লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারি না কোন কিছু তুমি ছাড়া
কি যে যন্তণা,এই পথ চলা
বিরহ স্তৃতি তোমাকে ঘিরে তমি জান না|
হারানে দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে
এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে
কি যে,যন্তণা,এই পথ চলা
বিরহ স্তৃতি তোমাকে ঘিরে তমি জান না
আকাশে চাঁদ ছিল একা পাহাড়ী ঝরনা ঝরা
তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি|
সে ব্যথা বোঝার আগে হারিয়ে তোমাকে
তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে হূদয়ে
কি যে বেদনা,তুমি বোঝনা
তোমাকে ভুলে থাকা কোনদিন বুঝি হোল না
লিখতে পারি না

likhte parina kono gan lyrics by James

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply