If you don’t set goals, you can’t regret not reaching them.

— Yogi Berra

শ্যামল বরণী ওগো কন্যা

কথা – সলিল চৌধুরী –
কণ্ঠ – দ্বিজেন মুখোপাধ্যায়
শ্যামল বরণী ওগো কন্যা
এই ঝিরঝির বাতাসে ওড়াও
ওড়না মেঘের অলক দোলায় কোথা যাও ?
কত হাসির ফোয়ারা তোমার ঝরনা
এসো ঐ ভূবন ভোলানো রূপে পরাণে…..
ওগো মোর শান্ত দিবস সন্ধ্যা
তোমার আসার আশায় চেয়ে যায়
কবে আমার ভাঙা ঘরের আঙিনায়
চপল চকিত চরণে আসিবে ?
তোমারে দেখেছি সন্ধ্যার আকাশে
তারায় তারায় প্রদীপ জ্বালাতে
বধূদের চোখে মায়া অঞ্জন পরাতে, ওগো
শ্যামল বরণী তোমার জন্যে
কত নদী বহে ফুল ফোটে অরণ্যে
ক্ষেতে সোনার প্লাবন খেলে যায়
জাগে ঘরে ঘরে কত না রাজকন্যে
রাজার কুমার দেয় জীবন অবহেলে
ওগো, তুমি বুঝি মোর বাংলা।
আমার জীবন ধন সাধের সাধনা
তোমায় কে দিয়েছে ব্যথা আমায় বল না?
সুনীল নয়ন কেন ছলছল
তোমারে দেখেছি আজি গৃহহারা
পথে পথে কাঁদিয়া ফিরিছ
ঘরে ঘরে যত সন্তানদের জাগাতে, ওগো …

shyamal barani ogo kanya lyrics

Song by Dwijen Mukhopadhyay

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply