A jug fills drop by drop.

— Buddha

মন মানেনা

মন মানেনা
Mon Mane Na
ছায়াছবি: I Love You
কথা: প্রিয় চট্টোপাধ্যায়
সঙ্গীত: জিৎ গাঙ্গুলী
শিল্পী: সোনু নিগম
[মন মানেনা,মন মানেনা,মন মানেনা]-২
[দেখেছি শ্রাবণ তোমারি চোখে,
বিরহ ব্যথা কাঁদে বুকে]-২
[তোমাকে দেখে তাই,
নিজেকে ভুলে যাই]-২
[ভালোবাসা মন ভোলেনা]-২
[মন মানেনা,মন মানেনা]-২
[কখনও কি চাঁদ ছাড়া
জোছনাকে ভাবা যায়!
রাত ছাড়া এত তারা
আকাশে কি দেখা যায়(ও ও)]-২
[তুমি ছাড়া আমি তাই,
আঁধারে থেকে যাই]-২
আশা তবু প্রেম ভোলেনা
ভালোবাসা মন ভোলেনা
[মন মানেনা মন মানেনা]-২
[মন আছে প্রেম নেই
ভাবতে কি পারা যায় ?
নদী আছে কূল নেই
বলনা কী করে হয়(ওও)]-২
[যখনই যেদিকে যাই,
তোমাকে খুঁজে পাই]-২
সুর জানি গান ভোলেনা
ভালোবাসা মন ভোলেনা
[মন মানেনা মন মানেনা]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply