If anything is worth doing, do it with all your heart.

— Buddha

নষ্টালজিয়া

Vibe – Nostalgia (Bangla)

কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে
কবে যাবো ফিরে
বুড়িগঙ্গার তীরে আমার শীতলক্ষ্যার তীরে
সাতার কেটে করবো গোসল
ঘোলা ঘোলা নীরে
কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে

বাউন্ডুলে হয়ে ঘুরতাম
চকের থেকে বাড্ডা
সংসদ মাঠ আর রমনা পার্কে
দিতাম কত আড্ডা(২)
ফুচকা পেয়াজু, ডালপুরী
পোয়া মোয়া হায় ঝালমুড়ি
আজও জিভে জল আসে যে
সেসব স্মৃতি ঘিরে।
কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে

হুম…এখনোতো রোজ সকালে
লাল সুরুজটা ওঠে
আমরা নাই তবও সাঝে
হাসনাহেনা ফুটে
এখনোতো রোজ সকালে
লাল সুরুজটা ওঠে
আমরা নাই তবও সাঝে
হাসনাহেনা ফুটে

তোমরা সবাই সূর্য দেখো
জুই কামিনীর গন্ধ শোকো(২)
মায়ের শুধু চোখের কোন্‌টা
ভিজে উঠে ধীরে
কবে যাবো ফিরে , কবে যাবো ফিরে

আমার বাংলাদেশের মাটি আমি ভালোবাসি
এই মাটির মানুষের মুখে পরাণখোলা হাসি (২)
দিনকাটে তার অনেক দুখে তবু জড়াইয়া বুকে
দিনকাটে তার অনেক দুখে তবু জড়াইয়া বুকে
পরাণখুলে গাও দেখি ভাই
শুনবো ধীরে ধীরে

কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে
কবে যাবো ফিরে
বুড়িগঙ্গার তীরে আমার শীতলক্ষ্যার তীরে
সাতার কেটে করবো গোসল
ঘোলা ঘোলা নীরে
কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে
কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে

শিরোনামঃ নষ্টালজিয়া
কন্ঠঃ শুদ্ধ ফুয়াদ সাদি
ব্যান্ডঃ ভাইব
অ্যালবামঃ চেনা জগৎ

Vibe – Nostalgia lyrics (Bangla)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply