একা একা ফুল ফোটাচ্ছি
এই মব়ুর গাছ
আসবে শ্রাবণ ভাবতে ভাবতে
মনে আসছে নাচ ।
সারাবছর রোদ ঝড়ে
তপ্ত বালুরাশি
মনখারাপের জ্বরে পুড়ে
বাজাই নাকো বাঁশি ।
পাখিরা কেউ বসেনি ডালে
বাঁধে নিকো বাসা
কারও সঙ্গে হয়নি আমার
তাইতো ভালোবাসা ।
রাস্তা দিয়ে দিন রাত্তির
পথিক হেঁটে গেছে
ঝরিয়ে পাতা বিষাদ মেখে
চুপ থেকেছি নিজে ।
শ্রাবণ এলে বলব কথা
ডাকব হাত নেড়ে
আমারও তো হৃদয় আছে
তোমরা কেউ যেও নাকো ছেড়ে !
Writer: তৈমুর খান
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1