If you don’t set goals, you can’t regret not reaching them.

— Yogi Berra

রূপকথা

কয়েকটা বাঘ শুধু এদিক ওদিক ঘোরাফেরা করে

আমরা ফুটবল খেলার মাঠে সব বেলা গড়িয়ে দিয়েছি
উঠোনে নষ্ট চাঁদের আলোয় কুড়িয়ে পেয়েছি
উড়ে যাওয়া স্বপ্নের ডানা
বাবা কথায় কথায় সিঁড়ি বানিয়ে দিয়েছে
আমরা টলোমলো পায়ে উঠতে চেয়েছি উপরের দিকে
আমাদের সাহস
শূন্যের উপর ভেসে থাকা
একটা চাবির মতো
অনেক উপরে তালা খুলতে খুলতে
তালা খুলতে খুলতে
পৌঁছে যাব বলে

আমাদের অন্ধকার ঘরে বিষাদ পড়ে আছে
বিষাদেরা জানি না কখন বাঘ হয়ে গেছে…

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply