মায়ের মূর্তি গড়াতে চাই, মনের ভ্রমে মাটি দিয়ে (২)
মায়ের মূর্তি গড়াতে চাই
মা দেখি কি মাটির মেয়ে
মিছে ঘাটি মাটি নিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
পড়ে ও সে মুন্ড মালা, সে মাটি কি মাটির বালা (২)
মাটি তে কি মনের জ্বালা
দিতে পাড়ে নিভাইয়া
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
শুনেছি মা তোর রং কালো, সে কালোতে ভুবন আলো (২)
মায়ের মতো হয় কি কালো
মাটিতে রং মাখাইয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
অশুভনাশিনী কালী, সেকি মাটির ঘট বিছালি (২)
কে ঘুচাবে মনের কালি
প্রসাদে কালী দিখাইয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
মা দেখি কি মাটির মেয়ে
মিছে ঘাঁটি মাটি নিয়ে
(মায়ের মূর্তি গড়াতে চাই, মনের ভ্রমে মাটি দিয়ে(২)
মায়ের মূর্তি গড়াতে চাই
মায়ের মূর্তি গড়াতে চাই (শ্যামা সঙ্গীত) [Mayer Murti Gorate Chi (Shyama Sangeet)]