Be yourself; everyone else is already taken.

— Oscar Wilde

সেই জানালা

সেই জানালা

সেই জানালা’কে খুব মিস্ করি
যেটাতে ছিলো নিঃশ্বাস ও কিছুটা আবেগ,
মায়া-ভরা চোখ নিয়ে তাকিয়ে থাকা
সেই ব্যাক্তিটা কেউ মিস্ করি স্মৃতির সময়ে।

মাঝে মাঝে সেই জানালায় তাকে খুব মিস্ করেছি
কিছু অভিমান নিয়ে হাসি’র জন্য ছুটে গিয়ে,
সেই জানালায় মাঝে মাঝে তার নিঁখুজ মেলেছে
দিনভর জানালার পর্দা থেকেছে মেঘের দলে।

নির্শ্চূপ হয়ে ফিরে এসেছি কিছু অভিমানের সাথে
সন্ধ্যায় আবার কখনও আলো জ্বেলেছে,
পাইনি তবুও তার দেখা সেই জানালার কোটরে
হঠাৎ তার দেখা পেলেও অভিমানে কেটেছে সময়।

সকালের ভোরে জানালার ধারে বসে থাকা
সেই আলোর প্রদীব হয়তো এখন বসে থাকে না,
সময় যাচ্ছে তবুও সেই জানালায় আগের মতো
আর প্রদীবের আলোয় আলোকিত হবে না।

Writer: মোস্তাক আহম্মেদ সাগর

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply