প্রেমের স্মৃতি যে ভোলা
Premer Smriti Je Bhola
ছায়াছবি: প্রথম দেখা
কথা: লক্ষ্মীকান্ত রায়
সুর: অর্পিতা রাজ
কণ্ঠ: কুমার শানু
প্রেমের স্মৃতি যে ভোলা যায়না
হারানো তিথি যে ভোলা যায়না
হৃদয়ের এ বাঁধন খোলা যায়না
প্রেমের স্মৃতি যে ভোলা যায়না
হারানো তিথি যে ভোলা যায়না।
[ফাগুনেতে বলো উঠে কেন ঝড় যে
সাজানো হলোনা ভেঙ্গে গেল ঘর যে]-২
চোখেরি আঁড়ালে কখন হারালে
[মনে সে কি রয়না,এ ব্যথা যে সয়না]-২
প্রেমের স্মৃতি যে ভোলা যায়না
হারানো তিথি যে ভোলা যায়না।
(পাগা,সাগা,সাগা,সারে,
গারে,গাপা,গাধা পাগা,
গারে,গারে,সাগা,গারে,সা)
[ভাবতেই পারিনা আলো নেই সূর্য্যে
কোয়েলের কুহু তানে থাকবেনা সুর যে
মেঘেরি আড়ালে জোছনা হারালে
চাঁদ সেকি রয়না পূর্ণিমা হয়না]-২
[প্রেমেরি স্মৃতি যে ভোলা যায়না
হারানো তিথি যে ভোলা যায়না
হৃদয়ের এ বাঁধন খোলা যায়না]-২
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1