Behind every atom of this world, hides an infinite universe.

একলা পথে

একলা পথে
জানি তোমায় চলতে হয়,
নকশী কাঁথায় বুনে দিচ্ছ
তোমার ছন্দ, তোমার লয়
মেঘলা রাতে চুপি চুপি বৃষ্টি ক্ষয়,
শুকনো পাতার মতো ভাঙে
তোমার লুকনো প্রত্যয়।

কারও আসা না আসায় কী এসে যায়
নদীর মতোই সময় নিজেই ভেসে যায়,
তুমি একাই তোমার বিশ্ব, তোমার ঘর
তুমি শতক সহস্রাব্দের আপন পর।

যন্ত্রণাতেও তুমি দিব্যি যন্ত্রবৎ
সামলে নিচ্ছ
তোমার সাংসারিক সীমান্ত আর শপথ,
আর্দ্র অশ্রু যখন নেপথ্যে গড়ায়
বন্দী দোকান
ভেঙে পণ্য মুক্তি চায় ডাক পাঠায়।

কেউ শুনতে পাক না পাক বলো তাতে কী?
তুমি ভাঙছ নিথর রেওয়াজ সাবেকি,
কারও জন্য এ পথ থমকে যাবে কি?
তবু চোখের ঘরে সন্ধে নাবে কি?

কারও আসা না আসায় কী এসে যায়
নদীর মতোই সময় নিজেই ভেসে যায়,
তুমি একাই তোমার বিশ্ব, তোমার ঘর
তুমি শতক সহস্রাব্দের আপন পর।

Ekla Pothe Lyrics by Rupam Islam Paroma Banerjee

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply