সখি,
আমার নয়নে নয়ন রাখিয়া দেখো
একবার
পাবে প্রশান্তি, হাজারো হাহাকার!!
বিন্দু মাত্র মুখোশের আড়ালে
লুকিয়ে রয়েছি আমি,
দূর হতে আসবে তুমি,
নতুন করে হাসাবে আমায়!!??
সখি,
ঘর ছাড়া হারাবো তোমায়, সেই
ঘর বলো পাবো কোথায়??!!
তোমার হাসিতে হাসি আসে নাকো
আমার
সেই সুখ যেন বেদনা আমার!!
কেন???
আমি তো হয়নিকো তার অংশীদার!!
হাজারো সময় পরে
নতুন করে হাসি ফুটে ..
সে সময়ের শেষ আসেনা,মুখোশটাও
কারো তেজে গলে পরে!!
তারে চাদের মুখে তারিফ করে,
পায়ের কাছে ফোটে ফুলটাকে
যেন না দেই দূরে ঠেলে!!
মূহুর্তের পরে যদি বাঁচি,
নিজেকে নিয়ে হারাই
সখি আমি।
ইচ্ছে রাখি না রাখি
চাঁদের আগে পায়ে থাকা
গোলাপটাকেই আগে হাতে রাখি।
……
written by Sahnaj rahman
Bangla poem
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1