রসর হথা হই হই, আঁরে হ দিন বাড়াইবা
হথা দ না তুই, আঁরে ভুলি ন যাইবা
তোয়াল্লাই বলি জীবন যৌবন বিয়াজ্ঞিন দিত পারি
ডর লাগেদ্দে শেষে হনো যাইবা নে ছাড়ি
একখান কথা আঁরে অহ তুই হক ঘরি হইবা
বিয়ার পরে তুই আঁরে হডে লই যাইবা
তুই অইবা আঁর রাজা, আই অইয়ম তোয়ার রানী
সইত্য গরি হনা আঁরে ভালোবাসনি?
আঁর মাথাত আত দিই হ, আঁরে ভুলি ন যাইবা
আল্লাহর কসম হইলাম, আঁর বিয়াজ্ঞিন তুই পাইবা
রসর হথা হই হই একটি জনপ্রিয় চট্টগ্রামের আঞ্চলিক গান। এই গানটি প্রথম কণ্ঠে ধারণ করেন মাশরেকা সুলতানা। অনেকেই হয়ত এই গায়িকার নাম শুনেননি। কেননা, এই মূল গানটির কোথাও আর্কাইভ নেই। তাই সকলে মনে করে, গানটি মূলত শেফালী ঘোষ এর। কিন্তু তা আদৌ সত্য নয়। আর, লিরিক এর জায়গার পরবর্তীতে এই গানে অনেকে পরিবর্তন আনে। সুরও অনেকে পালটে ফেলেছেন। গানটি লিখেছেন ও সুর করেছেন সমীরণ চৌধুরী।
Roser Kotha Koi Koi (In Bengali : রসর হথা হই হই) is a famous Chittagong Song sung by Singer Mashreka Sultana (In Bengali : মাশরেকা সুলতানা)
Chittagong Songs are well known as Chittagong Ancholic Gaan. It covers by local Chittagonian language. It has huge resource as song.
Title: Roser Kotha Koi Koi
Singer: Mashreka Sultana
Tune & Lyricist: Somiron Chowdhury
Music: Nurul Alam