হে জীবন আমি তো নাবালক অবুঝ নয়
বুঝি সব তবুও বুঝার অনেক বাকি,
শৈশব হারিয়ে পেয়েছি কৈশর জীবন
কৈশর শেষে আসবে আবার বৃদ্ধ জীবন।
যতদিন যাচ্ছে জীবন হচ্ছে পরিবর্তন
ঘটবে না আর কৈশর কিংবা শৈশবের আগমন,
শৈশবে যা পেয়েছি পাইনি তা কৈশর জীবনে
কৈশরে যা পেয়েছি পাবোনা আর বৃদ্ধ জীবনে।
বৃদ্ধ জীবনে বাকস্বাধীনতা হারিয়ে থাকিতে হবে অন্যের স্বাধীনতায়
পরিবার আপনজন হবে পর শুধু হবে মৃত্যু আপনজন,
রেখে যাবো সব মায়া ছিন্ন করে
যাবে না সেদিন কেউ ফিরে আনিতে কবরের কাছে।
Writer: মোস্তাক আহম্মেদ সাগর
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1