আচ্ছা কোন গাছ কি কথা বলতে পারে ?পারে না, তাই না? কিন্তু আমার কেন মনে হয় পারে?
আমার বিছানার পাশের জানালায় আমি কিছুদিন আগে একটি ছোট গাছ লাগাই, পাতাবাহারের দুটো চারা। পাতাবাহারের দুটো চারা সেখানে বেড়ে উঠছিল ।হঠাৎ দেখলাম একটা গাছের পোকা ধরেছে ।তারপর কিছু বুঝে ওঠার আগেই রাতারাতি একটা গাছ মরে গেল ।আমার মনে হলো বেঁচে থাকা গাছটি যেন মরে যাওয়া গাছের জন্য কাঁদছে। মনে হল সে যেন খুব একলা, সে যেন বলছে আমার সঙ্গী চাই ।একদিন তরমুজ খাচ্ছিলাম ,বাইরে ফেলতে গিয়ে দেখি একটা তরমুজের বিচি এর ভেতর পড়ে গেছে। সেটা যেন আমি দেখেও দেখলাম না ।এরপর নানা ব্যস্ততায় আর গাছটির দিকে নজর দেওয়া হয়নি। একদিন ঝুম বৃষ্টি পড়ছে ।জানলাটা হালকা খুলে দেওয়ার জন্য হাত বাড়িয়েছি এমন সময় লক্ষ্য করে দেখলাম সদ্য মৃত গাছটির পাশে পাশেই সদ্য অঙ্কুরিত বীজ থেকে বের হওয়া দুটি পাতা । আরে! এ যে তরমুজের চারা। পাতাবাহার গাছের দিকে তাকিয়ে দেখলাম নতুন বন্ধুর আগমনে সে যেন উচ্ছসিত। জানালা খুলে দিলাম ।বৃষ্টির ফোঁটা আস্তে আস্তে তাদের ওপর পড়তে লাগল ।বৃষ্টিস্নাত গাছটিকে অপূর্ব দেখাতে লাগল এখন । একসাথে বেড়ে উঠছে চারা দুটি। তাদের যেন খুব মিল ।পাতাবাহারের দিকে তাকালে মনে হয় সে যেন আমাকে ধন্যবাদ দিচ্ছে তার এই বন্ধুটিকে এনে দেবার জন্য ।হায়! মনের অজান্তেই যেন
মনের মানুষের সাথী এনে দিয়েছি। এ জগতে কখন কি ঘটে, কেন ঘটে, তা কেউ জানে না।
Writer: Nusart Tasnim