যদি তাকে চাই
আড়ালে আজকে আবার,
দু’চোখে হারাই
কী উপায় ফিরে পাওয়ার।
যে জানে সে জানে
কেন যে কে জানে,
মন তার সন্ধানে
হারাতে চায় রোজ।
কে আসে যে আসে
কেন যে সে আসে,
একলার অন্তরে চিঠি পাঠায় রোজ,
চোখ চাওয়া আয়না
তাই দেখা যায়না,
শব্দ সে পায় নাকি পূবালী হাওয়ার।
যদি তাকে চাই
আড়ালে আজকে আবার,
দু’চোখে হারাই
কী উপায় ফিরে পাওয়ার।
jodi tare chai arale abar lyrics
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Leave a Reply
You must be logged in to post a comment.