দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম
জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়
মেঘের আড়ালে ভেসে থাকা সেই
রংধনুকে চায়
ঝরাপাতা উড়ে তাকে ছুয়ে বলে যা যারে
এখানে বড়ই ফিকে সব তুই যা যা যা
তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে
মেঘের গায় হাত বোলায়
রংধনুকে চায়
আনমনা মেঘ দূরে যায় কেন কে জানে
কিছুতেই তার কাছে ধরা দেয় না না না
তবুও তার মেঘে ওড়ার অন্তহীন টানে
ভিজে হাওয়ায় পাখিরা
রংধনুকে চায়
জানি একদিন মেঘের ঠিকানা সে পাবে
বলবে পাখিরা ওরে মেঘ তুই গা গা গা
তোর কাছে আসবে গান
তোর কাছে যাবে
যারা হারায় রূপকথায়
রংধনুকে চায়
dekhecho ki take lyrics
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Leave a Reply
You must be logged in to post a comment.