বোকার মতো তাকায় খালি আকাশপাতাল ভাবে,
তোমার পায়ের আওয়াজ পেলেই বুকের ভেতরটা চমকাবে,
তোমার ছায়া পড়লে জলে গভীরে তলাবে,
নিজের মনের কথা তোমায় দিয়েই বলাবে,
হোক না লোহার দরজা, মোমের মতোই গলাবে।।
সারারাত গুনছে তারা ঘুমোয়নি সে বোকার মতো,
যতটা ঝুঁকলে বিপদ সে কার্নিশে বোকার মতো,
হাওয়াতে উড়ছে পালক, নিচ্ছে পিছু বোকার মতো,
আসলে বলার কথা অন্য কিছু বোকার মতো,
ঝড় উঠেছে এমন, পাতা এমনিই ওল্টাবে।।
আছাড় খেল এমন ও তার হাতের তালু নীল,
সূচের খবর রাখতে গেছে বিটলে চালুনি,
দিন কেটে যায় কিচ্ছুতে রা কাটে না উনি,
কেন জামের কষে গা ঘষে রামধনুর বেগুনি?
দেখলে আগুন লালটুকু চায় বোকার মতো,
বেপাড়ায় ঢুকলে তাকে ফালতু খোঁচায় বোকার মতো,
তোমাকেই স্বপ্ন দেখে বেশ চলে যায় বোকার মতো,
ও যাকে দেখলে তোমার গা জ্বলে যায় বোকার মতো,
হোক না ঢালু, এ জল এখন উল্টোই গড়াবে।।
পাঞ্জা লড়ে যাচ্ছে হেরে কব্জিতে যা জোর,
দশটা চিঠি পাঠিয়েছিল পায়নি তো উত্তর,
পলক ফেলছে না তো দু’চোখ জুড়ে লেগেই আছে ঘোর,
একটি টিনের কৌটোতে ও জমাচ্ছে হুল্লোড়।
ভাসানের অস্ত্র তুলে আনছে যারা বোকার মতো,
দড়িটা রথের কেন টানছে এমন বোকার মতো,
নেশাতে রাস্তা বাড়ি টলছে টলুক বোকার মতো,
এ হাতে লম্ফটুকু জ্বলছে জ্বলুক বোকার মতো,
নাহয় মস্তিতে একদিন দুটো পটকাই ফাটাবে।।
বোকার মতো তাকায় খালি আকাশপাতাল ভাবে,
যে পড়েছে ফাঁদে সে তো এমনিই পস্তাবে,
একলা এসেছিলে তুমি একলাই তো যাবে।
রইল যারা, বোকার মতো বেলুন ফোলাবে।।
Bokar Moto Gaan – Debdeep | Dipabali 2019 |
Leave a Reply
You must be logged in to post a comment.