আমার স্তব্ধতা ঘিরে
যে বিষণ্ণ চাঁপা কান্না
বেদনার নীল মিশিয়ে
লেখা অশ্রু চিঠি
মেঘের ওপারে ঠিকানা আজও পাই নি
অনেক ভুলে হারানো ভালোবাসা
সময়ের অভিশাপে
এ পথে কেউ আর ফেরে না
ফেরে না ।।
মেঘের ডাকবাক্সে বন্দী এ চিঠি
ধুলো মাখা পেন্সিলে
লেখা যতো অনুভূতি
ফাগুণ হারালো পুরনো অবহেলায়
অনেক ভুলে হারানো ভালোবাসা
সময়ের অভিশাপে
এ পথে কেউ আর ফেরে না
ফেরে না ।।
আরেক পূর্ণিমা
আঁধার অমবস্যায় স্বপ্নরা
হঠাৎ ভেঙ্গেচুরে চারপাশ
হাহাকার
রাত যেন দুঃখের মগ্নতায়
বিলাসী হতে চায়
Apekkhik | Smritidaho lyrics ( স্মৃতিদাহ) | Bangla New Song 2021 | Official Music Video
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1