Many of life’s failures are people who did not realize how close they were to success when they gave up.

— Thomas A. Edison

নিজের জন্য

Nijer Jonno ( নিজের জন্য ) – Ashes | Official Music Video

আমি তোহ অনেকদিন আকাশের তারা গুনিনা,
আমি তোহ এখন আর আমাকে খুঁজে পাইনা,
আমি তোহ তোমাদের পথের কাঁটা হয়ে,
আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়।

এই ক’টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা,
এই ক’টা নিশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না,
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে।

আমি তোহ ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে,
পাপের বন্ধনে থাকা সরল মানুষ,
টগবগে রক্ত বিপ্লবী নকশাল মন,
দুয়োর বন্ধ ঘরে ফুরিয়ে গেছে।

এই ক’টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা,
এই ক’টা নিশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না,
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে।

Nijer Jonno lyrics ( নিজের জন্য ) – Ashes | Official Music Video

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply