যায় পাখি উড়ে, যায় দূরে সরে
থাকে যে পড়ে শূন্য বাসা
ফিরবে কি পাখি মনভাঙা ঘরে?
ফিরবে কি পাখি মনভাঙা ঘরে?
ভাঙলো যে ঝড়ে ভালোবাসা
ফিরবে কি পাখি মনভাঙা ঘরে?
ভাঙলো যে ঝড়ে ভালোবাসা
যায় পাখি উড়ে, যায় দূরে সরে
থাকে যে পড়ে শূন্য বাসা
এ মন ভাঙা আয়না
এ মন জোড়া যায় না
যে মন ভাঙা আয়না
সে মন জোড়া যায় না
ফিরবে কি পাখি মনভাঙা ঘরে?
ভাঙলো যে ঝড়ে ভালোবাসা
ওহ
ওহ
তবু ডেকে যায়, প্রেম ডেকে যায়
“এসো ফিরে”
সে তো চলে যায়, ব্যথা রেখে যায়
নষ্ট নীড়ে
তবু ডেকে যায়, প্রেম ডেকে যায়
“এসো ফিরে”
সে তো চলে যায়, ব্যথা রেখে যায়
নষ্ট নীড়ে
আজ একা পথে ছাঁয়া চলে সাথে
মিথ্যে করে সব স্বপ্ন আশা
এ মন ভাঙা আয়না
এ মন জোড়া যায় না
যে মন ভাঙা আয়না
সে মন জোড়া যায় না
ফিরবে কি পাখি মনভাঙা ঘরে?
ভাঙলো যে ঝড়ে ভালোবাসা
কিছু অভিমান, মনভাঙা গান
যায় না ভোলা
তবু কাঁদে প্রাণ, চায় অবসান
দুঃখ-জ্বালা
কিছু অভিমান, মনভাঙা গান
যায় না ভোলা
তবু কাঁদে প্রাণ, চায় অবসান
দুঃখ-জ্বালা, ও
যে যার পথে চলে দিন-রাতে
বুক জুড়ে থাকে ব্যথা কুয়াশা
এ মন ভাঙা আয়না
এ মন জোড়া যায় না
যে মন ভাঙা আয়না
সে মন জোড়া যায় না
এ মন ভাঙা আয়না
এ মন জোড়া যায় না
যে মন ভাঙা আয়না
সে মন জোড়া যায় না
Jaye Pakhi Urey lyrics (যায় পাখি উড়ে ) | Romeo | Dev | Subhashree | Rana Mazumder | Jeet Gannguli | SVF
Leave a Reply
You must be logged in to post a comment.