যদি মানুষকে ভালোবাসতে পার
Jodi Manushke Bhalobaste Paro
কথা,সুর ও সঙ্গীত: রতন সাহা রঘু
শিল্পী: সুবীর নন্দী
[যদি মানুষকে ভালোবাসতে পার
তবেই আমাকে ভালবেস]-৩
যদি হৃদয়বান কখনো হতে পার
তবে ঐ হৃদয়টা আমায় দিও
যদি মানুষকে ভালোবাসতে পার
তবেই আমাকে ভালবেস।
[আমি তো অজস্রজনেরই একজন
ভিন্ন ভাবার নেই প্রয়োজন,
তবে কেন ভিন্ন প্রেমের উপাচারে
আমায় বাঁধার কর আয়োজন]-২
[বহুকাল ধরে ভালোবাসাবাসির প্রথা]-২
ভেঙে দিয়ে যদি ভালোবাসতে পার
তবেই আমাকে ভালবেস।
যদি মানুষকে ভালোবাসতে পার
তবেই আমাকে ভালবেস।
কেন বোঝনা এ বিশাল জীবনের তুমি একজন
তোমার কান্না-হাসি,প্রত্যাশা,ভালোবাসা
সহস্র হৃদয়ের এক গুঞ্জন।
হাজার তারার ভীড়ে দেখতে চাইনি আমি
সুখতারা কোনখানে উঠেছে
কেউ ছোট বড় কেউ ধরণীর পথে পথে
সবার তরে আলো ঢেলেছে।
[মনমিতা মনটাকে সবার সাথে যদি]-২
মিতালীর সুরে সুরে বাঁধতে পার
তবেই আমাকে ভালবেস।
যদি মানুষকে ভালোবাসতে পার
তবেই আমাকে ভালবেস।
যদি হৃদয়বান কখনো হতে পার
তবে ঐ হৃদয়টা আমায় দিও
যদি মানুষকে ভালোবাসতে পার
তবেই আমাকে ভালবেস।
যদি মানুষকে ভালোবাসতে পার
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1