গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার: শ্যামল মিত্র
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়
হয়তো কিছুই নাহি পাবো
তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব
হয়তো কিছুই নাহি পাবো
তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব।
হয়ত কিছুই নাহি পাবো
যদি ওগো কাঁদে মোর ভীরু ভালোবাসা
জানি তুমি বুঝিবেনা কভু তারি ভাষা
যদি ওগো কাঁদে মোর ভীরু ভালোবাসা
জানি তুমি বুঝিবেনা কভু তারি ভাষা।
তোমারি জীবনে কাঁটা আমি
তোমারি জীবনে কাঁটা আমি
কেন মিছে ভাব
হয়ত কিছুই নাহি পাবো ।
ধুপ চিরদিন নীরবে জ্বলে যায়
প্রতিদান সে কি পায়
ধুপ চিরদিন নীরবে জ্বলে যায়
প্রতিদান সে কি পায়
ক্ষতি নাই অনাদরে যদি কভু কাঁদি
আলো ভেবে যদি ছায়া বুকে বাঁধি
ক্ষতি নাই অনাদরে যদি কভু কাঁদি
আলো ভেবে যদি ছায়া বুকে বাঁধি।
পাবারই আশাতে তবুও ওগো কিছু নাহি চাবো
হয়ত কিছুই নাহি পাবো
তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব।
হয়ত কিছুই নাহি পাবো
Music
SONG
Hoyto Kichhui Nahi Pabo
ARTIST
Geetashree Sandhya Mukherjee,Shyamal Mitra
ALBUM
Best Of Sandhya Mukherjee