বাঁশখালী মইশখালী
পাল উড়ায়া দিলে সাম্পান
ঘুরঘুরাই টানে
পাল তুলিয়া দিলে সাম্পান
হন হন যাবি আর সাম্পানে
তোরা হন হন যাবি আর সাম্পানে
কর্ণফুলির মাঝি আঁই
নিঅম ভাটি-উজানে
অল্প বয়সের নয়া মাঝি আঁই
পয়সা-কড়ি তাইলে দিবা
হন চিন্তা নাই
কিয়র আশায় সাম্পান চালাইর
কি-আই ন-জানে
আঁর মনের খবর বন্ধু-বান্ধব
সদরঘাট আর চাক্তাই ধরি
অক্কল ঘাটত সাম্পান লই যাই ঘুরিফিরি
ন-পাইলাম আঁর মনের মানুষ
ন-বুঝিল মনে
ওরে ন-পাইলাম আঁর মনের মানুষ
Song Title : Banshkhali Moishkhali
Singer : Sanjit Acharjee
Lyric & Music : Sanjit Acharjee
Drama : Sampanwala
Category : Chittagong Song
গান : বাঁশখালী মইশখালী
শিল্পী : সনজীৎ আচার্য্য
গীতিকার ও সুরকার : সনজীৎ আচার্য্য
নাটক : সাম্পানওয়ালা
ক্যাটাগরি : চট্টগ্রামের আঞ্চলিক গান