Delight in meditation and solitude. Compose yourself, be happy. You are a seeker

— Buddha

ভিড়ের পুতুল

আমার চিঠির খামে ঠিকানা অজানা,
ডাকপিয়নে সাইকেলে চড়ে নতুন গন্তব্য
আমার হয় নি জানা।
বারান্দায় দাঁড়িয়ে থেকে
অপেক্ষায় দিন প্রতিদিন..
শহরের ভিড়ে হারিয়েছি আমি
যেখানে আমি নিজেই নিজের কাছে অচেনা!!!
ধরতে গেলে হাত বেধে বসে পড়ি
মানুষের কানামাছি খেলায় আমিও নেমে পড়ি।
দিন শেষে হিসেব করি
আমার চিঠির খামে ঠিকানা কখনো হয়নি আমার লিখা!!
শব্দ আসে, বোকা তুমি!!??
অবাক হবো কেনো?
নিজেকে সময় দিয়ে তো হয়নি কখনো নিজেকে জানা!!!
চোখে উরনা পেচিয়ে রাখি,
খুলতে গেলে বাধা দেয় পিছন মনে রাখা কথা গুলি।
তবুও তো খেলবো আমি!!
বলবো না,জানি চোখে দেখা অদেখা কখনো
এক হয় না..
কাগজে লিখে দেওয়া
আর
মুখে শব্দ নিয়ে বাক্য রচনা
সমান হবে না..
নদীর গভীরতা মাপতে জানি না,
তাই নিজেকে বাটখারার সমান করি না।
সাধারনের মাঝে অসাধারণ হবার ইচ্ছে নিয়ে
চুপচাপ আমার হারিয়ে যাওয়া…..
…….
written by Sahnaj rahman
Bangla poem

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply