বাঁশি ছেড়ে চক্র ধর
Banshi Chhede Chakra Dhoro
ছায়াছবি: মহাবীর কৃষ্ণ
গীতিকার: প্রবীর দত্ত
সুরকার: দিলীপ রায়
শিল্পী: মহেন্দ্র কাপুর
[বাঁশি ছেড়ে চক্র ধর কৃষ্ণ মহাবীর
আসি তুমি মুক্ত কর জীর্ণ ধরণীর]-২
[জয় কৃষ্ণ কৃষ্ণ বল জয়
জয় কৃষ্ণ কৃষ্ণ মহাবীর]-২
হো হো বাঁশি ছেড়ে চক্র ধর কৃষ্ণ মহাবীর
আসি তুমি মুক্ত কর জীর্ণ ধরণীর
[জয় কৃষ্ণ কৃষ্ণ বল জয়
জয় কৃষ্ণ কৃষ্ণ মহাবীর]-২
মহাভারতের রূপরেখা
হবে তোমায় দর্শাতে।
আজ সে মুখকে ভারতবাসী
তোমারই ভরসাতে।
[অসুর-বিনাশী শক্তি নিয়ে
হও আগুয়ান অগ্র]-২
লক্ষ্যটাকে রেখে স্থির
[জয় কৃষ্ণ কৃষ্ণ বল জয়
জয় কৃষ্ণ কৃষ্ণ মহাবীর]-২
বাঁশি ছেড়ে চক্র ধর কৃষ্ণ মহাবীর
আসি তুমি মুক্ত কর জীর্ণ ধরণীর
[জয় কৃষ্ণ কৃষ্ণ বল জয়
জয় কৃষ্ণ কৃষ্ণ মহাবীর]-২
অত্যাচারীর খড়গ কৃপাণ
ভেঙে কর চুরমার।
সত্যযুগের শাসন ওগো
চালু কর আবার।
[শ্রীদাম,সুদাম সঙ্গে লয়ে
ওড়াও ধ্বজা অভ্র]-২
উন্নত করি শির
[জয় কৃষ্ণ কৃষ্ণ বল জয়
জয় কৃষ্ণ কৃষ্ণ মহাবীর]-২
বাঁশি ছেড়ে চক্র ধর কৃষ্ণ মহাবীর
আসি তুমি মুক্ত কর জীর্ণ ধরণীর
জয় কৃষ্ণ কৃষ্ণ বল জয়
জয় কৃষ্ণ কৃষ্ণ মহাবীর
[কৃষ্ণ মহাবীর]-৩
বাঁশি ছেড়ে চক্র ধর
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1