি চালু হয়– ১৯৭৯ সালে
• যক্ষা রোগের টিকার নাম — বিসিজি টিকা
• হাম রোগের টিকার নাম — এমএমআর
• ধনুষ্টংকার এর টিকার নাম – ডিপিটি
• টিটি টিকা নিতে হয় কয় ডোজে– ৫ ডোজে
• গর্ভাবস্থায় মায়ের জন্য অত্যাবশ্যকীয় টিকা কোনটি — টিটি
• গর্ভকালীন সময় প্রথম তিন মাস মায়েদের কে কি দেওয়া হয়– ফলিক অ্যাসিড
• একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক পুরুষের বিএমআই কত হওয়া উচিত– ১৮.৫০থেকে ২৪.৯০
• আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে কে– ট্রিপসিন
• দুধের রং সাদা হয় কেন– প্রোটিনের জন্য
• ডালে কোন খাদ্য উপাদান বেশি পরিমাণ থাকে– আমিষ
• আমিষের পরিমাণ সবচেয়ে বেশি কোথায়– শুটকি মাছে
• কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে– আমিষ
• রক্তশূন্যতার জন্য কোন “ভিটামিন বি” দায়ী– বি-১২
• সিদ্ধ চালে কি পরিমাণ শ্বেতসার থাকে– ৭৯%
• টমেটোতে কোন এসিড থাকে– ম্যালিক এসিড
• থিয়ামিন এর অভাবে কোন রোগ হয় –বেরিবেরি
• কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয় –ভিটামিন বি ২
• মাছের সম্পূরক খাদ্য হিসেবে কি ব্যবহার করা হয় –চালের কুড়া
• কলোজেন কি– এক ধরনের প্রোটিন
• মানবদেহে খনিজ লবণ থাকে কত ভাগ — ৪%
• ইক্ষু চিনি বা বিটা চিনি বলা হয় কাকে– সুক্রোজকে
• কোনটি মনোস্যাকারাইড– গ্লুকোজ
• নেশা সামগ্রী আফিমের মূল উৎস কি– পপি
• ভিটামিন- ই এর কাজ কি– প্রজনে সহায়তা করা
• টায়ালিন কোন ধরনের খাবার পরিপাক করে –শর্করা
• ল্যাকটোজ কি–এক প্রকার কার্বোহাইড্রেট
• ছত্রাকের সঞ্চিত খাদ্য কি — গ্লাইকোজেন
• এনজাইম হল মূলত– এক প্রকার প্রোটিন
• পেপসিন হলো — একপ্রকার এনজাইম
Category: Education
Education Quiz job preparation BCS preparation
-
সাধারণ জ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর
-
বাংলা সাহিত্য বাংলা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর
১। বঙ্গবন্ধুর দ্বিতীয় আত্মজীবনী ” কারাগারের রোজনামচা” বইটির ইংরেজি অনুবাদের নাম কী ?
= Prison diary (অনুবাদক – অধ্যাপক ফকরুল আলম )
২। “লেখা পড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে “- উক্তিটি কার ?
= মদনমোহন তর্কালঙ্কার
৩. “তোমাকে অভিবাদন প্রিয়তমা” – কাব্যগ্রন্থটি কার লেখা ?
= শহীদ কাদরী
৪.”সীমানা ছাড়িয়ে” -কাব্যগ্রন্থ কার লেখা ?
= সৈয়দ শামসুল হক
৫।”ভালোবাসা খানিকটা অত্যাচার চায়, অত্যাচার করেও”- উক্তিটি কার ?
= রবীন্দ্র নাথ ঠাকুর
৬।যে জলে আগুন জ্বলে” কার কাব্যগ্রন্থটি কার লেখা ?
= হেলাল হাফিজ
৭। বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম কবি কে ?
= ঈশ্বরচন্দ্র গুপ্ত
৮। “জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি দুটোই অসহ্য”- প্রমথ চৌধুরি সাহিত্যে ন্যাকামি বলতে কী বুঝিয়েছেন ?
= সাহিত্যে সাধু ভাষার ব্যবহার কে
৯। কাকে বাংলাদেশের কবিদের কবি বলা হয় ?
= নির্মলেন্দু গুণ
১০।কবি কাজী নজরুল ইসলামকে ভারতের কোন জাতীয় পদক প্রদান করা হয়?
=পদ্মভূষণ
১১। বাংলা সাহিত্যের মহাকবি / পন্ডিত কবি কে ?
= আলাওল
১২।শ্রীকৃষ্ণকীর্তন কোন শতাব্দীতে রচিত হয় ?
= চতুর্দশ শতাব্দীর শেষ দিকে
১৩। “টালত ঘর মোর নাহি পড়িবেষী
হাঁডীত ভাত নাহি নিতি আবেশী।।- ” অর্থ কী ?
= পাহাড়ে টিলায় আমার ঘর , কোনো প্রতিবেশী নেই । হাড়িতে ভাত নেই কিন্তু নিত্যই অতিথি আসে ।- ঢেন্টনপাদ , চর্যাপদ)
১৫। কাজী নজরুল ইসলাম লেটোর দলে কত বছর বয়সে যোগদান করে ?
= ১২ বছর
১৬।বৈষ্ণব পদাবলীর ভাষায় ‘ বিরহ’ কী নামে পরিচিত ?
= বিপ্রলম্ভ শৃঙ্গার
১৭। মানসিংহ , ভবানন্দ, বিদ্যাসুন্দর কোন মঙ্গলকাব্যের চরিত্র ?
= অন্নদামঙ্গল
১৮। ‘ গুলে বকাওলী ‘ কাব্যটি কে লিখেছেন ?
= ইজ্জতুল্লাহ
১৯।আলাওলের “পদ্মাবতী” কাব্যটি কত খণ্ডের ?
= ২
২০।” বাংলাদেশ” কবিতাটি কে লিখেছেন ?
= অমিয় চক্রবর্তী
২১।” শিয়রে বাংলাদেশ ” কবিতাটি কার লেখা ?
= নির্মলেন্দু গুণ
২২।” বাংলা আমার ” কবিতাটি কার লেখা ?
= কায়কোবাদ
২৩। ” বঙ্গবাণী” কবিতাটি কার লেখা ?
= আব্দুল হাকিম
২৪। বঙ্গভাষা কবিতাটি কার লেখা ?
= মাইকেল মধুসূদন দত্ত
২৫।’ চারুপাঠ”পাঠপুস্তকটি কার লেখা ?
= অক্ষয়কুমারদত্ত
২৬।’পল্লীসাহিত্য’ প্রবন্ধটি কার?
=ড. মুহম্মদ শহীদুল্লাহ
২৭। “অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়” । উক্তিটি কার?
=মোতাহের হোসেন চৌধুরী ( শিক্ষা ও মনুষ্যত্ব)
২৮।হাট্টিমাটিম টিম’ ছড়াটির রচয়িতা কে?
=দাদাভাই রোকনুজ্জামান খান
২৯।কোন কবি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পল্লীগীতি সংগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করেন ?
= জসীম উদদীন
৩০।রবীন্দ্রনাথ ঠাকুর কাকে “চিত্ররুপময়তার কবি’ বলেছেন ?
= জীবনানন্দ দাশ
৩১। জীবনানন্দ দাশ বাংলাদেশকে কিসের দেশ বলেছেন?
= নবান্নের দেশ
৩২।’একটি কালো মেয়ের কথা ‘ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস টি কার ?
= তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৩৩। বাংলাদশের নাটক বলা হয় কোনটিকে ?
= নীলদর্পন
৩৪। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
= বঙ্গভাষা ও সাহিত্য ( দীনেশচন্দ্র সেন )
৩৫। ফররুখ আহমেদ কোন গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার পান?
= পাখির বাসা
৩৬। বাংলার স্কট , সাহিত্য সম্রাট , বাংল উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্রের ছদ্ম নাম কী ?
= কমলাকান্ত
৩৭। ‘ সাত ভাই চম্পা’ কাব্যটি কার লেখা ?
= বিষ্ণু দে
৩৮।’অতসী মামী’গল্পটি কার ?
= মানিকবন্দ্যোপাধ্যায়
৩৯।ভাষা আন্দোলন ভিত্তির “আর্তনাদ” উপন্যাসটি কার রচিত?
=শওকত ওসমান
৪০। সৈয়দ শামসুল হকের ‘ পায়ের আওয়াজ পাওয়া যায়’ কী ধরনের সাহিত্য কর্ম?
= মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য
- ঢেন্টনপাদ , চর্যাপদ)
-
“বাংলাদেশ বিষয়াবলী”
১. ফ্রিডম হাউস এর বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধীনতা এখন আংশিক মুক্ত দেশের কাতারে।
✓✓১০০ পয়েন্টের মধ্যে এবার বাংলাদেশের স্কোর ৩৯।
✓✓মুক্ত বিভাগে ৮২ টি দেশ ও একটি অঞ্চল পড়েছে।
✓✓আংশিক মুক্ত ৫৯ ত্রিদেশীয় একটি অঞ্চল।
✓✓এখনো মুক্ত হতে পারে নাই ৫৪ টি দেশ ও দশ টি অঞ্চল।
২. দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মঈনউদ্দীন আব্দুল্লাহ।
✓✓২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠিত হয়।
✓✓মঈনউদ্দীন আবদুল্লাহ্সহ ৬ষ্ঠ চেয়ারম্যান।
৩. পায়রা বন্দর বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত বাংলাদেশের তৃতীয় সামুদ্রিক বন্দর।
✓✓২০১৬ সালে সমুদ্র বন্দরটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়৷
৪. কীর্তনখোলা নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বরিশাল এবং ঝালকাঠি জেলার একটি নদী।
✓✓এই নদীর তীরে বরিশাল শহর অবস্থিত।
৫. শিশু উন্নয়ন কেন্দ্র তিনটি। দুটি বালক ও একটি বালিকাদের জন্য।
✓✓গাজীপুর জেলার টঙ্গীতে বালক ও বালিকাদের জন্য আলাদা দুটি এবং যশোর জেলার পুলেরহাটে বালকদের জন্য।
৬. ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ নামের বেসরকারি সংগঠনটি জীবনতরী নামের ভাসমান হাসপাতালটি চালু করে ১৯৯৯ সালে।
✓✓ ১২ শয্যার এই হাসপাতালটিতে চিকিৎসক আছেন তিনজন।
৭. মধুমতি নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাগুরা, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ এবং বাগেরহাট জেলার একটি নদী।
৮. ছিয়াত্তরের মন্বন্তরের দুর্ভিক্ষে বাংলায় কত লোক মারা গিয়েছিল? এক-তৃতীয়াংশ।
✓✓জনসংখ্যার এক-তৃতীয়াংশ, প্রায় ১০ মিলিয়ন(১ কোটি) মানুষ দুর্ভিক্ষে মারা যায়।
৯. ওয়ারেন হেস্টিং কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কত সালে?১৭৮১।
✓✓কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস (ব্রিটিশ গভর্নর ১৭৭২-৮৫)। প্রতিষ্ঠাকাল ১৭৮১; মতান্তরে, ১৭৮০।
১০. ২০২০-২১ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই ফেব্রুয়ারি) পণ্য রপ্তানি হয়েছে ২ হাজার ৫৮৬ কোটি ডলার এর।
✓✓মোট রপ্তানি আয় এর ৮১ শতাংশ তৈরি পোশাক খাত থেকে এসেছে ।
৩. সেনরা বাংলায় এসেছিল কোথা থেকে? দক্ষিণ ভারত থেকে।
✓✓পালদের পর এসেছে সেনেরা। সেনদের সময় সংস্কৃত ভাষা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাভ করে।
৪. বাংলায় সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দেন? মঙ্গল পান্ডে।
✓✓মঙ্গল পাণ্ডে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। তিনি সাধারণ সিপাই হয়ে সিপাহী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। গরু ও শূকরের চর্বি ব্যবহার করে যে কার্তুজ তৈরি করতো ইংরেজরা, হিন্দু-মুসলমান উভয় ধর্মের সিপাহীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে সেটা। হিন্দু ধর্মে গরু ও মুসলমান ধর্মে শূকর নিষিদ্ধ। অথচ বন্দুক চালাতে গিয়ে প্রতিবারই গরু-শূকরের চর্বি মিশ্রিত কার্তুজে কামড় বসাতে হচ্ছে এদেশীয় সৈন্যদের। এ নিয়ে সৈন্যদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। পুঞ্জিভূত সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে।
৫. চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় কত সালে? ১৭৯৩ সালে।
✓✓চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ সালে কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার ভূমি মালিকদের (সকল শ্রেণির জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের) মধ্যে সম্পাদিত একটি স্থায়ী চুক্তি। এর প্রবক্তা লর্ড কর্নওয়ালিস।
“আন্তর্জাতিক বিষয়াবলী”
১. যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ফ্রিডম হাউস।
✓✓ওয়াশিংটনভিত্তিক পর্যবেক্ষক প্রতিষ্ঠান ফ্রিডম হাউস।
✓✓১৯৪১ সালে ফ্রিডম হাউস প্রতিষ্ঠিত হয়।
২. ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন? পর্তুগিজ।
✓✓ভাস্কো দা গামা (১৪৬৯ – ডিসেম্বর ২৪, ১৫২৪, কোচি, ভারত) একজন পর্তুগীজ অনুসন্ধানকারী এবং পর্যটক যিনি প্রথম পঞ্চদশ শতাব্দীতে সমুদ্রপথে ইউরোপ থেকে ভারতে আসেন।
৬. বার্নিয়ের কোন দেশের পর্যটক ছিলেন? ফ্রান্স।
✓✓মুঘল আমলে আগত ইউরোপীয় পর্যটকদের মধ্যে অন্যতম বিখ্যাত ছিলেন ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ের(১৬২০-১৬৮৮)।
৭. মিয়ানমারের সর্বশেষ সেনা অভ্যুত্থান ঘটে ১ ফেব্রুয়ারি ২০২১ এ।
৮. ফার্ক বিদ্রোহী গোষ্ঠী এর অবস্থান ?কলম্বিয়ায়।
✓✓রেভোল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (স্প্যানিশ- ফুয়েরখাস আরমাদাস রেভ্যোলুশিওনারিয়াস দে কলম্বিয়া) বা ফার্ক।
✓✓২০১৭ সালের ২৭ জুন, দীর্ঘ তিপ্পান্ন বছরের রক্তক্ষয়ী ইতিহাসের যতি টেনে ফার্ক গেরিলারা অস্ত্র সমর্পণ করে।
“দৈনন্দিন বিজ্ঞান”
১. উদ্ভিদের দেহে শতকরা প্রায় কত ভাগ পানি? ৯০ ভাগ।
২. মানবদেহে শতকরা প্রায় কত ভাগ পানি? ৬০-৭০ ভাগ।
৩. ফটোগ্রাফিক কাগজের ওপর আলোর ক্রিয়ার ফলে আলোক রশ্মি কোন শক্তিতে রূপান্তরিত হয় ? রাসায়নিক শক্তি।
৪. জলবিদ্যুৎ উৎপাদনের জন্য পানির কোন শক্তিকে কাজে লাগানো হয়? বিভব শক্তি -
বাংলা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর
১। বঙ্কিমচন্দ্রের প্রচারধর্মী ত্রয়ী উপন্যাস কোনগুলো?
ক. আনন্দমঠ, দেবী চৌধুরাণী, সীতারাম
খ. বিষবৃক্ষ, কপালকুণ্ডলা, রাজসিংহ
গ. মৃণালিনী, দুর্গেশনন্দিনী, ইন্দিরা
ঘ. বিষবৃক্ষ, ইন্দিরা, সীতারাম
উত্তর : ক
২। বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি?
ক. অশোক
খ. সাজাহান
গ. সরোজিনী
ঘ. কৃষ্ণকুমারী
উত্তর : ঘ
৩। কাঠালপাড়া’য় জন্মগ্রহণ করেন কোন লেখক?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. সুভাষ মুখোপাধ্যায়
ঘ. কাজী ইমদাদুল হক
উত্তরঃ খ
৪। মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ গ্রন্থটি সম্পর্কে কোন উক্তিটি উপযোগী?
ক. এটি বাংলা সাহিত্যের প্রতিনিধিত্বশীল মহাকাব্য
খ. এটি প্রামাণ্য ইতিহাস সম্বলিত মহাকাব্য
গ. এটি ঐতিহাসিক ঘটনার আবেগ-নির্ভর মর্মস্পর্শী বর্ণনা
ঘ. এটি মুসলমানের লেখা প্রথম কবিতা সংকলন
উত্তরঃ গ
৫। ‘অমর জীবনী’ নামক আত্মচরিতটির রচয়িতা কে?
ক. কায়কোবাদ
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. মীর মশাররফ হোসেন
ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ গ
৬। ‘মহাশ্মশান’ মহাকাব্য কোন সালের পানিপথের যুদ্ধের ওপর ভিত্তি করে রচিত?
ক. ১৭২৬
খ. ১৭৬১
গ. ১৫৫৬
ঘ. ১৫২৬
উত্তরঃ খ
৭। বাংলা সাহিত্যে রাধা-কৃষ্ণ বিষয়ক প্রথম কাহিনী কাব্য কোনটি?
ক. শ্রীকৃষ্ণকীর্তন
খ. বৈষ্ণব পদাবলী
গ. গীত গোবিন্দ
ঘ. চৈতন্যচরিতামৃত
উত্তর : ক
৮। আলাওল কার পৃষ্ঠপোষকতায় ‘পদ্মাবতী’ কাব্য রচনা করেন?
ক. মাগন ঠাকুর
খ. দৌলত কাজী
গ. সৈয়দ সুলতান
ঘ. ফকির গরীবুল্লাহ
উত্তর : ক
৯। আপনা মাংসে হরিণা বৈরী’- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত
ক.চর্যাপদ
খ. শ্রীকৃষ্ণকীর্তন
গ. বৈষ্ণব পদাবলী
ঘ. অন্নদামঙ্গল
উত্তর : ক
১০ । রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
ক. নৌকাডুবি
খ. ক্ষুধিত পাষাণ
গ. চিরকুমার রাজসভা
ঘ. ঘরে বাইরে
উত্তর : খ
১১। ‘মহেন্দ্র>বিনোদিনী>আশালতা>কিহারী ‘ কোন উপন্যাসের নায়ক-নায়িকা?
ক. গোরা
খ. চোখের বালি
গ. যোগাযোগ
ঘ. ঘরে বাইরে
উত্তর খ
১২। ‘কত ছবি, কত গান’- এর লেখক?
ক. শামসুচ্ছুদ্দিন আবুল কালাম
খ.আলাউদ্দিন আল-আজাদ
গ. আবুল ফজল
ঘ. খন্দকার মোহাম্মদ ইলিয়াস
উত্তর : ঘ
১৩।সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থটির কবি কে?
ক. কায়কোবাদ
খ.ফররুখ আহমদ
গ.গোলাম মোস্তফা
ঘ. আল মাহমুদ
উত্তর : খ
১৪। মেঘ বলে চৈত্রে যাবো’ কাব্যগ্রন্থটির লেখক হলেন—
ক. সুফিয়া কামাল
খ. ফররুখ আহমেদ
গ. আহসান হাবীব
ঘ. শামসুর রাহমান
উত্তর : গ
১৫। লোকসাহিত্য সাধারণত কোন সম্প্রদায় বা জনগোষ্ঠীর-
ক. লিখিত সাহিত্য
খ. অলিখিত সাহিত্য
গ. সংকলিত সাহিত্য
ঘ. পারিবারিক সাহিত্য
উত্তরঃ খ
১৬। মৈমনসিংহ গীতিকার অন্তর্গত পালা কোনটি?
ক. মহুয়া
খ. মলুয়া
গ. চন্দ্রাবতী
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ
১৭।মুক্তিযুদ্ধভিত্তিক ‘ক্ষুদে সোশ্যালিস্ট’ গ্রন্থটির রচয়িতা কে ?
ক. শওকত ওসমান
খ. সৈয়দ সামছুল হক
গ. আনোয়ার পাশা
ঘ. আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর : ক
১৮। নীল দংশন” ও “নিষিদ্ধ লোবান”
মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস দুটির লেখক?
ক. শওকত ওসমান
খ. সৈয়দ সামছুল হক
গ. আনোয়ার পাশা
ঘ. আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর : খ
১৯ ‘ নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা”
পংক্তিটি কার?
ক. রামনিধি গুপ্তের
খ. গোলাম মোস্তফা
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. মীর মশাররফ হোসেন
উত্তর : ক
২০। ভারত সরকার কর্তৃক ‘পদ্মভূষণ’ পদক প্রদান করে ?
ক. ২০০৪
খ. ১৯৪০
গ. ১৯৬০
ঘ. ১৯৭৬
উত্তর : গ -
বাগধারা বাংলা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর
*** সবার নিচে উত্তর দেওয়া আছে
১। ‘ঢিমে তেতালা’ বাগধারাটির অর্থ হলো—
ক. তালজ্ঞান বর্জিত
খ. খুবই মন্থর গতি
গ. অল্প পরিশ্রমে কাতর
ঘ. বিস্ময়ে অবাক হওয়া
২। ‘অহংকার নেই যার’-এর সঠিক বাক্য সংকোচন হবে—
ক. নিরঅহংকারী
খ. নিরহংকারী
গ. নিরহংকার
ঘ. নিঃঅহংকার
৩। ‘পঞ্চত্বপ্রাপ্তি’ শব্দটির সঠিক প্রতিশব্দ কোনটি?
ক. আশীর্বাদ লাভ খ. স্বর্গলাভ
গ. জীবন ঘ. মৃত্যু
৪। ‘ক্তি’ প্রত্যয়যোগ করলে ‘চ’ ও ‘জ’ স্থলে কী হবে?
ক. ক খ. ঝ
গ. ত ঘ. ম
৫। নির্দিষ্টতা বোঝাতে সংখ্যাবাচক শব্দের সঙ্গে কোনটি যুক্ত হয়?
ক. গোটা খ. দুটো
গ. এক ঘ. টি
৬। নিচের কোনগুলো অনুগামী সমুচ্চয়ী অব্যয়?
ক. কিন্তু, বরং খ. যদিও, যেন
গ. যথা, তথা ঘ. হ্যাঁ, বেশ তো
৭। নিচের কোনটি উপপদ তত্পুরুষ সমাসের উদাহরণ?
ক. মনমরা খ. মধুমাখা
গ. পকেটমার ঘ. আলুনি
৮। ভিন্নার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ গঠন করা হয়েছে কোনটিতে?
ক. অলিগলি খ. বাতটাত
গ. ছটফট ঘ. চুপচাপ
৯। খাঁটি শব্দে ‘এ’ ধ্বনির উচ্চারণ কেমন হয়?
ক. সংবৃত খ. বিবৃত
গ. হ্রস্ব ঘ. দীর্ঘ
১০। অ +ঃ + অ = ও; এ নিয়মে সাধিত সন্ধি কোনটি?
ক. মনোরম খ. তপোবন
গ. ততোধিক ঘ. তিরোধান
১১। ‘সে-ই কাজটা করে থাকবে।’ বাক্যে যৌগিক ক্রিয়া কী অর্থে ব্যবহার করা হয়েছে?
ক. সম্ভাবনায় খ. সন্দেহ প্রকাশে
গ. নির্দেশে ঘ. দৃঢ়তায়
১২। ‘নয়ন’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. নী + অনট খ. নে + অনট
গ. নী + অন ঘ. নে + অন
১৩। ‘শত্রুর সহিত সন্ধি চাই না’ বাক্যটিতে ‘সহিত’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?
ক. সহগামিতা
খ. বিরুদ্ধগামিতা
গ. দিকে বা সঙ্গে
ঘ. সমসূত্রে
১৪। নিচের কোন অব্যয়ীভাব সমাসটি ‘বীপ্সা’ অর্থে প্রয়োগ হয়েছে?
ক. ঈষৎ নত = আনত
খ. পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক
গ. ক্ষণ ক্ষণ = অনুক্ষণ
ঘ. বিরুদ্ধ কুল = প্রতিকূল
১৫। বাক্যের পদক্রমে সম্বন্ধপদ বিশেষ্যের পূর্বে বসে—এর উদাহরণ কোনটি?
ক. তুমি বাড়ি যাবে না আমি যাব
খ. জানি তোমার মুরদ কতটুকু
গ. না চাইতে দানের কোনো মর্যাদা নেই
ঘ. ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে
১৬। বিপরীত অর্থে ‘অপ’ উপসর্গযুক্ত শব্দ কোনটি?
ক. অপমান খ. অপকর্ম
গ. পরাজয় ঘ. অপনোদন
১৭। কর্মবাচ্যের ধাতু বাক্যের মধ্যে কোনটির অনুসারী হয়?
ক. বাক্যের ক্রিয়াপদের
খ. বাক্যের কর্তাপদের
গ. বাক্যের নামপদের
ঘ. বাক্যের কর্তার
১৮। ‘ঝির ঝির করে বাতাস বইছে’ অব্যয়ের দিরুক্তিতে কী অর্থ প্রকাশ করেছে?
ক. অনুভূতি
খ. ভাবের গভীরতা
গ. ধ্বনি ব্যঞ্জনা
ঘ. পৌনঃপুনিকতা
১৯। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে বলে—
ক. বিষমীভবন
খ. ধ্বনি বিপর্যয়
গ. ব্যঞ্জনচ্যুতি
ঘ. ব্যঞ্জন বিকৃতি
২০। নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
ক. সধবা খ. ঘোষ
গ. ঢাকী ঘ. দাই
২১। ‘সই’ তদ্ধিত প্রত্যয়টি ‘মত’ অর্থ প্রকাশ করে, এর ব্যতিক্রম কোনটি?
ক. নামিসই খ. টেকসই
গ. মানানসই ঘ. জুতসই
২২। ‘সে গতকাল পরীক্ষা দেয়নি।’ বাক্যটি কোন কালের?
ক. সাধারণ অতীত
খ. সাধারণ বর্তমান
গ. পুরাঘটিত অতীত
ঘ. পুরাঘটিত বর্তমান
২৩। সাধারণ মধ্যম পুরুষের বর্তমান কালের অনুজ্ঞায় চলিত রীতির বিভক্তি কোনটি?
ক. উক খ. উন
গ. ন ঘ. ও
২৪। বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কত প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
২৫। ‘ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা।’ মিশ্র বাক্যটিতে কোন ধরনের আশ্রিত খণ্ডবাক্য রয়েছে?
ক. বিশেষ্য স্থানীয়
খ. বিশেষণ স্থানীয়
গ. ক্রিয়া বিশেষণ স্থানীয়
ঘ. অব্যয়ী স্থানীয়
২৬। ‘মাথা ব্যথা’ দ্বারা কী বোঝায়?
ক. ভাবনা করা খ. আগ্রহ
গ. রোগবিশেষ ঘ. দায়িত্ব গ্রহণ
২৭। ‘চোরটা ধরা পড়েছে’ এটি কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্তৃবাচ্যের খ. কর্মবাচ্যের
গ. ভাববাচ্যের ঘ. কর্মকর্তৃবাচ্যের
২৮। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হয়?
ক. কমা খ. হাইফেন
গ. কোলন ঘ. সেমিকোলন
২৯। নিচের কোনটি ফারসি শব্দ?
ক. কেচ্ছা খ. টিন
গ. পাত্র ঘ. রসদ
৩০। ‘কেবল তোমার জন্য আমার এ দুর্ভোগ।’ বাক্যে ‘কেবল’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. বিশেষ্য খ. বিশেষণ
গ. অনুসর্গ ঘ. উপসর্গ
উত্তরগুলো মিলিয়ে নাও
১. খ ২. গ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ক ৮. ক ৯. খ ১০. গ ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. গ ১৫. ঘ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. গ ২১. ক ২২. খ ২৩. ঘ ২৪. গ ২৫. খ ২৬. খ ২৭. খ ২৮. গ ২৯. ঘ ৩০. গ -
বাংলা পরীক্ষার সকল প্রশ্ন উত্তর সহ দিয়ে
১। বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী?
[১০, ১৫,
২০, ২২, ৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন।
২। কাহ্নপা কে ছিলেন? [১০, ১২
বিসিএস
লিখিত]
উত্তরঃ কাহ্নপা চর্যাপদের একজন
প্রধান
কবি। তাঁর রচিত পদের সংখ্যা ১৩ টি।
৩। বাংলা ভাষার পূর্ববর্তী স্থরের
নাম কী?
[১০ বিসিএস লিখিত]
উত্তরঃ অপভ্রংশ।
৪। দৌলত উজির বাহরাম খানের
কাব্যের নাম
কী? [১০, ১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ লাইলী – মজনু।
৫। ’ইউসুফ – জোলেখা’ কাব্যের
রচয়িতা কে?
[১০, ১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।
৬। আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কী?
[১০
বিসিএস লিখিত]
উত্তরঃ পদ্মাবতী।
৭। লালন শাহ কী রচনা করেছেন? [১০
বিসিএস
লিখিত]
উত্তরঃ লালনগীতি (বাউলগান)।
৮। মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কী?
[১০
বিসিএস লিখিত]
উত্তরঃ মেঘনাদবধ কাব্য।
৯। রবীন্দ্রনাথের ‘বলাকা’ কাব্য প্রথম
কোন
সালে প্রকাশিত হয়? [১০ বিসিএস
লিখিত]
উত্তরঃ ১৯১৬ খ্রিষ্টাব্দে বাংলা
১৩২২
সালে।
১০। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’
কবিতা কোন কাব্যের অন্তর্গত? [১০
বিসিএস
লিখিত]
উত্তরঃ ’অগ্নিবীনা’ (১৯২২)।
১১। ’ধূসর পাণ্ডলিপি’ কার রচনা? [১০
বিসিএস
লিখিত]
উত্তরঃ জীবনানন্দ দাস।
১২। ‘লালসালু’র লেখক কে? [১০ বিসিএস
লিখিত]
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
১৩। জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস
কোনটি? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ আরেক ফাল্গুন।
১৪। প্রথম কোন মহিলা কবি রামায়ণ
রচনা
করেন? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ চন্দ্রাবতী।
১৫। ‘অন্নদামঙ্গল’ কার রচনা? [১১, ২০
বিসিএস
লিখিত]
উত্তরঃ ভারতচন্দ্র রায় গুণাকর।
১৫। ‘গোরক্ষ বিজয়’ এর আদি কবির নাম
কী?
[১১ বিসিএস লিখিত]
উত্তরঃ শেখ ফয়জুল্লাহ।
১৬। ‘মধুমালতী’ কাব্যের অনুবাদক কে?
[১১
বিসিএস লিখিত]
উত্তরঃ মুহম্মদ কবীর।
১৭। ’মধুমালতী’ কাব্য কোন ভাষা
থেকে
অনূদিত হয়েছে? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ হিন্দি।
১৮। ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম
কী?
[১১, ১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ’সংবাদ প্রভাকর’ (১৮৩১)।
১৯। ‘প্রফুল্ল’ নাটকটি কে রচনা
করেছেন? [১১
বিসিএস লিখিত]
উত্তরঃ গিরশিচন্দ্র ঘোষ।
২০। ’কল্লোল’ পত্রিকা কোন সালে
প্রকাশিত
হয়? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯২৩ সালে।
২১। ‘আরণ্যক’ উপন্যাসের রচয়িতার নাম
কী?
[১১ বিসিএস লিখিত]
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
২২। আত্মজীবনীমূলক রচনা ‘উদাসীন
পথিকের
মনের কথা’র লেখক কে?[১১, ৩১ তম
বিসিএস
লিখিত]
উত্তরঃ মীর মোশাররফ হোসেন।
২৩। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ
কোনটি? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘রাত্রিশেষ’।
২৪। ‘নেমেসিস’ নাটকটির রচয়িতা
কে? [১১
বিসিএস লিখিত]
উত্তরঃ নূরুল মোমেন।
২৫। ‘নদীবক্ষে’ কার রচনা? [১১ বিসিএস
লিখিত]
উত্তরঃ কাজী আব্দুল ওয়াদুদ।
২৬। ‘সমকাল’ পত্রিকার প্রথম সম্পাদকের
নাম
কী? [১১, ২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃসিকান্দার আবু জাফর।
২৭। ‘অমর একুশে’ এর কবির নাম কী? [১১
বিসিএস লিখিত]
উত্তরঃ আলাউদ্দীন আল আজাদ।
২৮। ’ধনধ্যান্যে পুষ্পেভরা আমাদের এই
বসুন্ধরা’ এই লাইনাটর রচয়িতা কে? [১৩
বিসিএস লিখিত]
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়।
২৯। জয়দেব রচিত সংস্কৃত কাব্যেগ্রন্থের
নাম
কী? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ গীতগোবিন্দ।
৩০। আলাওলের ‘পদ্মাবতী’ কোন কবি
অনুবাদ
করেন? কোন কাব্যে থেকে? [১৩
বিসিএস
লিখিত]
উত্তরঃ মালিক মুহম্মদ জায়সীর।
’পদুমাবৎ’
কাব্য থেকে।
৩১। ভারতচন্দ্র কোন রাজসভার কবি
ছিলেন?
[১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের
রাজসভার
কবি।
৩২। ফকির গরীবুল্লাহ রচিত দু’টি
গ্রন্থের নাম
কী কী? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘আমির হামজা’(১ম অংশ) ও
জঙ্গনামা।
৩৩। মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম
কোন পত্রিকা সম্পাদিত হয়? [১৩
বিসিএস
লিখিত]
উত্তরঃ ‘সমাচার সভারাজেন্দ্র (১৮৩১),
সম্পাদক- শেখ আলীমুল্লাহ।
৩৪। ’সধবার একাদশী’ প্রহসনটি কার
লেখা?
[১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ দীনবন্ধু মিত্র।
৩৫। শেক্সপীয়রের কোন নাটকটি
বিদ্যাসাগর
অনুবাদ করেন? [১৩, ২৫ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ ’কমেডি অব এররস’। অনূদিত নাম :
‘ভ্রান্তি বিলাস’।
৩৬। ’নৌফেল ও হাতেম’ কাব্যনাট্যটির
রচয়িতার নাম কী? [১৩ বিসিএস
লিখিত]
উত্তরঃফররুখ আহমদ।
৩৭। ‘চাঁদের আমাবস্যা’ উপন্যাসটির
রচয়িতা
কে? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
৩৮। বাংলাদেশের দু’জন অকালপ্রয়ত
বিশিষ্ট
কবির নাম কী কী? [১৩ বিসিএস
লিখিত]
উত্তরঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন
কবির।
৩৯। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর
নাই’
এটি কোন কবির বাণী? [১৫ বিসিএস
লিখিত]
উত্তরঃ দ্বিজ চণ্ডীদাসের।
৪০। কৃত্তিবাস কোন কাব্যের জন্য
বিখ্যাত?
[১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ রামায়ণের অনুবাদের জন্য
বিখ্যাত।
৪১। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা?
[১৫
বিসিএস লিখিত]
উত্তরঃ মনসামঙ্গল কাব্য (১৪৯৪)।
৪২। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহন করেন?
[১৫
বিসিএস লিখিত]
উত্তরঃ বরিশালের গৈলা নামক
গ্রামে।
৪৩। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ
কে?
[১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মানোএল দা আস্সুম্পসাওঁ।
পর্তুগালের
এক পাদ্রি।
৪৪। বাংলা গদ্যের জনক কে? [১৫
বিসিএস
লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৪৫। কারবালার কাহিনী নিয়ে কে
গ্রন্থ
রচনা করেন? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মীর মশাররফ হোসেন। ’বিষাদ
সিন্ধু’।
৪৬। ‘কৃষ্ণকুমারী’ নাটকের রচয়িতা কে?
[১৫
বিসিএস লিখিত]
উত্তরঃ মাইকেল মধসূদন দত্ত। এটি
বাংলা
সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি।
৪৭। ‘কুহেলিকা’ উপন্যাসটির রচয়িতা
কে? [১৫
বিসিএস লিখিত]
উত্তরঃকাজী নজরুল ইসলাম।
৪৮। বাংলাদেশের সাহিত্যে (১৯৪৭-
বর্তমান)
প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? [১৫
বিসিএস লিখিত]
উত্তরঃ ‘লালসালু’। রচয়িতা সৈয়দ
ওয়ালিউল্লাহ।
৪৯। ‘কবর’ নাটকটি কোন ঐতিহাসিক
ঘটনা
নিয়ে রচিত? নাট্যকার কে [১৫,২০,২৩,২৭
তম
বিসিএস লিখিত]
উত্তরঃ ভাষা আন্দোলন। নাট্যকার
মুনীর
চৌধুরী।
৫০। একুশের প্রথম সংকলন এবং
‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ :
দলিলপত্র’
কে রচনা করেন? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
৫১। বাংলা কাব্যের আদি নিদর্শন কী?
[১৭,
২০, ২১, ২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘চর্যাপদ’।
৫২। ‘চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে?
[১৭
বিসিএস লিখিত]
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী। (রচনাকাল
ষোড়শ শতক)।
৫৩। মনসুর বয়াতি কে? তার রচিত
কাব্যের
নাম কী? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ মৈমনসিংহ গীতিকার অন্যতম
কবি।
রচিত কাব্য ’দেওয়ানা মদিনা’।
৫৪। ‘যুগসন্ধির কবি কাকে বলে? [১৭, ৩১
তম
বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্তকে।
৫৫। মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি
শুরু
করেন পরে অন্য এক কবি শেষ করেন? [১৭
বিসিএস লিখিত]
উত্তরঃ’সতীময়না-লোচন্দ্রানী’।
(দৌলত
কাজী শুরু করেন আলাওল শেষ করেন)।
৫৬। ’তোহফা’ ক্ব্যটি কে রচনা করেন?[১৭
বিসিএস লিখিত]
উত্তরঃ আলাওল। ফরাসি ভাসা থেকে
অনূদিত।
৫৭। ‘প্রাচীন বঙ্গ সাহিত্যে
মুসলমানদের
অবদান’ গ্রন্থের রচয়িতা কে? [১৭
বিসিএস
লিখিত]
উত্তরঃ আবদুল করিম সাহিত্যবিশারদ।
৫৮। ’ভানুসিংহ’ কার ছদ্মনাম? [১৭
বিসিএস
লিখিত]
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।
৫৯। ফররুখ আহমদ রচিত সনেট গ্রন্থের নাম
কী? [১৭ বিসিএস লিখিত]
উত্তর ‘মহূর্তের কবিতা’ (১৯৬৩)।
৬০। প্রাচীন যুগে রচিত বাংলা
সাহিত্যের
নিদর্শন কোন কোন নামে পরিচিত? [১৭
বিসিএস লিখিত]
উত্তরঃ ‘চর্যাচর্যবিনিশ্চয়’,’চর্যাগীতি
কোষ’,
‘চর্যাগীতিকা’, ’চর্যাপদ’, হাজার
বছরের
পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও
দোহা’
ইত্যাদি।
৬১। ‘ইউসুফ-জোলেখা’ ও ‘লাইলী-মজনু’
কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের?
[১৭
বিসিএস লিখিত]
উত্তরঃ ’ইউসুফ-জোলেখা’ আরবের,
’লাইলী-
মজন’ ইরান।
৬২। ’রামায়ণ’ ও ’মহাভারত’ কাব্যের মূল
রচয়িতাদের নাম কী? [১৭ বিসিএস
লিখিত]
উত্তরঃ রামায়ণের রচয়িতা
বাল্মীকি এবং
মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন
ব্যাস।
৬৩। ১৯৪৮ থেকে ১৯৫২ এর মধ্যে বাংলা
ভাষা
আন্দোলনের উপর কোন গ্রন্থ রচিত হয়?
[১৭
বিসিএস লিখিত]
উত্তরঃ ‘পূর্ব বাংলার ভাষা
আন্দোলন ও
তৎকালীন রাজনীতি’। গ্রন্থকারঃ
বদরুদ্দীন
ওমর।
৬৪। কবিগান বলতে কী বোঝায়? [১৮
বিসিএস
লিখিত]
উত্তরঃ কবিতা বা গানের বিতর্ক।
৬৫। কবি গোলাম মোস্তফার তিনটি
গ্রন্থের
নাম কী কী? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বিশ্বনবী’, ’রক্তরাগ’ ও
‘মরুদুলাল’।
৬৬। ঈশ্বরচন্দ্রের বিধবা বিবাহ বিষয়ক
গ্রন্থটির নাম কী? [১৮ বিসিএস
লিখিত]
উত্তরঃ ‘বিধবা বিবাহ প্রচলিত হওয়া
উচিত
কিনা এতদ্বিষয়ক প্রস্তাব’।
৬৭। ‘কাশবনের কন্যা’ উপন্যাসটির
রচয়িতা
কে? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ শামসুদ্দীন আবুল কালাম।
৬৮। বাংলা কথ্যরীতিতে প্রথম গ্রন্থ
রচনা
করেন কে? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র ওরফে
টেকচাঁদ
ঠাকুর। গ্রন্থের নাম : ‘আলালের ঘরের
দুলাল’।
৬৯। ফোর্ট উইলিয়াম কলেজ কখন
প্রতিষ্ঠিত
হয়? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ ১৮ মে ১৮০০ খ্রিষ্টাব্দে।
৭০। ’তাপস কাহিনী’ ও ‘মহর্ষি মনসুর’
প্রভৃতি
গ্রন্থের রচয়িতার নাম কী? [১৮
বিসিএস
লিখিত]
উত্তরঃ মোজাম্মেল হক।
৭১। জীবনানন্দ দাসের তিনটি
কাব্যগ্রন্থের
নাম কী কী? [২০, ২২ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি ও
বনলতা
সেন।
৭২। ’হাজার বছর ধরে’ উপন্যাসটির
রচয়িতার
নাম কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জহির রায়হান।
৭৩। মৈমনসিংহ গীতিকার দু’টি পালা
কী
কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মহুয়া ও মলুয়া।
৭৪। রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক
উপন্যাস
কোনটি? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বৌ-ঠাকুরাণীর হাট’।
৭৫। তিনজন বৈষ্ণব পদকর্তার নাম কী
কী? [২১
তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিদ্যাপতি, চণ্ডীদাস ও
গোবিন্দদাস।
৭৬। রবীন্দ্রনাথের নোবেল
পুরস্কারপ্রাপ্ত
গ্রন্থের নাম কী? [২১ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ ‘Song Offerings’ কবিতা
সংকলনরে
জন্য।
৭৭। কাজী নজরুল ইসলামের তিনটি
কাব্যের
নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘অগ্নিবীনা’, ’চক্রবাক’ ও ‘সিন্দু
হিন্দোল’।
৭৮। মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’
নাটকের বিষয়বস্তু কী? [২১ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ।
৭৯। ইংরেজ আমলে কাজী নজরুলের
নিষিদ্ধ
গ্রন্থগুলোর নাম কী কী? [২২, ২৪ তম
বিসিএস
লিখিত]
উত্তরঃ বিষের বাঁশি, প্রলয় শিখা,
ভাঙ্গার
গান, যুগবানী ও চন্দ্রবিন্দু।
৮০। দৌলত কাজী কোন কাব্যের জন্য
বিখ্যাত? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সতীময়না ও লোর চন্দ্রানী।
৮১। চরিত্রহীন উপন্যাস কার লেখা? [২২
তম
বিসিএস লিখিত]
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।
৮২। শামসুর রহমানের প্রথম কাব্যের নাম
কী?
[২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে।
৮৩। ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের
সম্পাদক
কে? [২২, ২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
৮৪। ‘মোহাম্মদী’, ‘সওগাত’ ও ’বেগম’
পত্রিকার
সম্পাদক কে কে? [২২ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ যথাক্রমে মাওলানা আকরাম
খাঁ,
মোহাম্মদ নাসিরউদ্দীন ও নূরজাহান
বেগম।
৮৫। পবিত্র কুরআন শরীফের প্রথম বাংলা
অনুবাদকের নাম কী? [২২ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।
৮৬। বাংলা কোন ভাষাগোষ্ঠীর
অন্তর্গত?
[২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইন্দো- ইউরোপীয়।
৮৭। কাব্য পারা কে লিখেছেন? [২৩ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
৮৮। রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের
নাম কী?
[২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শেষ লেখা।
৮৯। কাজী নজরুল ইসলামের
ছোটগল্পের
বইয়ের নাম কী? [২৩ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ শিউলিমালা।
৯০। জসীমউদ্দীনের ‘সোজান বাদিয়ার
ঘাট’
কাব্যের প্রধান চরিত্র কী কী? [২৩ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ সোজান ও দুলি।
৯১। ‘চাঁদের আমাবস্যা’ কার লেখা? [২৩
তম
বিসিএস লিখিত]
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
৯২। ’সংশপ্তক’ কার লেখা? [২৩ তম
বিসিএস
লিখিত]
উত্তরঃ শহীদুল্লাহ কায়সার।
৯৩। ’কাঞ্চন গ্রাম’ কার লেখা? [২৩ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ শামসুদ্দীন আবুল কালামের।
৯৪। ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে
বাংলা বিভাগ খোলা হয়? [২৪ তম
বিসিএস
লিখিত]
উত্তরঃ ১৮০১ সালে।
৯৫। ‘লালসালু,’ ‘ সূর্যদীঘল বাড়ী’ ও
’চিলে
কাঠার সেপাই’ কে কে লিখেছেন?
[২৪,২৭ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ যথাক্রমে সৈয়দ ওয়ালীউল্লাহ,
আবু
ইসহাক ও আখতারুজ্জামান ইলিয়াস।
৯৬। বেগম রোকেয়া সাখাওয়াত
হোসেন কেন
বিখ্যাত? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নারী জাগরনের অগ্রদূত
হিসেবে।
৯৭। রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ কী
ধরনের গ্রন্থ? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রোমান্টিক কাব্যধর্মী
উপন্যাস।
৯৮। জসীমউদ্দীনকে কেন ‘পল্লিকবি’
বলা হয়?
[২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তাঁর কবিতায় পল্লি-প্রকৃতির
রূপবৈচিত্র ফুটে উঠেছে তাই।
৯৯। ’কল্লোল’ কী? [২৪ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ বাংলা সাহিত্যর পুরোধা-
ব্যাক্তি
দের একটি সংগঠন। এই সংগঠনের মূখপাত্র
ছিলো ’কল্লোল’ নামের একটি
পত্রিকা। এর
সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাস।
১০০। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে
প্রতিষ্ঠিত হয়? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯২১ সালে।
১০১। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের
আবিষ্কারকের নাম কী? [২৫ তম
বিসিএস
লিখিত]
উত্তরঃ শ্রী বসন্তরঞ্জন রায়। তাঁর
উপাধি
ছিল ‘বিদ্বদ্বল্লভ’।
১০২। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম
মুসলিম কবি কে? [২৫ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ শাহ মুহম্মদ সগীর।
১০৩। বৈষ্ণব পদাবলির দু’জন পদকর্তার
নাম
কী কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিদ্যাপতি ও জ্ঞানদাস।
১০৪। ‘বেতাল পঞ্চবিংশতি’ কার
লেখা? [২৫
তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।
১০৫। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? [২৫ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ বীরবল।
১০৬। মুনীর চৌধুরীর দু’টি নাটকের নাম
কী
কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রক্তাক্ত প্রান্তর ও দণ্ডকারণ্য।
১০৭। ‘অশ্রুমালা’ কাব্যের রচয়িতা কে?
[২৫
তম বিসিএস লিখিত]
উত্তরঃ কায়কোবাদ। তাঁর আসল নাম
মুহম্মদ
কাজেম আল কোরায়শী।
১০৮। চর্যাপদ কে কখন কোথা থেকে
আবিষ্কার করেন? [২৭, ২৮, ৩৩, ৩৪ তম
বিসিএস
লিখিত]
উত্তরঃ ১৯০৭ সালে ড. হরপ্রসাদ
শাস্ত্রী
নেপালের রাজদরবারের গ্রন্থাগার
থেকে
আবিষ্কার করেন।
১০৯। বাংলা মঙ্গল কাব্যধারার দু‘জন
বিখ্যাত কবির নাম কী কী? [২৭ তম
বিসিএস
লিখিত]
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর।
১১০। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে
স্থাপিত হয়? [২৭, ২৮ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ ১৮০০ সালে।
১১১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম
প্রকাশিত কাব্যের নাম কী? [২৭ তম
বিসিএস
লিখিত]
উত্তরঃ ‘বেতাল পঞ্চবিংশতি’ (১৮৪৭)।
১১২। ‘বিষাদসিন্ধু’ কার লেখা? [২৭ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ মীর মশাররফ হোসেন। এটি
প্রকাশিত
হয় ১৮৬৯ সালে।
১১৩। রবীন্দ্রনাথ কত সালে কোন
গ্রন্থের
জন্য নোবেল পুরস্কার পান? [২৭ তম
বিসিএস
লিখিত]
উত্তরঃ১৯১৩ সালে গীতাঞ্জলীর
ইংরেজি
অনূদিত গ্রন্থ ‘Song Offerings’ এর জন্য।
১১৪। ‘নীল দর্পণ’ নাটকটি কে
লিখেছেন? [২৭
তম বিসিএস লিখিত]
উত্তরঃ দীনবন্ধু মিত্র। তাঁর বিখ্যাত
প্রহসন
‘বিয়ে পাগলা বুড়ো’।
১১৫। কাজী নজরুলের জন্ম সাল ও মৃত্যু
সাল
কত কত? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জন্ম : ২৫ মে, ১৮৯৯ ইং, ১১ জ্যৈষ্ঠ
১৩০৬ বাং। মৃত্যু : ২৯ আগস্ট ১৯৭৬ ইং, ১২
ভাদ্র
১৩৮৩ বাং
১১৬। ‘অবরোধবসিনী’ কে লিখেছেন?
[২৭ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ বেগম রোকেয়া সাখাওয়া
হোসেন।
১১৭। কায়কোবাদের আসল নাম কী?
তাঁর
বিখ্যাত মহাকাব্যের নাম কী? [২৭ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ আসল নাম কাজেম আল
কোরায়শী।
তাঁর বিখ্যাত মহাকাব্য হল ‘মহাশ্মশান’।
১১৮। বাংলাদেশের প্রধান দু’জন কবি
কে
কে? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কবি শামসুর রহমান ও বেগম
সুফিয়া
কামাল।
১১৯। ’মনসা মঙ্গল’ কাব্যের উদ্ভবের
প্রেক্ষপট কী? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দেবী মনসার গুণকীর্কন করা।
১২০। চর্যাপদ কোন ধর্মের? [২৯ তম
বিসিএস
লিখিত]
উত্তরঃ বৌদ্ধ সহজিয়া ধর্ম।
১২১। বীরবলী গদ্যের শ্রষ্ঠা কে? [২৯ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ প্রমথ চৌধুরী।
১২২। অ্যাবসার্ড নাটক কী [২৯ তম
বিসিএস
লিখিত]
উত্তরঃ অদ্ভুত, অলীক বা বিদ্রুপাত্মক
নাটক।
১২৩। চর্যাপদের পদকর্তা কতজন? [ ৩০ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ ২৪ জন। কাহ্নপা সবচেয়ে বেশি
১৩ টি
পদ রচনা করেছেন।
১২৪। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ
বলে
কোন সময়কে? [ ৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১২০০ সাল থেকে ১৩৫০ সাল
পর্যন্ত
সময়কে।
১২৫। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে?
প্রকাশকাল কত সাল? [ ৩০ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ প্রমথ চৌধুর। প্রকাশকাল ১৯১৪
সাল।
১২৬। ‘ধূসর পাণ্ডুলিপ ‘ কাব্য কে রচনা
করেছেন? [ ৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জীবনানন্দ দাস।
১২৭। মনসামঙ্গল কাব্যের প্রধান কবি
কে?
[ ৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিজয় গুপ্ত।
১২৮। ’সান্ধ্য ভাষা’ কাকে বলে? [ ৩২
তম
বিসিএস লিখিত]
উত্তরঃ চর্যাপদের ভাষাকে ‘সান্ধ্য
ভাষা’
বলে।
১২৯। ’পাখির কাছে ফুলের কাছে’ কার
রচনা?
[ ৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কবি আল মাহমুদ।
১৩০। গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’’
বাংলায়
অনুবাদ করেন কে? [ ৩২ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ সৈয়দ আলী আহসান।
১৩১। বাংলা গদ্যের জনক কে? [ ৩৩ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৩২। ’অবসরের গান’ কবিতাটি কে
রচনা
করেছেন? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জীবনানন্দ দাস।
১৩৩। বাংলা লিপির উৎস কী? [৩৪ তম
বিসিএস
লিখিত]
উত্তরঃ ব্রাহ্মী লিপি।
১৩৪। ’মোসলেম ভারত’ পত্রিকার
সম্পাদক
কে? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মোজাম্মেল হক (১৯২০)।
১৩৫। ‘চণ্ডীদাস সমস্যা’ কী? [৩৪ তম
বিসিএস
লিখিত]
উত্তরঃ চণ্ডীদাসের আবির্ভাবের
স্থান ও
কাল নিয়ে মতভেদ।
১৩৬। বাংলা সাহিত্যে ‘ভোরের
পাখি’ কে?
[৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।
১৩৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম
কী?
[৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
১৩৮। ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে
‘বিদ্যাসাগর’ উপাধি পান? [৩৪ তম
বিসিএস
লিখিত]
উত্তরঃ সংস্কৃত কলেজ থেকে।
১৩৯। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের
নাম
কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ’আনন্দ মঠ’, ’দেবীচৌধুরাণী’ ও
সীতারাম।
১৪০। বাংলাদেশে প্রথম কোথায় প্রথম
ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? [৩৪ তম
বিসিএস
লিখিত]
উত্তরঃ ১৮৪৮ সালে রংপুরে প্রথম
ছাপাখানা
যন্ত্র প্রতিষ্ঠিত হয়?
১৪১। ’মজলুম আদিব’ কে? [৩৪ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ কবি শামসুর রহমান ‘মজলুম আদিব
বা
বিপন্ন লেখক ছদ্মনামে লিখতেন।
১৪২। ‘পৃথক পলঙ্ক’ গ্রন্থের লেখক কে? [৩৪
তম
বিসিএস লিখিত]
উত্তরঃ আবুল হাসান।
১৪৩। ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ এর
লেখক
কে? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আহমদ ছফা।
১৪৪। ব্রজবুলি কী? [৩৬ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ । মৈথিলী ও বাংলা ভাষার
মিশ্রনে
গঠিত কৃত্রিম কবিভাষাকে ব্রজবুলি
বলে।
১৪৫।মুক্তিযুদ্ধ ভিক্তিক উপন্যাসের নাম
কী?
[৩৬ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জাহান্নাম হইতে বিদায়—
শওকত
ওসমান, রাইফেল রোটি আওরাত—
আনোয়ার
পাশা, এ গোল্ডেন এজ—তাহমিমা
অনাম,
আগুনের পরশমণি—হুমায়ূন আহমেদ।
১৪৬। দ্বিরুক্ত শব্দ কাকে বলে? [৩৭ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে
এমন।
বাংলা ভাষায় কোনো শব্দের পরপর
দুইবার
প্রয়োগকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন: কন
কন,
ভন ভন, শন শন।
১৪৭। অব্যয় পদ কাকে বলে? [৩৭ তম
বিসিএস
লিখিত]
উত্তরঃ যার ব্যয় বা পরিবর্তন হয় না,
অর্থায়
যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়। যে পদ
সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো
বাক্যের
শোভা বর্ধন করে, কখনো একাধিক
পদের,
বাক্যাংশের বা বাক্যের সয়যোগ বা
বিয়োগ
ঘটায়, তাকে অব্যয় পদ বলে। যেমন: আর,
আবার, ও, হ্যাঁ, না, যদি, যথা, আলবত, বহুত।
১৪৮। রোসাঙ্গ রাজসভা কোথায়
অবস্থিত
ছিলো? [৩৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মিয়ানমার বা বার্মায়
অবস্থিত
ছিলো। রোসাঙ্গ রাজসভা হচ্ছে
আরাকান
রাজসভার সংস্কৃত নাম।
১৪৯। রোসাঙ্গ রাজসভা বাংলা
সাহিত্যের
জন্য গুরুত্বপূর্ণ কেন?[৩৭ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ রোসাঙ্গ রাজসভা বা
আরাকান
রাজসভায় বা সাহিত্য চর্চা হতো তাই
এটি
বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ।
১৫০। অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন
কী
কী? [৩৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ অন্ধকার যুগের উল্লেখযোগ্য
সাহিত্য
হলো, রামাই পণ্ডিত রচিত শূন্যপুরাণ
এবং
হলায়ুধ মিত্র রচিত সেক শুভদয়া।
এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন
১.অকালে পক্ব হয়েছে যা—অকালপক্ব।
২. অক্ষির অগোচরে—পরোক্ষ।
৩. অক্ষির সম্মুখে—প্রত্যক্ষ।
৪. অগ্রে গমন করে যে—অগ্রগামী।
৫. অতি দীর্ঘ নয়—নাতিদীর্ঘ।
৬. অতি শীতলও নয় অতি উষ্ণও নয়—
নাতিশীতোষ্ণ।
৭. অগ্রে জন্মগ্রহণ করেছে যে—অগ্রজ।
৮. অনেক কষ্টে ভিক্ষা পাওয়া যায়
যখন—দুর্ভিক্ষ।
৯. অনেকের মধ্যে একজন—অন্যতম।
১০. অনুসন্ধান করার ইচ্ছা— অনুসন্ধিৎসা।
১১. পশ্চাতে গমন করে যে—অনুগামী।
১২. অবশ্যই যা ঘটবে—অবশ্যম্ভাবী।
১৩. অভিজ্ঞতার অভাব যার— অনভিজ্ঞ।
১৪. অহংকার করে যে—অহংকারী।
১৫. অহংকার নেই এমন—নিরহংকার।
১৬. অল্প ব্যয় করে যে—মিতব্যয়ী।
১৭. আকাশ পথে যে যান ব্যবহার করা
যায়—নভোযান।
১৮. আচারে নিষ্ঠা আছে যার—
আচারনিষ্ঠ।
১৯. আদি থেকে অন্ত পর্যন্ত—আদ্যন্ত।
২০. আপনার বর্ণ লুকায় যে— বর্ণচোরা।
২১. আমিষের অভাব—নিরামিষ।
২২. আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে
যার— আস্তিক।
২৩. আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই
যার— নাস্তিক।
২৪. আকাশে ওড়ে যে—খেচর।
২৫. ইতিহাস জানেন যিনি—
ইতিহাসবেত্তা।
২৬. ইন্দ্রিয়কে জয় করেছে যে—
জিতেন্দ্রিয়।
২৭. ক্ষণকালের জন্য স্থায়ী—ক্ষণস্থা
য়ী।
২৮. উপায় নেই যার—নিরুপায়।
২৯. উপকার করেন যিনি—উপকারক।
৩০. উপকারীর উপকার স্বীকার করা—
কৃতজ্ঞতা
৩১. কল্পনা করা যায় না এমন—
অকল্পনীয়।
৩২. খাওয়ার ইচ্ছা—ক্ষুধা।
৩৩. গরুর ডাক—হাম্বা।
৩৪. চোখে যার লজ্জা নেই— চশমখোর।
৩৫. জন্ম থেকে আরম্ভ করে—আজন্ম।
৩৬. জানা আছে যা—জ্ঞাত।
৩৭. জানা নেই যা—অজ্ঞাত।
৩৮. জলে ও স্থলে চরে যে—উভচর।
৩৯. জায়া ও পতি—দম্পতি।
৪০. জীবন পর্যন্ত—আজীবন।
৪১. একই গুরুর শিষ্য—সতীর্থ।
৪২. একই বিষয়ে যার চিত্ত নিবিষ্ট—
একাগ্রচিত্ত।
৪৩. একই সময়ে—যুগপৎ।
৪৪. একই সময়ে বর্তমান— সমসাময়িক।
৪৫. একই মাতার উদরে জন্ম যাদের—
সহোদর।
৪৫. কোনো ভাবেই যা নিবারণ করা
যায় না—অনিবার্য।
৪৬. কণ্ঠ পর্যন্ত—আকণ্ঠ।
৪৭. কম কথা বলে যে—মিতভাষী।
৪৮. যার কোনো কিছুতে ভয় নেই—
অকুতোভয়।
৪৯. যার অন্য উপায় নেই—অনন্যোপায়।
৫০. যার কাজ করার শক্তি আছে—সক্ষম।
৫১. যার আকার নেই—নিরাকার।
৫২. যার পীড়া হয়েছে—পীড়িত।
৫৩. যার উপস্থিত বুদ্ধি আছে—প্রত্যুৎপন্
নমতি।
৫৪. যিনি অধিক ব্যয় করেন না—
মিতব্যয়ী।
৫৫. যিনি শিক্ষা দান করেন—শিক্ষক।
৫৬. যিনি বিশেষ জ্ঞান রাখেন—
বিশেষজ্ঞ।
৫৭. শুভক্ষণে জন্ম যার—ক্ষণজন্মা।
৫৮. শত্রুকে দমন করে যে—অরিন্দম।
৫৯. শৈশবকাল অবধি—আশৈশব।
৬০. শুকনো পাতার শব্দ—মর্মর।
৬১. সকলের জন্য প্রযোজ্য—সর্বজনীন।
৬২. সমুদ্র পর্যন্ত—আসমুদ্র।
৬৩. সমস্ত পৃথিবীর লোকের বন্দনাযোগ্য
—বিশ্ববন্দিত, বিশ্ববন্দ্য।
৬৪. সারা দুনিয়ায় খ্যাত—জগদ্বিখ্যাত।
৬৫. সাধনা করেন যিনি—সাধক।
৬৬. সিংহের ডাক—হুংকার।
৬৭. সোনার মতো দেখতে—সোনালি।
৬৮. হনন করার ইচ্ছা—জিঘাংসা।
৬৯. হরিণের চামড়া—অজিন।
৭০. হিত কামনা করে যে—হিতৈষী।
৭১. হঠাৎ রাগ করে যে—রগচটা।
৭২. হাতির ডাক—বৃংহণ/বৃংহিত।
৭৩. কষ্টে গমন করা যায় যেখানে—দুর্গম।
৭৪. কোথাও উঁচু কোথাও নিচু—বন্ধুর।
৭৫. কী করতে হবে তা বুঝতে না পারা
—কিংকর্তব্যবিমূঢ়
৭৬. কূলের সমীপে—উপকূল।
৭৭. কর্ম সম্পাদনে পরিশ্রমী—কর্মঠ।
৭৮. কল্পনা করা যায় না এমন—অকল্পনীয়।
৭৯. কোকিলের স্বর—কুহু।
৮০. খাবার যোগ্য—খাদ্য।
৮১. খ্যাতি আছে যার—খ্যাতিমান।
৮২. ঘোড়ার ডাক—হ্রেষা।
৮৩. চিরদিন মনে রাখার যোগ্য—
চিরস্মরণীয়।
৮৪. জানার ইচ্ছা—জিজ্ঞাসা।
৮৫. জয়ের জন্য যে উৎসব—জয়োৎসব।
৮৬. ডালের আগা—মগডাল।
৮৭. তুলনা হয় না এমন—অতুলনীয়।
৮৮. তিন রাস্তার মোড়—তেমাথা।
৮৯. তাল ঠিক নেই যার—বেতাল।
৯০. ত্রি (তিন) ফলের সমাহার—
ত্রিফলা।
৯১. দমন করা যায় না এমন—অদম্য।
৯২. দিনের মধ্যভাগ—মধ্যাহ্ন।
৯৩. দিনে যে একবার আহার করে—
একাহারী।
৯৪. দিবসের প্রথম ভাগ—পূর্বাহ্ন।
৯৫. দিবসের শেষ ভাগ—অপরাহ্ন।
৯৬. দূরে দেখে না যে—অদূরদর্শী।
৯৭. নষ্ট হয় যা—নশ্বর।
৯৮. নিশাকালে চরে বেড়ায় যে—
নিশাচর।
৯৯. নদীমাতা যার—নদীমাতৃক।
১০০. নূপুরের শব্দ—নিক্বণ।
১০১. নতুন কিছু তৈরি করা—উদ্ভাবন।
১০২. নিজের অধিকার—স্বাধিকার।
১০৩. নষ্ট হয়ে যাওয়া জিনিসের গাদা
—আবর্জনা।
১০৪. নিজের ইচ্ছায়—স্বেচ্ছায়।
১০৫. পরের অধীন—পরাধীন।
১০৬. পা থেকে মাথা পর্যন্ত—আপাদমস্
তক।
১০৭. পান করার ইচ্ছা—পিপাসা।
১০৮. প্রতিভা আছে যার—প্রতিভাবান।
১০৯. পরিহার করা যায় না এমন—
অপরিহার্য।
১১০. পান করার যোগ্য—পেয়।
১১১. প্রহরা দেয় যে—প্রহরী।
১১২. পাখির কলরব—কূজন।
১১৩. পান করার ইচ্ছা—পিপাসা।
১১৪. পা হতে মাথা পর্যন্ত—আপাদমস্তক।
১১৫. পেছনে সরে যাওয়া—পশ্চাদপসরণ।
১১৬. প্রাণ আছে যার—প্রাণী।
১১৭. ফল পাকলে যে গাছ মরে যায়—
ওষধি।
১১৮. বাঘের ডাক—গর্জন।
১১৯. বয়সে সবচেয়ে ছোট—কনিষ্ঠ।
১২০. বয়সে সবচেয়ে বড়—জ্যেষ্ঠ।
১২১. বেশি কথা বলে যে—বাচাল।
১২২. বরণ করার যোগ্য—বরণীয়।
১২৩. বিচার নেই এমন—অবিচার্য।
১২৪. ব্যাকরণ জানেন যিনি—বৈয়াকরণ।
১২৫. বীরদের মধ্যে শ্রেষ্ঠ—বীরশ্রেষ্ঠ।
১২৬. বেঁচে আছে এমন—জীবিত।
১২৭. বিনা পয়সায়—মুফত/মাগনা।
১২৮. বিভিন্ন জাতি সম্পর্কীয়—বহুজা
তিক।
১২৯. বড় গ্রহকে ঘিরে যে ছোট গ্রহ
ঘোরে—উপগ্রহ।
১৩০. ভয় নেই যার—নির্ভীক।
১৩১. ভিক্ষার অভাব—দুর্ভিক্ষ।
১৩২. ভাষা সম্পর্কে যিনি বিশেষ
জ্ঞান রাখেন — ভাষাবিদ।
১৩৩. ভোজন করতে ইচ্ছুক—বুভুক্ষু।
১৩৪. ভাবা যায় না এমন—অভাবনীয়।
১৩৫. ভ্রমরের গান—গুঞ্জন।
১৩৬. মধুর ধ্বনি—মধুরা।
১৩৭. মরণ পর্যন্ত—আমরণ।
১৩৮. মৃতের মতো অবস্থা—মুমূর্ষু।
১৩৯. মেধা আছে যার—মেধাবী।
১৪০. ময়ূরের ডাক—কেকা।
১৪১. মায়ের মতো যে ভূমি—মাতৃভূমি।
১৪২. মিষ্টি কথা বলে যে—মিষ্টভাষী।
১৪৩. যে গাছ অন্য গাছের ওপর জন্মে—
পরগাছা।
১৪৪. যে নারীর পুত্রসন্তান হয়নি—
অপুত্রক।
১৪৫. যে পরিণাম বোঝে না—
অপরিণামদর্শী।
১৪৬. যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে
না—বনস্পতি।
১৪৭. যে জামাই শ্বশুরবাড়ি থাকে—
ঘরজামাই।
১৪৮. যে মেয়ের বিয়ে হয়নি—অনূঢ়া।
১৪৯. যে পরে জন্মগ্রহণ করেছে—অনুজ।
১৫০. যে জমিতে দুবার ফসল হয়—দো-
ফসলা।
১৫১. যে সংবাদ বহন করে—সাংবাদিক।
১৫২. যে অত্যাচার করে—অত্যাচারী।
১৫৩. যে শব্দ বাধা পেয়ে ফিরে আসে
— প্রতিধ্বনি।
১৫৪. যে অন্যের অধীন নয়—স্বাধীন।
১৫৫. যে নৌকা চালায়—মাঝি।
১৫৬. যেখানে লোকজন বাস করে—
লোকালয়।
১৫৭. যে উপকারীর উপকার স্বীকার
করে —কৃতজ্ঞ।
১৫৮. যে হিংসা করে—হিংসক।
১৫৯. যে উপকারীর অপকার করে—কৃতঘ্ন।
১৬০. যে বিদেশে থাকে—প্রবাসী।
১৬১. যে আকাশে চরে—খেচর।
১৬২. যা মর্ম স্পর্শ করে—মর্মস্পর্শী।
১৬৩. যা সহজে লাভ করা যায়—সুলভ।
১৬৪. যা সহজে লাভ করা যায়—সুলভ।
১৬৫. যা সহজে ভেঙে যায়—ভঙ্গুর।
১৬৬. যা বালকের মধ্যেই সুলভ—বালসুলভ।
১৬৭. যা লাফিয়ে চলে—প্লবগ।
১৬৮. যা বুকে হাঁটে—সরীসৃপ।
১৬৯. যা বলার যোগ্য নয়—অকথ্য।
১৭০. যা চুষে খাওয়া যায়—চুষ্য।
১৭১. যা জলে জন্মে—জলজ।
১৭২. যা দেখা যাচ্ছে—দৃশ্যমান।
১৭৩. যা পূর্বে ছিল এখন নেই—ভূতপূর্ব।
১৭৪. যা একইভাবে চলে —গতানুগতিক।
১৭৫. যা বাক্যে প্রকাশ করা যায় না—
অবর্ণনীয়।
১৭৬. যা কষ্ট করে জয় করা যায়— দুর্জয়।
১৭৭. যা হবেই/হইবে—ভাবী।
১৭৮. যা সহজে দমন করা যায় না—
দুর্দমনীয়।
১৭৯. যা মাটি ভেদ করে ওঠে—উদ্ভিদ।
১৮০. যা ফুরায় না—অফুরান।
১৮১. যা জলে চরে—জলচর।
১৮২. যা কষ্টে লাভ করা যায়—দুর্লভ।
১৮৩. যা পূর্বে ঘটেনি—অভূতপূর্ব।
১৮৪. যার তল স্পর্শ করা যায় না—
অতলস্পর্শী।
১৮৫. যার বিশেষ খ্যাতি আছে—
বিখ্যাত।
১৮৬. যার নাম কেউ জানে না—
অজ্ঞাতনামা।
১৮৭. যার পত্নী গত হয়েছে—বিপত্মীক।
১৮৮. যার ভাতের অভাব—হাভাতে।
১৮৯. যার মমতা নেই—নির্মম।
১৯০. যার তুলনা হয় না—অতুলনীয়।
১৯১. যার সীমা নেই—অসীম।
১৯২. যার তুলনা নেই—অতুলনীয়।
১৯৩. যার অন্ত নেই—অন্তহীন।
১৯৪. যার শত্রু জন্মায়নি—অজাতশত্রু।
১৯৫. গরু রাখার স্থান — গোহাল।
১৯৬. ঢেউয়ের ধ্বনি — কল্লোল।
১৯৭. পুবের বাতাস — পুবালি।
১৯৮. গরু চরায় যে — রাখাল।
১৯৯. গাভির ডাক — হাম্বা।
২০০. বিশ্বের যে নবী — বিশ্বনবী।
২০১. বিদেশে থাকে যে — প্রবাসী।
২০২. পুতুল পূজা করে যে — পৌত্তলিক।
২০৩. রুপার মতো — রুপালি।
২০৪. মাটির তৈরি শিল্পকর্ম — মৃৎশিল্প।
২০৫. আঠা যুক্ত আছে যাতে — আঠালো।
২০৬. চালচলনের উৎকর্ষ — সভ্যতা।
২০৭. পুরুষানুক্রমিক — ঐতিহ্য।
২০৮. চিত্রকর্মের কাঠামো — নকশা।
২০৯. জীবন পর্যন্ত — আজীবন।
২১০. জনশূন্য স্থান — নির্জন।
২১১. যে বৃক্ষের ফুল না হলেও ফল হয় —
বনস্পতি।
২১২. মধু সংগ্রহকারী পতঙ্গবিশেষ —
মৌমাছি।
২১৩. জ্ঞানের সঙ্গে বিদ্যমান —
সজ্ঞান।
২১৪. আপনাকে ভুলে থাকে যে —
আপনভোলা।
২১৫. বিলম্বে নয় এমন — অবিলম্বে।
২১৬. স্থির নয় এমন — অস্থির।
২১৭. ফুল হতে জাত — ফুলেল।
২১৮. আলাপ করতে তৎপর — আলাপী।
২১৯. আলোচনার বিষয়বস্তু — আলোচ্য।
২২০. মুক্তি কামনা করে যে —
মুক্তিকামী। -
সংবিধানের সংখ্যাসমূহঃ
✿➢১. মোট ভাগ – ১১টি
✿➢২.মোট অনুচ্ছেদ -১৫৩ টি
✿➢৩.মোট তফসিল -৭ টি
✿➢৪.মূলনীতি – ৪ টি
✿➢৫.সংবিধান রচনা কমিটির সদস্য -৩৪ জন
✿➢৬.সংরক্ষিত মহিলা আসন -৫০ টি
✿➢৭.সংবিধান সংশোধন -২/৩ অংশ ভোট
✿➢৮.রাষ্ট্রপতির অভিশংসন -২/৩ অংশ ভোট
✿➢৯.এক ব্যক্তি রাষ্ট্রপতি নিয়োগ হবেন -২ বার।
✿➢১০.রাষ্ট্রপতির বয়স -৩৫ বছর
✿➢১১.প্রধানমন্ত্রীর বয়স -২৫ বছর
✿➢১২.সংসদ সদস্যের বয়স – ২৫ বছর
✿➢১৩.শিশুশ্রম নিষিদ্ধ – ১৪ বছরের নিচে
✿➢১৪.প্রধান বিচারপতির অবসরসীমা -৬৭ বছর
✿➢১৫.পিএসসি চেয়ারম্যানের অবসরসীমা -৬৫
✿➢১৬.মহাহিসাব নিরীক্ষকের অবসর সীমা -৬৫ বছর
✿➢১৭.সংসদ অধিবেশন বিরতি – ৬০ দিন
✿➢১৮.সংসদ নির্বাচন -৯০ দিন
✿➢১৯.সাধারণ নির্বাচনের পর সংসদ অধিবেশন আহ্বান -৩০ দিন
✿➢২০.অধ্যাদেশ কার্যকর – ৩০ দিন -
বাংলাদেশের সংবিধানের তফসিল
প্রথম তফসিল– অন্যান্য বিধান সত্বেও কার্যকর আইন
দ্বিতীয় তফসিল– রাষ্ট্রপতি নির্বাচন ( বর্তমানে বিলুপ্ত )
তৃতীয় তফসিল– সব সত্য ঘটনা
চতুর্থ তফসিল– ক্রান্তিকাল ও অস্থায়ী বিধানমালা
পঞ্চম তফসিল– ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ
ষষ্ঠ তফসিল– ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা
সপ্তম তফসিল– ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন -
বাংলাদেশ বিষয়াবলী
১. ফ্রিডম হাউস এর বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধীনতা এখন আংশিক মুক্ত দেশের কাতারে।
✓✓১০০ পয়েন্টের মধ্যে এবার বাংলাদেশের স্কোর ৩৯।
✓✓মুক্ত বিভাগে ৮২ টি দেশ ও একটি অঞ্চল পড়েছে।
✓✓আংশিক মুক্ত ৫৯ ত্রিদেশীয় একটি অঞ্চল।
✓✓এখনো মুক্ত হতে পারে নাই ৫৪ টি দেশ ও দশ টি অঞ্চল।
২. দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মঈনউদ্দীন আব্দুল্লাহ।
✓✓২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠিত হয়।
✓✓মঈনউদ্দীন আবদুল্লাহ্সহ ৬ষ্ঠ চেয়ারম্যান।
৩. পায়রা বন্দর বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত বাংলাদেশের তৃতীয় সামুদ্রিক বন্দর।
✓✓২০১৬ সালে সমুদ্র বন্দরটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়৷
৪. কীর্তনখোলা নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বরিশাল এবং ঝালকাঠি জেলার একটি নদী।
✓✓এই নদীর তীরে বরিশাল শহর অবস্থিত।
৫. শিশু উন্নয়ন কেন্দ্র তিনটি। দুটি বালক ও একটি বালিকাদের জন্য।
✓✓গাজীপুর জেলার টঙ্গীতে বালক ও বালিকাদের জন্য আলাদা দুটি এবং যশোর জেলার পুলেরহাটে বালকদের জন্য।
৬. ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ নামের বেসরকারি সংগঠনটি জীবনতরী নামের ভাসমান হাসপাতালটি চালু করে ১৯৯৯ সালে।
✓✓ ১২ শয্যার এই হাসপাতালটিতে চিকিৎসক আছেন তিনজন।
৭. মধুমতি নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাগুরা, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ এবং বাগেরহাট জেলার একটি নদী।
৮. ছিয়াত্তরের মন্বন্তরের দুর্ভিক্ষে বাংলায় কত লোক মারা গিয়েছিল? এক-তৃতীয়াংশ।
✓✓জনসংখ্যার এক-তৃতীয়াংশ, প্রায় ১০ মিলিয়ন(১ কোটি) মানুষ দুর্ভিক্ষে মারা যায়।
৯. ওয়ারেন হেস্টিং কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কত সালে?১৭৮১।
✓✓কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস (ব্রিটিশ গভর্নর ১৭৭২-৮৫)। প্রতিষ্ঠাকাল ১৭৮১; মতান্তরে, ১৭৮০।
১০. ২০২০-২১ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই ফেব্রুয়ারি) পণ্য রপ্তানি হয়েছে ২ হাজার ৫৮৬ কোটি ডলার এর।
✓✓মোট রপ্তানি আয় এর ৮১ শতাংশ তৈরি পোশাক খাত থেকে এসেছে ।
৩. সেনরা বাংলায় এসেছিল কোথা থেকে? দক্ষিণ ভারত থেকে।
✓✓পালদের পর এসেছে সেনেরা। সেনদের সময় সংস্কৃত ভাষা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাভ করে।
৪. বাংলায় সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দেন? মঙ্গল পান্ডে।
✓✓মঙ্গল পাণ্ডে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। তিনি সাধারণ সিপাই হয়ে সিপাহী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। গরু ও শূকরের চর্বি ব্যবহার করে যে কার্তুজ তৈরি করতো ইংরেজরা, হিন্দু-মুসলমান উভয় ধর্মের সিপাহীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে সেটা। হিন্দু ধর্মে গরু ও মুসলমান ধর্মে শূকর নিষিদ্ধ। অথচ বন্দুক চালাতে গিয়ে প্রতিবারই গরু-শূকরের চর্বি মিশ্রিত কার্তুজে কামড় বসাতে হচ্ছে এদেশীয় সৈন্যদের। এ নিয়ে সৈন্যদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। পুঞ্জিভূত সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে।
৫. চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় কত সালে? ১৭৯৩ সালে।
✓✓চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ সালে কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার ভূমি মালিকদের (সকল শ্রেণির জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের) মধ্যে সম্পাদিত একটি স্থায়ী চুক্তি। এর প্রবক্তা লর্ড কর্নওয়ালিস।
“আন্তর্জাতিক বিষয়াবলী”
১. যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ফ্রিডম হাউস।
✓✓ওয়াশিংটনভিত্তিক পর্যবেক্ষক প্রতিষ্ঠান ফ্রিডম হাউস।
✓✓১৯৪১ সালে ফ্রিডম হাউস প্রতিষ্ঠিত হয়।
২. ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন? পর্তুগিজ।
✓✓ভাস্কো দা গামা (১৪৬৯ – ডিসেম্বর ২৪, ১৫২৪, কোচি, ভারত) একজন পর্তুগীজ অনুসন্ধানকারী এবং পর্যটক যিনি প্রথম পঞ্চদশ শতাব্দীতে সমুদ্রপথে ইউরোপ থেকে ভারতে আসেন।
৬. বার্নিয়ের কোন দেশের পর্যটক ছিলেন? ফ্রান্স।
✓✓মুঘল আমলে আগত ইউরোপীয় পর্যটকদের মধ্যে অন্যতম বিখ্যাত ছিলেন ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ের(১৬২০-১৬৮৮)।
৭. মিয়ানমারের সর্বশেষ সেনা অভ্যুত্থান ঘটে ১ ফেব্রুয়ারি ২০২১ এ।
৮. ফার্ক বিদ্রোহী গোষ্ঠী এর অবস্থান ?কলম্বিয়ায়।
✓✓রেভোল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (স্প্যানিশ- ফুয়েরখাস আরমাদাস রেভ্যোলুশিওনারিয়াস দে কলম্বিয়া) বা ফার্ক।
✓✓২০১৭ সালের ২৭ জুন, দীর্ঘ তিপ্পান্ন বছরের রক্তক্ষয়ী ইতিহাসের যতি টেনে ফার্ক গেরিলারা অস্ত্র সমর্পণ করে।
“দৈনন্দিন বিজ্ঞান”
১. উদ্ভিদের দেহে শতকরা প্রায় কত ভাগ পানি? ৯০ ভাগ।
২. মানবদেহে শতকরা প্রায় কত ভাগ পানি? ৬০-৭০ ভাগ।
৩. ফটোগ্রাফিক কাগজের ওপর আলোর ক্রিয়ার ফলে আলোক রশ্মি কোন শক্তিতে রূপান্তরিত হয় ? রাসায়নিক শক্তি।
৪. জলবিদ্যুৎ উৎপাদনের জন্য পানির কোন শক্তিকে কাজে লাগানো হয়? বিভব শক্তি -
বাগধারা কুইজ বাংলা
০১-প্রশ্নঃ ‘আদিখ্যেতা’ বাগধারাটির অর্থ কি?
ক. ন্যাকামি
খ. অপদার্থ
গ. না জেনে কিছু করা
ঘ. মারা যাওয়া
উত্তরঃ ক
০২-প্রশ্নঃ কোন বাগধারা দ্বারা ‘ভনিতা’ বোঝানো হয়?
ক. টইটম্বুর
খ. কুপমণ্ডুক
গ. গৌরচন্দ্রিকা
ঘ. গনেশ উল্টান
উত্তরঃ গ
০৩-প্রশ্নঃ ‘দস্ত-ব-দস্ত’ কথার অর্থ কি?
ক. বন্ধু বনাম বন্ধু
খ. হাতে-হাতে
গ. খেতে-খেতে
ঘ. আস্তে-আস্তে
উত্তরঃ খ
০৪-প্রশ্নঃ ‘পটল তোলা’ এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক. পটল গাছ হতে পটল তোলা
খ. পটল খাওয়া
গ. পরীক্ষায় ফেল করা
ঘ. মারা যাওয়া
উত্তরঃ ঘ
০৫-প্রশ্নঃ ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ-
ক. সাহায্যকারী
খ. তোষামুদে
গ. বাদক
ঘ. স্বাস্থ্যহীন লোক
উত্তরঃ খ
০৬-প্রশ্নঃ কোনটি ভিন্নার্থক?
ক. আকাশ পাতাল
খ. আদায় কাঁচকলায়
গ. অহিনকুল
ঘ. দা-কুমড়া
উত্তরঃ ক
০৭-প্রশ্নঃ অন্ধকার দেখা—
ক. দুর্লোভ বস্তু
খ. হতবুদ্ধি
গ. দৃষ্টি শক্তিহীন
ঘ. স্বার্থে আঘাত লাগা
উত্তরঃ খ
০৮-প্রশ্নঃ ‘উত্তম মধ্যম’ বলতে কি বুঝায়?
ক. প্রহার করা
খ. সম্মান করা
গ. আদর করা
ঘ. সমাদর করা
উত্তরঃ ক
০৯-প্রশ্নঃ ‘বিড়াল তপস্বী’ কথাটির অর্থ কি?
ক. দেখতে সাধু হলেও ভণ্ড
খ. অপদার্থ
গ. অজানা থাকা
ঘ. কাল্পনিক কাহিনী
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘কাকনিদ্রা’ শব্দটির অর্থ কি?
ক. কাকের নিদ্রার ন্যায়
খ. অগভীর সতর্ক নিদ্রা
গ. অনিষ্ট চিন্তা
ঘ. কপট নিদ্রা
উত্তরঃ খ
১০-প্রশ্নঃ ‘কংস মামা’ বলতে বুঝায়–
ক. নির্মম
খ. সৎ মামা
গ. আপন মামা
ঘ. নির্দয় আত্মীয়
উত্তরঃ ঘ
১১-প্রশ্নঃ ‘নদের চাঁদ’ বাগধারার অর্থ কি?
ক. অতি আকাঙ্কিত বস্তু
খ. অহমিকাপূর্ণ নির্গুণ ব্যাক্তি
গ. অদৃষ্টের পরিহাস
ঘ. বিশেষ সম্মানিত ব্যাক্তি
উত্তরঃ খ
১২-প্রশ্নঃ ‘গোবর গণেশ’ দিয়ে কি বুঝানো হয়েছে?
ক. চাটুকার
খ. মূর্খ
গ. নির্বোধ
ঘ. অপদার্থ
উত্তরঃ খ
১৩-প্রশ্নঃ নিম্নের বাক্যসমূহরে মধ্যে কোনটি বিশিষ্টার্থক বাক্যযুক্ত নির্দেশ করুন-
ক. বুড়ীর নাতিটা ছিল অন্ধের ষষ্ঠি, সেও মারা গেল
খ. বাঙ্গালীরা আলস বলে পরিচিত
গ. সমুদ্রে লোনাপানির ঢেউ উঠেছে
ঘ. ঘাড়ে কিলিয়েও ওকে দিয়ে কাজ করাতে পারবে না
উত্তরঃ ক
১৪-প্রশ্নঃ ‘ভাবনা চিন্তাহীন’ কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে?
ক. সুখের পায়রা
খ. খোদার খাসি
গ. যক্ষের ধন
ঘ. বসন্তের কোকিল
উত্তরঃ খ
১৫-প্রশ্নঃ ‘সাপে নেউলে’ কথাটির অর্থ কি?
ক. শত্রুতা
খ. বন্ধুত্ব
গ. অতিশয় ভালো সম্পর্ক
ঘ. মহাবিপদ
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ক
১৬-প্রশ্নঃ ‘আমড়া কাঠের ঢেঁকি’ বলতে বুঝায়–
ক. অকালপক্ক
খ. অলস
গ. অপদার্থ
ঘ. চাটুকার
উত্তরঃ গ
১৭-প্রশ্নঃ সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে’- বাক্যে ‘উঠে’ শব্দের অর্থ-
ক. ভেঙে পড়া
খ. বন্ধ হওয়া
গ. স্থানান্তরিক হওয়া
ঘ. উন্নতি করা
উত্তরঃ খ
১৮-প্রশ্নঃ ‘চোখের বালি’ অর্থ কি?
ক. চোখের অসুখ
খ. চোখের যত্ন
গ. শত্রু
ঘ. কৃতঘ্ন
উত্তরঃ গ
১৯-প্রশ্নঃ ‘সুসময়ের বন্ধু’ কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?
ক. সুখের পায়রা
খ. দহরম মহরম
গ. লেফাফা দুরস্থ
ঘ. কংস মামা
ঙ. দুধের পায়রা
উত্তরঃ ক
২০-প্রশ্নঃ ‘অকালপক্ক’ এর বাগধারার অর্থ কোনটি?
ক. ইচঁড়ে পাকা
খ. গোড়ায় পাকা
গ. গাছে পাকা
ঘ. অসময়ে পাকা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ভূষণ্ডির কাক’ অর্থ কি?
ক. ষড়যন্ত্রকারী
খ. বাক সর্বস্ত
গ. দীর্ঘ প্রত্যক্ষমাণ
ঘ. দীর্ঘায়ু ব্যক্তি
উত্তরঃ ঘ
২১-প্রশ্নঃ ‘ছাই চাপা আগুন’ কোন অর্থ প্রকাশ করে?
ক. মন্দ ভাগ্য
খ. গোপন দোষ
গ. বদ মেজাজ
ঘ. গোপন গুণ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘মাছের মা’ বাগধারার অর্থ-
ক. কঠোর
খ. অত্যাচারী
গ. নিষ্ঠুর
ঘ. নীতিহীন
উত্তরঃ গ
২২-প্রশ্নঃ কোন বাগধারাটি ভিন্নার্থক?
ক. অহিনকুল
খ. উত্তম-মধ্যম
গ. আদায় কাঁচকলায়
ঘ. সাপে-নেউলে
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ঘটিরাম’ বাগধারাটির অর্থ-
ক. ভন্ড ধার্মিক
খ. নেকামি
গ. বড় মুখ
ঘ. বক্ ধার্মিক
উত্তরঃ খ
২৩-প্রশ্নঃ ‘ইঁদুর কপালে’- এর বিপরীত বাগধারা কোনটি?
ক. অদৃষ্টের পরিহাস
খ. অন্ধকার
গ. একাদশে বৃহস্পতি
ঘ. কেউকেটা
উত্তরঃ গ
২৪-প্রশ্নঃ ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?
ক. আশার কথা
খ. সৌভাগ্যের বিষয়
গ. মজা পাওয়া
ঘ. আনন্দের বিষয়
উত্তরঃ খ
২৫-প্রশ্নঃ বাগধারার অর্থ নির্নয় করুনঃ ‘ধর্মের ষাঁড়’–
ক. অকর্মণ্য
খ. বেহায়া
গ. স্বার্থপর
ঘ. সুসময়ের বন্ধু
উত্তরঃ ক
২৬-প্রশ্নঃ কোন বাগধারা দু’টি সম্পূর্ণ ভিন্নার্থক?
ক. সাপে-নেউলে/দা-কুমড়া
খ. পটল তোলা/অক্কা পাওয়া
গ. ঢাকের কাঠি/ঢাকের বায়া
ঘ. অন্ধের যষ্টি/অন্ধের নড়ি
উত্তরঃ গ
২৭-প্রশ্নঃ “সে তোমার মাথা খেয়েছে।” এ বাক্যে খাওয়ার অর্থ কি?
ক. মস্তক কামড়ে খাওয়া
খ. সর্বনাশ করা
গ. পাগলামি করা
ঘ. মাথায় আঘাত করা
উত্তরঃ খ
২৮-প্রশ্নঃ ‘বক দেখানো’ বাগধারাটির অর্থ কী?
ক. কথায় পটু
খ. পড়ুয়া
গ. অশোভনভাবে বিদ্রুপ করা
ঘ. মতিচ্ছন্ন হওয়া
উত্তরঃ গ
২৯-প্রশ্নঃ ‘চাঁদের হাট’-অর্থ কি?
ক. বন্ধুদের সমাগম
খ. আত্মীয় সমগম
গ. প্রিয়জন সমাগম
ঘ. গণ্যমান্যদের সমাগম
উত্তরঃ গ
৩০-প্রশ্নঃ কান ভারী করা শব্দ দ্বয়ের অর্থ কি?
ক. নির্মম
খ. কুপরামর্শ দেয়া
গ. কানে ভার দেয়া
ঘ. কানে পানি দেয়া
উত্তরঃ খ
৩১-প্রশ্নঃ কোন বাগধারাটি ‘সক্রিয় হওয়া’ অর্থ জ্ঞাপক?
ক. গোঁ ধরা
খ. ঔষধ ধরা
গ. লাইন ধরা
ঘ. ঠোঁট কাটা
উত্তরঃ খ
৩২-প্রশ্নঃ ‘লক্কা পায়রা’ বাগধারার সঠিক অর্থ কি?
ক. ফুলবাবু
খ. উল্টাফল
গ. কুচক্রী
ঘ. পলায়ন করা
উত্তরঃ ক
৩৩-প্রশ্নঃ ‘গায়ে ফুঁ দিয়ে বেড়ান’ বাগধারাটির অর্থ কি?
ক. আপন মনে বাদশাহী করা
খ. কোন দায়িত্ব গ্রহণ না করা
গ. বেকার মত চলা
ঘ. দাংগাবাজি করা
উত্তরঃ খ
৩৪-প্রশ্নঃ ‘বিষ নেই তার কুলোপনা চক্কর’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক. যার কোন প্রকার ক্ষমতা নেই
খ. অন্তঃসার শূণ্য অবস্থা
গ. ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
ঘ. অক্ষম ব্যাক্তির বৃথা আস্ফালন
উত্তরঃ ঘ
৩৫-প্রশ্নঃ ‘তালকানা’ এর অর্থ কি?
ক. বেহায়া
খ. বেতাল হওয়া
গ. শ্রমবিমুখ
ঘ. নিরেট মূর্খ
উত্তরঃ খ
৩৫-প্রশ্নঃ ‘অগস্ত্য যাত্রা’ বাগধারাটির অর্থ কী?
ক. শুরু করা
খ. তাড়াতাড়ি শেষ করা
গ. বিশ্রাম করা
ঘ. শেষ বিদায়
উত্তরঃ ঘ
৩৬-প্রশ্নঃ কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক?
ক. আদায় কাঁচকলায়
খ. সাপে-নেউলে
গ. সাতেও না পাঁচেও না
ঘ. দা-কুমড়া
উত্তরঃ গ
৩৭-প্রশ্নঃ ‘বড়র পীরিত বালির বাঁধ’ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
ক. ভঙ্গুর
খ. চাপের মুখে ভেঙ্গে যায়
গ. একতরফা
ঘ. কোন বাধ্যবাধকতা নেই
উত্তরঃ ক
৩৮-প্রশ্নঃ উলু খাগড়া বলতে কি বোঝায়?
ক. যাচ্ছে তাই
খ. অলক্ষণে
গ. অসম্ভব বস্তু
ঘ. নিরীহ প্রজা
উত্তরঃ ঘ
৩৯-প্রশ্নঃ ‘ফাঁকা আওয়াজে কাজ আদায়’— এর সমার্থক বাগধারা কোনটি?
ক. কলকাঠি নাড়া
খ. কুপোকাত
গ. কালে ভদ্রে
ঘ. কথায় চিড়া ভিজা
উত্তরঃ ঘ
৪০-প্রশ্নঃ ‘যার অনেক বুদ্ধি আছে’ তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়?
ক. বুদ্ধির ঢেঁকি
খ. ভূষণ্ডীর কাক
গ. বিড়াল তপস্বী
ঘ. গভীর জলের মাছ
উত্তরঃ ঘ
৪১-প্রশ্নঃ ‘হাত জোড়া থাকা’ বাগধারাটির অর্থ?
ক. চিন্তায় পড়া
খ. নিস্ক্রিয় হয়ে যাওয়া
গ. অলস থাকা
ঘ. কর্মব্যস্ত থাকা
উত্তরঃ ঘ
৪২-প্রশ্নঃ ‘ধরি মাছ না ছুঁই পানি’- এটি এলো-
ক. খনার বচন
খ. প্রবাদ বাক্য
গ. কবিতার চরণ
ঘ. বাগধারা
উত্তরঃ খ
৪৩-প্রশ্নঃ ‘ফেকলু পার্টি’ বাগধারাটির অর্থ কী?
ক. ক্ষমতাসীন পার্টি
খ. বিরোধী পার্টি
গ. কদরহীন লোক
ঘ. নিকৃষ্ট লোক
উত্তরঃ গ
৪৪-প্রশ্নঃ ‘আমড়া কাঠের ঢেঁকি’ এর অর্থ কি?
ক. আমড়া
খ. বাজে কাঠ
গ. অকেজো
ঘ. বাজে ঢেঁকি
উত্তরঃ গ
৪৫-প্রশ্নঃ ‘সাতকাহন’ বাগধারার অর্থ কি?
ক. অলিক কথা
খ. সুখের সম্ভার
গ. স্বল্প পরিমাণ
ঘ. প্রচুর পরিমাণ
উত্তরঃ ঘ
৪৬-প্রশ্নঃ বাগধারার অর্থ নির্নয় করুনঃ ‘একচোখা’–
ক. পক্ষপাতদুষ্ট
খ. প্রাচীনপন্থী
গ. ভণ্ড সাধু
ঘ. ধার্মিক
উত্তরঃ ক
৪৭-প্রশ্নঃ ‘উত্তম মধ্যম’ বলতে কি বুঝায়?
ক. সম্মান
খ. মাঝামাঝি
গ. মারা
ঘ. ওপর-নিচে
উত্তরঃ গ
৪৮-প্রশ্নঃ ‘কেঁচো গণ্ডূষ’ অর্থ কি?
ক. নতুন করে আরম্ভ করা
খ. নিরেট মূর্খ
গ. সীমাবদ্ধ জ্ঞান
ঘ. বিপদজ্জনক পরিণতি
উত্তরঃ ক
৪৯-প্রশ্নঃ আকাশ ভেঙ্গে পড়া—
ক. হঠাৎ বিপদ হওয়া
খ. আশ্চর্য্য হওয়া
গ. মন্দ ভাগ্য
ঘ. কঠিন পরীক্ষা
উত্তরঃ ক
৫০-প্রশ্নঃ ‘দুকান কাটা’ বাগধারাটির অর্থ কি?
ক. অসুস্থ ব্যাক্তি
খ. নিরীহ ব্যাক্তি
গ. দাগি আসামি
ঘ. বেহায়া
উত্তরঃ ঘ
৫১-প্রশ্নঃ ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ-
ক. অভদ্র
খ. ভেদাভেদ
গ. ঝগড়াটে
ঘ. অপছন্দনীয়
উত্তরঃ খ
৫২-প্রশ্নঃ ‘ঢাকের বায়া’ অর্থ কি?
ক. অতিরঞ্জিত বাচন
খ. মূল্যহীন বস্তু
গ. অনুরোধ
ঘ. চির অশান্তি
উত্তরঃ খ
৫৩-প্রশ্নঃ বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
ক. বক ধার্মিক, ভিজে বেড়াল
খ. বক ধার্মিক, বিড়াল তপস্বী
গ. রুই-কাতলা, কেউ কেটা
ঘ. অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম
উত্তরঃ খ
৫৪-প্রশ্নঃ ‘ওজন বুঝে চলা’ বাগধারার অর্থ-
ক. আত্মসম্মান রক্ষা করা
খ. পক্ষপাতদুষ্ট
গ. পৃষ্ঠপোষককে সমর্থন
ঘ. অন্যের অনুরকণ
উত্তরঃ ক
৫৫-প্রশ্নঃ ‘সাতকাহন’ বাগধারার অর্থ কি?
ক. অলিক কথা
খ. সুখের সম্ভার
গ. স্বল্প পরিমাণ
ঘ. প্রচুর পরিমাণ
উত্তরঃ ঘ
৫৬-প্রশ্নঃ বাগধারার অর্থ নির্নয় করুনঃ ‘একচোখা’–
ক. পক্ষপাতদুষ্ট
খ. প্রাচীনপন্থী
গ. ভণ্ড সাধু
ঘ. ধার্মিক
উত্তরঃ ক
৫৭-প্রশ্নঃ ‘উত্তম মধ্যম’ বলতে কি বুঝায়?
ক. সম্মান
খ. মাঝামাঝি
গ. মারা
ঘ. ওপর-নিচে
উত্তরঃ গ
৫৮-প্রশ্নঃ ‘কেঁচো গণ্ডূষ’ অর্থ কি?
ক. নতুন করে আরম্ভ করা
খ. নিরেট মূর্খ
গ. সীমাবদ্ধ জ্ঞান
ঘ. বিপদজ্জনক পরিণতি
উত্তরঃ ক
৫৯-প্রশ্নঃ আকাশ ভেঙ্গে পড়া—
ক. হঠাৎ বিপদ হওয়া
খ. আশ্চর্য্য হওয়া
গ. মন্দ ভাগ্য
ঘ. কঠিন পরীক্ষা
উত্তরঃ ক
৬০-প্রশ্নঃ ‘দুকান কাটা’ বাগধারাটির অর্থ কি?
ক. অসুস্থ ব্যাক্তি
খ. নিরীহ ব্যাক্তি
গ. দাগি আসামি
ঘ. বেহায়া
উত্তরঃ ঘ
৬১-প্রশ্নঃ ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ-
ক. অভদ্র
খ. ভেদাভেদ
গ. ঝগড়াটে
ঘ. অপছন্দনীয়
উত্তরঃ খ
৬২-প্রশ্নঃ ‘ঢাকের বায়া’ অর্থ কি?
ক. অতিরঞ্জিত বাচন
খ. মূল্যহীন বস্তু
গ. অনুরোধ
ঘ. চির অশান্তি
উত্তরঃ খ
৬৩-প্রশ্নঃ বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
ক. বক ধার্মিক, ভিজে বেড়াল
খ. বক ধার্মিক, বিড়াল তপস্বী
গ. রুই-কাতলা, কেউ কেটা
ঘ. অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম
উত্তরঃ খ
৬৪-প্রশ্নঃ ‘ওজন বুঝে চলা’ বাগধারার অর্থ-
ক. আত্মসম্মান রক্ষা করা
খ. পক্ষপাতদুষ্ট
গ. পৃষ্ঠপোষককে সমর্থন
ঘ. অন্যের অনুরকণ
উত্তরঃ ক
৬৫-প্রশ্নঃ ‘ঝাঁকের কই’ বাগধারাটির অর্থ –
ক. অসম্ভব চালাক
খ. বর্ষকালীন মাছ
গ. একই দলের লোক
ঘ. একতাই বল
উত্তরঃ গ
৬৬-প্রশ্নঃ ‘কলির সন্ধ্যা’ বাগধারাটি কি অর্থে ব্যবহৃত হয়?
ক. সন্ধ্যাকুসুম
খ. দুঃখের সূচনা
গ. দুর্দিন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ উড়নচণ্ডী –
ক. অমিতব্যয়ী
খ. উচ্ছৃঙ্খল
গ. অবাধ্য
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
৬৭-প্রশ্নঃ ‘গাছপাথর’ বাগধারাটির অর্থ-
ক. ভূমিকা করা
খ. হিসাব-নিকাশ
গ. অসম্ভব বস্তু
ঘ. বাড়াবাড়ি
উত্তরঃ খ
৬৮-প্রশ্নঃ ‘পায়াভারী’ কথাটির অর্থ কি?
ক. অহংকার
খ. বেকায়দা
গ. বেহায়া
ঘ. নির্দয়
উত্তরঃ ক
৬৯-প্রশ্নঃ ‘স্বর্গে বাতি দেওয়া’ বলতে কী বোঝায়?
ক. বংশের সুনাম বৃদ্ধি করা
খ. বংশ পরম্পরা
গ. বংশ রক্ষা করা
ঘ. বংশ বৃদ্ধি করা
উত্তরঃ গ
৭০-প্রশ্নঃ ‘যত বড় মুখ নয় তত বড় কথা’— এখানে ‘মুখ’ ভলতে কী বোঝাচ্ছে?
ক. অনুভূতি
খ. গালি
গ. প্রত্যঙ্গ
ঘ. শক্তি
উত্তরঃ ঘ
৭১-প্রশ্নঃ ‘পঞ্চমুখ’ কথাটির অর্থ হলো-
ক. পাঁচ জনের প্রশংসিত মুখ
খ. পাঁচটি মুখের সমাহার
গ. প্রশংসায় মুখরিত হওয়া
ঘ. উপরের কোনোটিই নয়
উত্তরঃ গ
৭২-প্রশ্নঃ ‘আকাশ কুসুম’ বাগধারাটির অর্থ কি?
ক. তারকা
খ. অবাস্তব
গ. নীল রং
ঘ. আকেশে ফুটন্তকুসুম
উত্তরঃ খ
৭৩-প্রশ্নঃ ‘গোল্লায় যাওয়া’ প্রবাদটি কি অর্থ বহন করে?
ক. নষ্ট হওয়া
খ. ভার হওয়া
গ. গোলাকার হওয়া
ঘ. লাভে অনধিকারী
উত্তরঃ ক
৭৪-প্রশ্নঃ ‘বাগধারা’ কোথায় আলোচিত হয়?
ক. বাক্যতত্ত্বে
খ. শব্দতত্ত্বে
গ. রূপতত্ত্বে
ঘ. ধ্বনিতত্ত্বে
উত্তরঃ ক
৭৫-প্রশ্নঃ ‘ক-অক্ষর গোমাংস’ –
ক. জ্ঞানী ব্যাক্তি
খ. নিরর্থক কথা
গ. অশিক্ষিত ব্যাক্তি
ঘ. অনাবশ্যক বাগাড়ম্বর
ঙ. জবরদস্তি করা
উত্তরঃ গ
৭৬-প্রশ্নঃ ‘শাখের করাত’ এর অর্থ কি?
ক. ভয়ংকর বস্তু
খ. দুদিকেই বিপদ
গ. আসন্ন বিপদ
ঘ. শুভ সংবাদ
ঙ. কোনটিই নয়
উত্তরঃ খ
৭৭-প্রশ্নঃ ‘খোদার খাসি’ বাগধারাটির অর্থ কি?
ক. অত্যন্ত অলস
খ. ভাবনাচিন্তাহীন
গ. অযাচিত
ঘ. ধনী ব্যাক্তি
উত্তরঃ খ
৭৮-প্রশ্নঃ ঠোঁটকাটা বলতে কি বোঝায়?
ক. অহংকারী
খ. স্পষ্টভাষী
গ. মিথ্যাবাদী
ঘ. পক্ষপাতদুষ্ট
উত্তরঃ খ
৭৯-প্রশ্নঃ ‘ঘাঘু’ শব্দে বোঝায়?
ক. অভিজ্ঞ
খ. দুর্বৃত্ত
গ. গোঁয়ার
ঘ. সর্বাঙ্গে ঘা
উত্তরঃ ক
৮০-প্রশ্নঃ কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত?
ক. আট কপালে
খ. উড়নচণ্ডী
গ. ছা-পোষা
ঘ. ভূশণ্ডির কাক
উত্তরঃ ক
৮১-প্রশ্নঃ ‘ছেঁড়া চুলে খোপা বাঁধা’ বাগধারাটির অর্থ কি?
ক. অকেজো লোক
খ. অসময়ে আবির্ভাব
গ. উপহাস
ঘ. পরকে আপন করার চেষ্টা
উত্তরঃ ঘ
৮২-প্রশ্নঃ “ভিজা বিড়াল” বাগধারাটির অর্থ কী?
ক. কপট
খ. কৃপণ
গ. কুৎসিত
ঘ. কণ্টক
উত্তরঃ ক
৮৩-প্রশ্নঃ কোন বাক্যে ‘পা’ শব্দটি অবজ্ঞার্থে ব্যবহৃত?
ক. ভাই, কারো পায়ে ধরো না
খ. উপোস করবো তবু কারো পা চাটবো না
গ. হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না
ঘ. বড় সাহেবের পায়ে তেল দিয়ে সে প্রমোশন পেল
উত্তরঃ গ
৮৪-প্রশ্ন:’ঊনপাজুরে’ বাগধারাটির অর্থ কি?
ক. সুসময়
খ. সৌভাগ্যবান
গ. হতভাগ্য
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
৮৫-প্রশ্নঃ ‘ঘাটের মড়া’ বাগধারাটির অর্থ কী-
ক. দৃঢ় পণ
খ. অকাজে সময় নষ্ট
গ. অতি বৃদ্ধ
ঘ. ভারবাহী
উত্তরঃ গ
৮৬-প্রশ্নঃ ‘তাল পাতার সেপাই’ কথাটির অর্থ কি?
ক. অতিশয় দুর্বল
খ. পক্ষপাতদুষ্ট
গ. খুব চালাক
ঘ. অত্যন্ত আদুরে
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ক
৮৭-প্রশ্নঃ ‘কার মাথায় হাত বুলিয়েছ’ এখানে ‘মাথা’ শব্দের অর্থ-
ক. স্বভাব নষ্ট করা
খ. স্পর্ধা বাড়া
গ. ফাঁকি দেওয়া
ঘ. কোনো উপায়ে
উত্তরঃ গ
৮৮-প্রশ্নঃ ‘নাটের গুরু’ বাগধারাটির অর্থ-
ক. খল নায়ক
খ. নাট্য গুরু
গ. মূল নায়ক
ঘ. গুরু
উত্তরঃ গ
৮৯-প্রশ্নঃ ‘রাজঘটক’ বাগধারাটি ব্যবহৃত হয় কোন অর্থে?
ক. অন্তঃসারশূন্য
খ. পণ্ডশ্রম
গ. চমৎকার মিল
ঘ. বড়লোক
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ
৯০-প্রশ্নঃ ‘বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ কি?
ক. লজ্জা
খ. লাফালাফি
গ. লম্ফঝাপ
ঘ. বেহায়াপনা
উত্তরঃ ঘ
৯১-প্রশ্নঃ ‘ব্যাঙের আধুলি’ এই বাগধারাটির অন্তর্নিহিত অর্থ হল-
ক. সামান্য ধনে অহংকর
খ. অসম্ভব ঘটনা
গ. কৃপণের ধন
ঘ. যার কোন মূল্য নেই
উত্তরঃ ক
৯২-প্রশ্নঃ কোন বাক্যটির অর্থ ভিন্ন?
ক. মণিকাঞ্চন যোগ
খ. সোনায় সোহাগা
গ. আদায় কাঁচকলায়
ঘ. আম দুধে মেশা
উত্তরঃ গ
৯৩-প্রশ্নঃ ‘আক্কেল সেলামি’-এর প্রকৃত অর্থ কোনটি?
ক. অত্যন্ত বুদ্ধিমান
খ. অতি চালাক
গ. হাঁদরাম
ঘ. নির্বুদ্ধিতার দণ্ড
উত্তরঃ ঘ
৯৪-প্রশ্নঃ যার কোন মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হবে?
ক. ডাকাবুকা
খ. তুলশী বনের বাঘ
গ. তামার বিষ
ঘ. ঢাকের বাঁয়া
উত্তরঃ ঘ
৯৫-প্রশ্নঃ কোনটির অর্থ ভিন্ন?
ক. মণিকাঞ্চন যোগ
খ. আদায় কাঁচকলায়
গ. সোনায় সোহাগা
ঘ. আমদুধে
উত্তরঃ খ
৯৬-প্রশ্নঃ ‘হাত কামড়ানো’ বাগধারাটির অর্থ কি?
ক. বদলা নেয়া
খ. আঘাতের হুমকি দেয়া
গ. চিন্তা করা
ঘ. আফসোস করা
উত্তরঃ ঘ
৯৭-প্রশ্নঃ ‘হাতটান’ বাগধারাটির অর্থ হচ্ছে-
ক. টাকা-পয়সার অভাব
খ. চুরির অভ্যাস
গ. খুব কৃপণ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
৯৮-প্রশ্নঃ ‘চির অশান্তি’ বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত?
ক. রাবণের চিতা
খ. তামার বিষ
গ. ভরাডুবি
ঘ. আকাশ ভেঙ্গে পড়া
উত্তরঃ ক
৯৯-প্রশ্নঃ ‘তুলসী বনের বাঘ’-প্রবাদটির অর্থ কি?
ক. ভণ্ড
খ. বহিপীর
গ. অতিশয় পণ্ডিত
ঘ. সামান্য ত্রুটি
উত্তরঃ ক
১০০-প্রশ্নঃ বাগধারার অর্থ নির্নয় করুনঃ ‘বকধার্মিক’–
ক. ভণ্ড
খ. প্রাচীনপন্থী
গ. উচ্ছৃঙ্খল
ঘ. অতি ধার্মিক
উত্তরঃ ক
১০১-প্রশ্নঃ ‘শিরে সংক্রান্তি’ অর্থ কি?
ক. মাথার বোঝা
খ. মাথায় বিপদ
গ. মহাবিপদ
ঘ. আসন্ন বিপদ
উত্তরঃ ঘ
১০২-প্রশ্নঃ ‘বিবাগী’ শব্দের অর্থ কি?
ক. বিশেষভাবে রুষ্ট
খ. রাগহীন
গ. প্রতিকূল
ঘ. উদাসীন
উত্তরঃ ঘ
১০৩-প্রশ্নঃ ‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ-
ক. কাল্পনিক জন্তু
খ. মুরগি
গ. গোমড়ামুখো লোক
ঘ. পুরাণোক্ত পাখি
উত্তরঃ গ
১০৪-প্রশ্নঃ ‘অর্ধচন্দ্র’ এর অর্থ-
ক. গলা ধাক্কা দেয়া
খ. অমবস্যা
গ. দ্বিতীয়া
ঘ. কাস্তে
উত্তরঃ ক
১০৫-প্রশ্নঃ ‘পাথরে পাঁচ কিল’ বাগধারাটির অর্থ কী?
ক. অতিরিক্ত সুবিধা
খ. সর্বস্বান্ত হওয়া
গ. সুখের সময়
ঘ. ধাক্কা সামলানো
উত্তরঃ গ
১০৬-প্রশ্নঃ কোন বাগধারাটি ‘দুর্বল’ অর্থ প্রকাশক–
ক. কূপমণ্ডুক
খ. ঊনপাঁজুরে
গ. গোবর গণেশ
ঘ. অকাল কুষ্মাণ্ড
উত্তরঃ খ
১০৭-প্রশ্নঃ ‘গৌরচন্দ্রিকা’ বাগধারাটির কোন অর্থে ব্যবহৃত হয়?
ক. বাড়তি বোঝা
খ. রূপের মোহ
গ. ভূমিকা
ঘ. ফিটফাট
উত্তরঃ গ
১০৮-প্রশ্নঃ ‘হরিহর আত্মা’ -এর অর্থ–
ক. নিকটাত্মীয়
খ. সুসম্পর্ক
গ. একই মনোভাবাপন্ন
ঘ. অন্তরঙ্গ বন্ধুত্ব
উত্তরঃ ঘ
১০৯-প্রশ্নঃ ‘পা চালাও’ বলতে বোঝায়-
ক. লাথি মারো
খ. পায়ের কাজ করো
গ. দ্রুত চলো
ঘ. পা কাজে লাগাও
উত্তরঃ গ
১১০-প্রশ্নঃ ‘হাতের পাঁচ’ এর অর্থ কোনটি?
ক. নিকট জন
খ. পরমাত্মীয়
গ. বন্ধু
ঘ. শেষ সম্বল
উত্তরঃ ঘ
১১১-প্রশ্নঃ শব্দের আভিধানিক অর্থই হল-
ক. বাচ্যার্থ
খ. লক্ষ্যার্থ
গ. উৎকর্ষ
ঘ. যোগ্যতা
উত্তরঃ ক
১১২-প্রশ্নঃ ‘আটকপালে’- এর অর্থ কি?
ক. ভালো ভাগ্য
খ. অপদার্থ
গ. হতভাগ্য
ঘ. অত্যন্ত গরীব
উত্তরঃ গ
১১৩-প্রশ্নঃ ‘নির্মম’- কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?
ক. মাছের মা
খ. বিষের পুটুলি
গ. অন্তর টিপুনী
ঘ. ইঁদুর কপালে
উত্তরঃ ক
১১৪-প্রশ্নঃ কুল কাঠের আগুন -এর প্রকৃত অর্থ কি?
ক. কাঠের পুতুল
খ. তীব্র জ্বালা
গ. কুপমণ্ডুক
ঘ. কেতাদুরস্ত
উত্তরঃ খ
১১৫-প্রশ্নঃ ‘ভুষণ্ডির কাক’ অর্থ কি?
ক. ষড়যন্ত্রকারী
খ. বাক সর্বস্ব
গ. দীর্ঘ প্রতীক্ষমাণ
ঘ. দীর্ঘায়ু ব্যক্তি
উত্তরঃ ঘ
১১৬-প্রশ্নঃ ‘শকুনি মামা’ এর অর্থ কি?
ক. কুৎসিৎ মামা
খ. সৎ মামা
গ. কুচক্রী মামা
ঘ. পাতানো মাম
উত্তরঃ গ
১১৭-প্রশ্নঃ কোন জোড়াটি ভিন্নার্থক?
ক. বক-ধার্মিক – বিড়াল তপস্বী
খ. মনিকাঞ্চন যোগ – সোনায় সোহাগা
গ. ব্যাঙের আধুলি – ব্যাঙের সর্দি
ঘ. অন্ধের ষষ্টি – অক্কা পাওয়া
উত্তরঃ ঘ
১১৮-প্রশ্নঃ ‘তিনি এ গ্রামের মাথা’। এ বাক্যে ‘মাথা’ বলতে কি বুঝানো হয়েছে?
ক. মস্তক
খ. প্রধান
গ. সাধু
ঘ. সৎ
উত্তরঃ খ
১১৯-প্রশ্নঃ ‘বাঘের মাসি’ বাগধারাটির অর্থ কি?
ক. আরাম প্রিয় ব্যাক্তি
খ. গরিব মানুষ
গ. ধনী ব্যাক্তি
ঘ. ভয়াতুর
উত্তরঃ ক
১২০-প্রশ্নঃ ‘হাড় জুড়ানো’ বাগধারাটির অর্থ কি?
ক. আরোগ্য লাভ
খ. বিশ্রাম নেয়া
গ. মারা যাওয়া
ঘ. স্বস্তি লাভ করা
উত্তরঃ ঘ
১২১-প্রশ্নঃ ‘ফপর দালালি’- এ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক. ধনের অহংকার
খ. গায়ে পড়ে মাতব্বরী
গ. কাণ্ডজ্ঞানহীন
ঘ. ঠোঁট কাটা
উত্তরঃ খ
১২২-প্রশ্নঃ ‘হঠাৎ ধনী হওয়া’- কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?
ক. অমাবশ্যার চাঁদ
খ. ছেলের হাতের মোয়া
গ. পোয়া বারো
ঘ. আঙুল ফুলে কলাগাছ
উত্তরঃ ঘ
১২৩-প্রশ্নঃ ‘সাক্ষী গোপাল’- অর্থ কি?
ক. সক্রিয় দর্শক
খ. নিষ্ক্রিয় দর্শক
গ. কর্তব্যবিমুখ
ঘ. কর্তব্যপরায়ণ
উত্তরঃ খ
১২৪-প্রশ্নঃ ‘ডুমুরের ফুল’বলতে বোঝায়-
ক. ডুমুর জাতীয় ফলের ফুল
খ. যে ফুলের ভেতরে কোন ফুল হয় না
গ. বিরল বস্তু
ঘ. যে ফুলের ভেতরে ফলটি থাকে
উত্তরঃ গ
১২৫-প্রশ্নঃ ‘কচুবনের কালাচাঁদ’ বাগধারার অর্থ–
ক. কলির কেষ্ট
খ. কেতাদুরস্ত
গ. অপদার্থ
ঘ. ধূর্ত
উত্তরঃ গ
১২৬-প্রশ্নঃ কুঁড়ে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়?
ক. অল্পবিদ্যা ভয়ঙ্করী
খ. অকাল কুষ্মাণ্ড
গ. আঠারো মাসে বছর
ঘ. ঊনপঞ্চাশ বায়ু
উত্তরঃ গ
১২৭-প্রশ্নঃ ‘কৌশলে কার্যোদ্ধার’- কোনটির অর্থ?
ক. গাছে তুলে মই কাড়া
খ. এক ক্ষুরে মাথা মোড়ানো
গ. ধরি মাছ না ছুই পানি
ঘ. আকাশের চাঁদ হাতে পাওয়া
উত্তরঃ গ
১২৮-প্রশ্নঃ ‘শাখের করাত’ বাগধারার অর্থ কি?
ক. সংকট
খ. বিপদ
গ. উভয় সংকট
ঘ. অনিষ্ট
উত্তরঃ গ
১২৯-প্রশ্নঃ কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়?
ক. পাকা বাড়ি
খ. পাকা রং
গ. পাকা কাজ
ঘ. পাকা আম
উত্তরঃ ঘ
১৩০-প্রশ্নঃ অনিষ্ট করতে গিয়ে ভাল হওয়াকে কি বলে?
ক. শাপে বর
খ. তামার বিষ
গ. উড়ো কৈ গোবিন্দায় নম
ঘ. একাদশে বৃহস্পতি
উত্তরঃ ক
১৩১-প্রশ্নঃ ‘তামার বিষ’ বাগধারার অর্থ কি?
ক. গভীর আঘাত
খ. ধাতব পদার্থের আঘাত
গ. পুরনো ক্ষত
ঘ. অর্থের কুপ্রভাব
ঙ. কারও সুনামে জ্বলা
উত্তরঃ ঘ
১৩২-প্রশ্নঃ চক্ষু দান করা অর্থ–
ক. সাহায্য করা
খ. চুরি করা
গ. চোখের চিকিৎসা করা
ঘ. মৃত্যুর পর চক্ষু দান করা
ঙ. লজ্জা সরমের মাথা খাওয়া
উত্তরঃ ঙ
১৩৩-প্রশ্নঃ ‘রুই কাতলা’ বলতে বোঝায়–
ক. জ্ঞানী ব্যাক্তি
খ. পদস্থ ব্যাক্তি
গ. সম্মানিত ব্যাক্তি
ঘ. ক্ষমতাশালী ব্যাক্তি
উত্তরঃ ঘ
১৩৪-প্রশ্নঃ সাপের পাঁচ পা দেখা- কোন অর্থে ব্যবহৃত হয়?
ক. দর্প
খ. আশ্চর্য
গ. আনন্দ
ঘ. অভিমান
ঙ. ক্রোধ
উত্তরঃ ক
১৩৫-প্রশ্নঃ ‘কান কাটা’–
ক. ধার্মিক
খ. ভণ্ড সাধু
গ. বেহায়া
ঘ. পক্ষপাতদুষ্ট
উত্তরঃ গ
১৩৬-প্রশ্নঃ ‘লেফাফা দুরস্ত’-অর্থ?
ক. চৌকস ব্যক্তি
খ. সৌখিন ব্যক্তি
গ. পোষাক সর্বস্ব
ঘ. বাইরের ঠাট বজায় রেখে চলা
উত্তরঃ ঘ
১৩৭-প্রশ্নঃ ‘আষাঢ়ে গল্প’ কথাটির অর্থ কি?
ক. আজগুবি গল্প
খ. নতুন গল্প
গ. যাদু বিদ্যা
ঘ. চিন্তাভাবনা
উত্তরঃ ক
১৩৮-প্রশ্নঃ ‘গড্ডালিকা প্রবাহ’ এর অর্থ কি?
ক. সেচ্ছায় প্রবাহিত হওয়া
খ. অনুকরণ বিমুখিতা
গ. অনুকরণ প্রিয়তণ
ঘ. অন্ধ অনুকরণ
উত্তরঃ ঘ
১৩৯-প্রশ্নঃ ‘চক্ষুদান’-এর ব্যাঙ্গার্থ কোনটি?
ক. চুরি
খ. চক্ষুলজ্জা
গ. পরের উপকার
ঘ. দৃষ্টিদান
উত্তরঃ ক
১৪০-প্রশ্নঃ ‘টীকাভাষ্য’- বাগধারাটির অর্থ কি?
ক. দীর্ঘ আলোচনা
খ. সংক্ষিপ্ত আলোচনা
গ. অর্থহীন কথা
ঘ. সদালাপ
উত্তরঃ ক