ভালোবাসা আমার পর হয়েছে,
ভালোবাসা আমার পর হয়েছে
বুকে বেদনারই ঝড় বয়েছে,
বুকে বেদনারই ঝড় বয়েছে
মন তবু সব সয়েছে।
ভালোবাসা আমার পর হয়েছে।
পূর্নিমা রাতে, হয়েছে হারাতে
ছিল না হৃদয়ে এ ভাবনা
হারিয়ে তাকে পাব না।
ভালোবাসা আমার পর হয়েছে,
ভালোবাসা আমার পর হয়েছে।
মন ভেঙে চুরে, চলে গেল দূরে
এতদিন করেছি এই ধারণা
আমারই সে অন্য কারো না।
ভালোবাসা আমার পর হয়েছে,
ভালোবাসা আমার পর হয়েছে,
বুকে বেদনারই ঝড় বয়েছে,
বুকে বেদনারই ঝড় বয়েছে
মন তবু সব সয়েছে।
ভালোবাসা আমার পর হয়েছে.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1