ভুল-ভ্রান্তি নিয়েই মানুষের জীবন৷ সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনার কোনো মানে হয় না ৷

— লাওসে

বাঁশখালী মইশখালী

বাঁশখালী মইশখালী

বাঁশখালী মইশখালী
পাল উড়ায়া দিলে সাম্পান
ঘুরঘুরাই টানে
পাল তুলিয়া দিলে সাম্পান
হন হন যাবি আর সাম্পানে
তোরা হন হন যাবি আর সাম্পানে
কর্ণফুলির মাঝি আঁই
নিঅম ভাটি-উজানে
অল্প বয়সের নয়া মাঝি আঁই
পয়সা-কড়ি তাইলে দিবা
হন চিন্তা নাই
কিয়র আশায় সাম্পান চালাইর
কি-আই ন-জানে
আঁর মনের খবর বন্ধু-বান্ধব
সদরঘাট আর চাক্তাই ধরি
অক্কল ঘাটত সাম্পান লই যাই ঘুরিফিরি
ন-পাইলাম আঁর মনের মানুষ
ন-বুঝিল মনে
ওরে ন-পাইলাম আঁর মনের মানুষ

Song Title : Banshkhali Moishkhali
Singer : Sanjit Acharjee
Lyric & Music : Sanjit Acharjee
Drama : Sampanwala
Category : Chittagong Song

গান : বাঁশখালী মইশখালী
শিল্পী : সনজীৎ আচার্য্য
গীতিকার ও সুরকার : সনজীৎ আচার্য্য
নাটক : সাম্পানওয়ালা
ক্যাটাগরি : চট্টগ্রামের আঞ্চলিক গান

What’s your Reaction?
+1
3
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply