নিজের প্রশংসা করিও না । -27/53/2

— আল কোরআন

ফেরা

তবুও জলের দিকে ফিরতে হবে

ফিরতে হবে ঈশ্বরের দিকে

বহু কামনার স্তূপ এখন কবর হয়ে আছে

জাগাই না ওদের আর

চুপি চুপি আমার মৃত্যুর কাছে যাই

প্রতিটি সকালে নতুন পৃথিবীর পাখি ওড়ে

নতুন সূর্যের আলো ঝিকিমিকি ছড়ায়

পাতায় পাতায় কাঁপন বাজে

সেসব হিল্লোলের কাছে যেতে পারি নাকো

সময়ের মুকুরে আমার লাবণ্য মুছে গেছে

অসমাপ্ত কিছু গানের কলি খুঁজতে খুঁজতে ফিরি

বিগত কামনার হাসি স্মৃতিফুলে হাসে

কামিনীর টোল পড়া গালে গোধূলির আভা

তারপর পথ হারানোর অবেলায় ঘুরপাক খাওয়া

ফিরতে হয় নিভৃতে একাকী মৃতদের কাছে

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply