বুঝিনি এতটুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে
মেঘের পরে আলোর ভীড়ে
তুমি প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছ যে কত মায়া-প্রেম
বুঝতে দাও নি কোন আমাকে
সাজিয়েছ যা হৃদয়ে
ছাঁয়া হয়ে ছিলে পাশে
বল কি করে যাব তোমায় রেখে
———–তাহসান
bujhini etotuku tomake lyrics
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1