দিন যায় কথা থাকে
Din Jay Katha Thake
অ্যালবাম: প্রেম বলে কিছু নেই
ছায়াছবি: দিন যায় কথা থাকে (১৯৭৯)
কথা ও সুর: খান আতাউর রহমান
শিল্পী: সুবীর নন্দী
[দিন যায় কথা থাকে]-২
[সে যে কথা দিয়ে রাখল না
ভুলে যাবার আগে ভাবল না]-২
সে কথা লেখা আছে বুকে
[দিন যায় কথা থাকে]-২
সে কথা নয়নে
আগুন-আল্পনা আঁকে;
স্মৃতির পাপিয়া
“চোখ গেলো” বলে ডাকে।।
সে জ্বালা-যন্ত্রণা
কাউকে বলব না
বলব আছি কী যে সুখে।
দিন যায় কথা থাকে।।
মনপাখি তুই থাক্ রে খাঁচায় বন্দী,
আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি।।
কি আছে পাওনা,তার কাছে দেনা
যাক সে হিসাব চুকে।
দিন যায় কথা থাকে।।
সে যে কথা দিয়ে রাখল না,
ভুলে যাবার আগে ভাবল না।।
সে কথা লেখা আছে বুকে
দিন যায় কথা থাকে।।।।
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Leave a Reply
You must be logged in to post a comment.