শিল্পী : মানবেন্দ্র মুখোপাধ্যায়
নজরুল সংগীত
ভোলো প্রিয় ভোলো আমার স্মৃতি
তোরণ-দ্বারে বাজে করুণ বিদায়-গীতি॥
তুমি ভুল করে এসেছিলে,
ভুলে ভালো বেসেছিলে,
ভুলের খেলা ভুলের মেলা
ভুল করে ভেঙে দিলে গো
ঝরা ফুলে কাঁদে কানন-বীথি॥
তব সুখ-দিনে তব হাসির মাঝে অশ্রু মম
রবির দাহে শিশিরসম শুকাইবে প্রিয়তম!
ফোটে ফুল যায় ঝরে
গহন বনে অনাদরে,
গোপনে মোর প্রেম-কুসুম
তেমনই গেল মরে গো
আমার তরে কাঁটা জেগে থাকে নিতি॥
Music
SONG
Bholo Priya Bholo
ARTIST
Manabendra Mukherjee
ALBUM
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1