মনের ঘরে,বসত করে
ছোট্ট একটা পাখি
সেই পাখিরে,যতন করে
মনে বেঁধে রাখি।
উড়াল পাখি করে আমায়
বড় জ্বালাতন
সে জ্বালাতেই ধিকি ধিকি
জ্বলি সারাক্ষন
সুযোগ পেলে চতুর পাখি
উড়াল দিতে চাই
মনটা আমার খা খা করে
ভীষণ যাতনাই।
ও পাখি পাখিরে
তোরে শুধু ডাকি রে
রোদে রাঙা ভোর নিশি ঘন ঘোর
তোরি ছবি আঁকি রে,
ও পাখি পাখিরে
তোরে শুধু ডাকি রে
রোদে রাঙা ভোর নিশি ঘন ঘোর
তোরি ছবি আঁকি রে।
পাখির সাথে কল্পনাতে সাজায়
ভাবের ঘর
ঘর চেনেনা পাষাণ পাখি
ভীষণ স্বার্থপর,
এই কাছে রয় এই দূরে রয়
বদল করে রুপ
সকল কথা বলে তাকে
আমায় বলে চুপ।
উড়াল পাখি করে আমায়
বড় জ্বালাতন
সে জ্বালাতেই ধিকি ধিকি
জ্বলি সারাক্ষন
সুযোগ পেলে চতুর পাখি
উড়াল দিতে চাই
মনটা আমার খা খা করে
ভীষণ যাতনাই।
ও পাখি পাখিরে
তোরে শুধু ডাকি রে
রোদে রাঙা ভোর নিশি ঘন ঘোর
তোরি ছবি আঁকি রে,
ও পাখি পাখিরে
তোরে শুধু ডাকি রে
রোদে রাঙা ভোর নিশি ঘন ঘোর
তোরি ছবি আঁকি রে।
যতই সাধি দুধ কলা
পাখি খোঁজে বন
দমে দমে তারই জপি
হয়নাতো আপন,
এত মায়া আদর ছায়া
এত সুখের পন
বুঝেও পাখি অবুঝ থাকে
জানিনা কারন।
উড়াল পাখি করে আমায়
বড় জ্বালাতন
সে জ্বালাতেই ধিকি ধিকি
জ্বলি সারাক্ষন
সুযোগ পেলে চতুর পাখি
উড়াল দিতে চাই
মনটা আমার খা খা করে
ভীষণ যাতনাই।
ও পাখি পাখিরে
তোরে শুধু ডাকি রে
রোদে রাঙা ভোর নিশি ঘন ঘোর
তোরি ছবি আঁকি রে,
ও পাখি পাখিরে
তোরে শুধু ডাকি রে
রোদে রাঙা ভোর নিশি ঘন ঘোর
তোরি ছবি আঁকি রে
Pakhi | পাখি | Belal Khan Ft Liza | Official Music Video | Bangla New Song 2021
moner ghore boshot kore lyrics