নিশ্চয়ই যারা পিতৃহীনদের সম্পদ গ্রাস করে তারা তাদের উদরে অগ্নি ভক্ষণ করে, তারা জ্বলন্ত আগুনে জ্বলবে ৷ –4:10

— পবিত্র কোরআন

হাওয়া

হাওয়া কোন্ দিকে যাবে ?
কিছুই জানি না ,
আমাদের পতাকা নেই
নৌকাও বহুদিন আগে ডুবে গেছে
এখন পিপাসা খুঁড়ে খুঁড়ে বসে আছি
ঢেউ গুনছি সময়নদীর বালুচরে….

Writer: তৈমুর খান 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply