শুধু বসন নয়
Shudhu Basan Noy
ছায়াছবি: মহাবীর কৃষ্ণ
গীতিকার: প্রবীর দত্ত
সুরকার: দিলীপ রায়
কন্ঠ: কুমার শানু ও
অনুরাধা পড়োয়াল
[শুধু বসন নয় মন করেছ হরণ]-২
[(প্রভু)সব সঁপে তোমাতে নিলাম স্মরণ]-২
আশ্রয় দাও আশ্রিতরে শ্রীমধুসূদন
বসন নয় মন করেছ হরণ।
[ঘর হয়েছে পর,পর হল যে আপন
কৃষ্ণ প্রেমের কাঙালি আমি
হৃদয় জুড়ে তাই লাগে কাঁপন]-২
[শ্যাম তোমাকে চাই
হও আমার মধুর মরণ]-২
শুধু বসন নয় মন করেছ হরণ।
[রাধা রাধা বলে ডাকে এই বাঁশি মোহন
শ্রীমতির গলাতে পরাবে ফাঁসি
প্রেমেরই হোক উদ্বোধন]-২
[রাধে তোমাকে চাই
হও আমার গলার ভূষণ]-২
বসন নয় মন করেছি হরণ
[রাধে সব দিয়ে করেছি তোমায় বরণ]-২
[পূর্ণ কর কৃষ্ণ রাধার এই মহামিলন]-২
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1