সবগুলোই রাতের পশু আমার ভেতর ডেকে ওঠে
আমিই কেবল বাইরে বেরোই সহজলভ্য মানুষরূপী
হাওয়ায় আমার পোশাক ওড়ে
ঢেউখেলা চুল
আলতো সিঁথি
আমিই কেবল আইসক্রিম খাই
তারা সবাই অসংযমী, মাংসলোভী
সকল প্রজাতান্ত্রিক বনে রাস্তা বাঁকা
ধূসর তার সংবিধানে তুমুল বৃষ্টি
নৌকা ফাঁকা
জ্বর চলে যায়, অসুখ-বিসুখ
যেতে যেতে গার্হস্থ্যদিন রোগশয্যায় ভাসতে থাকে
অনেক পশু লীলায় ডুবে হাসতে থাকে
সে-মুখ দেখার আয়না কোথায়?
দু একটি শাঁখ, কাজললতা বেলা-অবেলায় উঁকি দিলে
বেশ লাগে।
অভিমানকে একলা ফেলে
সামনে আসি —
হাতে তবু অস্ত্র থাকে, সে-তো কোনও প্রত্ন অসি
ধর্মচারীর ছদ্মবেশে মুরলী হই, অস্ত্রকেই বলি বাঁশি
এ নন্দনে সব কোলাহল বাৎস্যায়নই ভালো বোঝে
মানুষ শুধু গন্ধ শুঁকে যেতে চায় তমসার কাছে
হে নীরব, রক্ষা করো, কী বলব আর!
ধর্মে আছি, ধর্মে থাকি, নষ্ট আমি —বলবে না কেউ খবরদার!
Writer:তৈমুর খান