Two things are infinite: the universe and human stupidity; and I’m not sure about the universe.

— Albert Einstein

মধ্যবিত্ত জীবনযাত্রা

স্বপ্ন থাকে সবার মনে, কে বা আছে স্বপ্ন ছাড়া,
ছিল শুধু কল্পনার পাতায়,হয়নি তা পূরণ করা।
অনেক ইচ্ছে ছিল আমার, পারিনি তা মেটাতে,
ইচ্ছে করলে চাইলে কিছু,আসতো শুধু পেটাতে
আর হয়েছে দিন, সামান্য মাত্রার ভাত কাপড়ে,
আজও হয়নি কিছু পাওয়া, চাহিদার উপরে।
যেতামই স্কুলে হেঁটে হেঁটে, ছিলনা কাঁধে ব্যাগ,
তবুও মনকে বুঝাতাম, মানিয়ে নিতাম রাগ।
ব্যাগ না থাকায় নিতে হত বই বস্তার মধ্যে মুড়ে,
মাঝে মাঝে দেখতে হতো পিছন দিকে ঘুরে।
মাঝে মাঝে পরে যেত বইখাতা বস্তা মোড়া হতে
সবকিছু সহ্য হয়েছে, শুধু স্বপ্নের দেখা পেতে।
কখন কখনো খেতে হয়েছে মার বন্ধুদের থেকে
সবকিছু রেখেছি বুকে, নিয়েছি পিঠ পেতে।
এভাবেই করেছিলাম আমি চতুর্থ শ্রেণি পার,
তার মাঝেও মানেনি আমার, ইচ্ছা শক্তির হার।

তারপরে আর হয়নি ইচ্ছে ,স্কুলে ভর্তি হতে,
স্যারের সঙ্গে দেখা হয়,বলেছিলেন স্কুলে যেতে
তাই বলে গেছিলুম স্কুলে,কিন্তু ছিলনা ভর্তি ফি,
স্যার শুধু জিজ্ঞেস করলেন তুই ভর্তি হবি কি?
তারপর হয়েছিলাম ভর্তি , যেতাম স্কুলে রোজ,
লেখা পড়ার মাধ্যমে তা করতাম আমি সোজ।
তারপর শুরু হল ইউনিফর্ম এর জন্য চাপ,
সময় লেগেছিল স্কুলে মানিয়ে নিতে খাপ।
তারপরে পেয়েছিলাম ড্রেস, জুটেছিল ব্যাগও
এভাবে মিটিয়ে ছিলাম মনের সব রাগও।
এভাবেই করেছিলাম আমি অষ্টম শ্রেণী পাস,
এভাবেই খুঁজে পায় জীবনের এক নতুন ব্রাশ।

তারিখ: ১২:১২:২০২০

Writer: আকমাল হোসেন

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply