বিশ্বাসীদের বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের যৌন অঙ্গকে সাবধানে সংয্ত রাখে, এটিই তাদের জন্য উত্তম৷ -24:30

— পবিত্র কোরআন

বাংলা সাহিত্য বাংলা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর

১। বঙ্গবন্ধুর দ্বিতীয় আত্মজীবনী ” কারাগারের রোজনামচা” বইটির ইংরেজি অনুবাদের নাম কী ?
= Prison diary (অনুবাদক – অধ্যাপক ফকরুল আলম )
২। “লেখা পড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে “- উক্তিটি কার ?
= মদনমোহন তর্কালঙ্কার
৩. “তোমাকে অভিবাদন প্রিয়তমা” – কাব্যগ্রন্থটি কার লেখা ?
= শহীদ কাদরী
৪.”সীমানা ছাড়িয়ে” -কাব্যগ্রন্থ কার লেখা ?
= সৈয়দ শামসুল হক
৫।”ভালোবাসা খানিকটা অত্যাচার চায়, অত্যাচার করেও”- উক্তিটি কার ?
= রবীন্দ্র নাথ ঠাকুর
৬।যে জলে আগুন জ্বলে” কার কাব্যগ্রন্থটি কার লেখা ?
= হেলাল হাফিজ
৭। বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম কবি কে ?
= ঈশ্বরচন্দ্র গুপ্ত
৮। “জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি দুটোই অসহ্য”- প্রমথ চৌধুরি সাহিত্যে ন্যাকামি বলতে কী বুঝিয়েছেন ?
= সাহিত্যে সাধু ভাষার ব্যবহার কে
৯। কাকে বাংলাদেশের কবিদের কবি বলা হয় ?
= নির্মলেন্দু গুণ
১০।কবি কাজী নজরুল ইসলামকে ভারতের কোন জাতীয় পদক প্রদান করা হয়?
=পদ্মভূষণ
১১। বাংলা সাহিত্যের মহাকবি / পন্ডিত কবি কে ?
= আলাওল
১২।শ্রীকৃষ্ণকীর্তন কোন শতাব্দীতে রচিত হয় ?
= চতুর্দশ শতাব্দীর শেষ দিকে
১৩। “টালত ঘর মোর নাহি পড়িবেষী
হাঁডীত ভাত নাহি নিতি আবেশী।।- ” অর্থ কী ?
= পাহাড়ে টিলায় আমার ঘর , কোনো প্রতিবেশী নেই । হাড়িতে ভাত নেই কিন্তু নিত্যই অতিথি আসে ।

  • ঢেন্টনপাদ , চর্যাপদ)
    ১৫। কাজী নজরুল ইসলাম লেটোর দলে কত বছর বয়সে যোগদান করে ?
    = ১২ বছর
    ১৬।বৈষ্ণব পদাবলীর ভাষায় ‘ বিরহ’ কী নামে পরিচিত ?
    = বিপ্রলম্ভ শৃঙ্গার
    ১৭। মানসিংহ , ভবানন্দ, বিদ্যাসুন্দর কোন মঙ্গলকাব্যের চরিত্র ?
    = অন্নদামঙ্গল
    ১৮। ‘ গুলে বকাওলী ‘ কাব্যটি কে লিখেছেন ?
    = ইজ্জতুল্লাহ
    ১৯।আলাওলের “পদ্মাবতী” কাব্যটি কত খণ্ডের ?
    = ২
    ২০।” বাংলাদেশ” কবিতাটি কে লিখেছেন ?
    = অমিয় চক্রবর্তী
    ২১।” শিয়রে বাংলাদেশ ” কবিতাটি কার লেখা ?
    = নির্মলেন্দু গুণ
    ২২।” বাংলা আমার ” কবিতাটি কার লেখা ?
    = কায়কোবাদ
    ২৩। ” বঙ্গবাণী” কবিতাটি কার লেখা ?
    = আব্দুল হাকিম
    ২৪। বঙ্গভাষা কবিতাটি কার লেখা ?
    = মাইকেল মধুসূদন দত্ত
    ২৫।’ চারুপাঠ”পাঠপুস্তকটি কার লেখা ?
    = অক্ষয়কুমারদত্ত
    ২৬।’পল্লীসাহিত্য’ প্রবন্ধটি কার?
    =ড. মুহম্মদ শহীদুল্লাহ
    ২৭। “অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়” । উক্তিটি কার?
    =মোতাহের হোসেন চৌধুরী ( শিক্ষা ও মনুষ্যত্ব)
    ২৮।হাট্টিমাটিম টিম’ ছড়াটির রচয়িতা কে?
    =দাদাভাই রোকনুজ্জামান খান
    ২৯।কোন কবি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পল্লীগীতি সংগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করেন ?
    = জসীম উদদীন
    ৩০।রবীন্দ্রনাথ ঠাকুর কাকে “চিত্ররুপময়তার কবি’ বলেছেন ?
    = জীবনানন্দ দাশ
    ৩১। জীবনানন্দ দাশ বাংলাদেশকে কিসের দেশ বলেছেন?
    = নবান্নের দেশ
    ৩২।’একটি কালো মেয়ের কথা ‘ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস টি কার ?
    = তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    ৩৩। বাংলাদশের নাটক বলা হয় কোনটিকে ?
    = নীলদর্পন
    ৩৪। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
    = বঙ্গভাষা ও সাহিত্য ( দীনেশচন্দ্র সেন )
    ৩৫। ফররুখ আহমেদ কোন গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার পান?
    = পাখির বাসা
    ৩৬। বাংলার স্কট , সাহিত্য সম্রাট , বাংল উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্রের ছদ্ম নাম কী ?
    = কমলাকান্ত
    ৩৭। ‘ সাত ভাই চম্পা’ কাব্যটি কার লেখা ?
    = বিষ্ণু দে
    ৩৮।’অতসী মামী’গল্পটি কার ?
    = মানিকবন্দ্যোপাধ্যায়
    ৩৯।ভাষা আন্দোলন ভিত্তির “আর্তনাদ” উপন্যাসটি কার রচিত?
    =শওকত ওসমান
    ৪০। সৈয়দ শামসুল হকের ‘ পায়ের আওয়াজ পাওয়া যায়’ কী ধরনের সাহিত্য কর্ম?
    = মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply