ধুলাবালি

অনেক বছর আগের একটা
বৃষ্টির দাগ ছিল
পুরনো ক্যালেন্ডারে তুমি
খোঁজ নিয়ে দেখো
অনেক বছর আগের একটা
শীতে;
কাঁপনের ভেতরে আমারে কী
টের পেয়েছিলে !

রি রা রা রা রা রে
রা রা রে রা রা রে
রি রা রা রা রা রে
রা রা রে রা রা রে

অনেক বছর আগের একটা
কফির টেবিলে
মদের বোতলে আমারে কী
নেশা করেছিলে
অনেক বছর আগের একটা
পুরনো ছবির ফ্রেমে
ধুলাবালি ধুলাবালি মুছতে মুছতে
আমারেই মুছে দিলে
ধুলাবালি ধুলাবালি মুছতে মুছতে
আমারেই মুছে দিলে
ধুলাবালি ধুলাবালি মুছতে মুছতে
আমারেই মুছে দিলে

Dhulabali lyrics (ধুলাবালি) – Ashes (Lyrical Video) | Official

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

70 responses to “ধুলাবালি”

Leave a Reply