গানের কথা/Song Lyrics: দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু
যত খুশি ব্যাথা দিয়ে যাও
দুই চোখ আমার নদী হলো
আর কি দেখতে চাও রে বন্ধু
যত খুশি ব্যাথা দিয়ে যাও,
দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু
যত খুশি ব্যাথা দিয়ে যাও
ষোল আনা মন শপিলাম
তবু দুঃখ দেও আরে বন্ধু
তবু দুঃখ দেও
আমার দেয়া গাথা মালা খানা
কার গলায় পরাও রে বন্ধু
দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু
যত খুশি ব্যাথা দিয়ে যাও
দুঃখে দুঃখে জনম গেল
ভাসাই দুঃখের নাও
আরে বন্ধু
ভাসাই দুঃখের নাও
আমার বুকে আঘাত দিয়া
সুখের বইঠা বাও রে বন্ধু
যত খুশি ব্যাথা দিয়ে যাও
দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু
যত খুশি ব্যাথা দিয়ে যাও
আমার আসা বাসর সজ্জায়
কারে বুকে লও
আরে বন্ধু কারে বুকে লও
আলেয়ার দুঃখের দরদি
কোন মনে লুকাও রে বন্ধু
যত খুশি ব্যাথা দিয়ে যাও
দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু
যত খুশি ব্যাথা দিয়ে যাও
দুই চোখ আমার নদী হলো
আর কি দেখতে চাও রে বন্ধু
যত খুশি ব্যাথা দিয়ে যাও
dukkho diye sukh jodi pav re bondhu lyrics