Go confidently in the direction of your dreams! Live the life you’ve imagined

— Henry David Thoreau

তোমাকে আজ

ও খেয়ালি মেয়েগো
কোন খেয়ালে হারালে
বলোনা কোথায় কোন ঠিকানায়
কি ছিল জানিনা তো অভিনয়
কোন নিল বেদনায়
তোমাকে আজ বারে বারে
খুব বেশি মনে পড়ে
ভুলিনি তোমায়
যত ব্যাথাই দাও না কেন
তবু তুমি আছো যেন
আমারই হৃদয়ে
অভিমানী মেয়েগো
মন দেয়াতে নেয়াতে
বল না আমার ভুল ছিল কি
দূর থেকে বহুদূরে হারালে
একবারো না তুমি দাঁড়ালে
তোমাকে আজ বারে বারে
খুব বেশি মনে পড়ে
ভূলিনি তোমায়
যত ব্যাথাই দাও না কেন
তবু তুমি আছো যেন
আমারই হৃদয়ে
অন্তবিহীন পথ
আমি ভাঙ্গব যে একা
কোন দিন ভাবিনি তো এইভাবে
সবই মেনেছি
সবই দেখেছি
তোমাকে আজ বারে বারে
খুব বেশি মনে পড়ে
ভূলিনি তোমায়
যত ব্যাথাই দাও না কেন
তবু তুমি আছো যেন
আমারই হৃদয়ে
বল না আমার ভূল ছিল কি
দুর থেকে বহু দূরে হারালে
একবারো না তুমি দাঁড়ালে
তোমাকে আজ বারে বারে
খুব বেশি মনে পড়ে
ভূলিনি তোমায়
যত ব্যাথাই দাও না কেন
তবু তুমি আছো যেন
আমারই হৃদয়ে

Song: Tomake Aaj | O Kheyali Meye Go lyrics
Artist:Hasan – Ark
Album: Brihoshpoti.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply