When you reach the end of your rope, tie a knot in it and hang on.

— Franklin D. Roosevelt

মিছে মায়ার এ সংসারে

কিসের আশায় বাধলাম ঘর

ঘর তো আমার হইব পর
থাইমা গেলে জীবন ঘুড়ি
পইরা রইব রঙেরও বাড়ি
কান্দা কান্দা দুই দিন পরে
ভুইলা যাইবো সবাই মোরে..
আপন স্বজন কেউ তো আমার খবর লইবো না ওরে..
মিছে মায়ার এ সংসারে নয়রে কেউ আপন

মনরে.. আমার

মিছে মায়ার এ সংসারে নয়রে কেউ আপন

সারে তিন হাত মাটির ঘরে

নিথর দেহ রইবে পড়ে
কষ্টে গড়া সাধের ধন আমার
যোজন যোজন থাকবে দূরে
কান্দা কান্দা দুই দিন পরে
ভুইলা যাইবো সবাই মোরে..
আপন স্বজন কেউ তো আমার খবর লইবো না ওরে..
মিছে মায়ার এ সংসারে নয়রে কেউ আপন

মনরে.. আমার

মিছে মায়ার এ সংসারে নয়রে কেউ আপন

সোনার দেহ হইব মাটি

অন্তর তোমার করো খাঁটি
সময় থাকতে রাস্তা ধরো
মাওলার নামটি স্মরণ কর
কান্দা কান্দা দুই দিন পরে
ভুইলা যাইবো সবাই মোরে
আপন স্বজন কেউ তো আমার খবর লইবো না ওরে..
মিছে মায়ার এ সংসারে নয়রে কেউ আপন

মনরে.. আমার
মিছে মায়ার এ সংসারে নয়রে কেউ আপন
মিছে মায়ার এ সংসারে নয়রে কেউ আপন

Miche Maya lyrics | Fazlur Rahman Babu | মিছে মায়া | Bangla New Music Video ki ashay bandlam ghor lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply