Every human being is the author of his own health or disease.

— Buddha

নিজেরে হারায়ে খুঁজি

কথা: সলিল চৌধুরী
সুর : সলিল চৌধুরী
শিল্পী: মাধুরী চ্যাটার্জি

নিজেরে হারায়ে খুঁজি
তোমারি নয়ন মাঝে
চাহিতে পারিনি কিছু
চাহিয়া মরি যে লাজে
কি যে গান গেয়েছি ভুলে
কি যে কথা কয়েছি ভুলে
সে সবি আজিকে শুধু
এসেছে ব্যথারই সাজে
যদিও সম্মুখে শুধু
ধূসর মরু যে ধু ধু
তবুও জানি যে তুমি
আসবে তৃষারই সাজে
Music
SONG
Nijere Haraye Khunji
ARTIST
Madhuri Chatterjee
ALBUM

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply