শত্রু তুমি…বন্ধু তুমি…তুমি আমার সাধনা…
Short Music
শত্রু তুমি,বন্ধু তুমি,তুমি আমার সাধনা…
তোমার দেয়া আঘাত আমায়,দেয় যে মধুর বেদনা,
তুমি আমার সাধনা…!
Music
যে চোখে তোমার প্রেমের কাজল,
Short Music
সে চোখে আবার কিসের অনল?
স্বপ্ন হয়ে পিছু ডাকো,
দুঃখ দিয়ে দূরে রাখো,
তুমি আমার পূর্ণিমা চাঁদ,রাত্রি দিনের যন্ত্রণা!
শত্রু তুমি,বন্ধু তুমি,তুমি আমার সাধনা…!
Music
যে হাতে তোমার পরম মালা,
Short Music
সে হাতে আবার মরণ জ্বালা,
বন্ধু তোমাকে ভাবতে গেলে,
শত্রু হয়ে যে দেখা মেলে,
ভালোবাসায় শূন্য হলাম,এই তো আমার সান্ত্বনা!
শত্রু তুমি,বন্ধু তুমি,তুমি আমার সাধনা…!
তোমার দেয়া আঘাত আমায়,দেয় যে মধুর বেদনা,
শত্রু তুমি,বন্ধু তুমি,তুমি আমার সাধনা…!!
গানের কথাঃ শত্রু তুমি বন্ধু তুমি, তুমি আমার সাধনা…
shotru tumi bondhu tumi tumi amar sadhona song lyrics
গীতিকারঃ মাসুদ করিম,
সুরকারঃ সুবল দাস,
মূলশিল্পীঃ মোঃ আব্দুল জব্বার,
চলচ্চিত্রঃ অনুরাগ (০৯/০২/১৯৭৯ইং),
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/শাবানা/উজ্জল প্রমুখ,
পরিচালকঃ কামাল আহমেদ।