n the end, it’s not the years in your life that count. It’s the life in your years

— Abraham Lincoln

তুমি আসবেই আমি জানি

জানিনা কে দিয়েছিল পলাশকে তার ডাকনাম
জানিনা কতটা ঘন মেঘ হলে হবে ঘনশ্যাম
জানিনা কতটা কথা বলা হলে হবে কথকতা
জানিনা কিভাবে স্রোত ভেঙ্গে দেয় নদীর জড়তা
জানিনা ফুরাবে কবে বৃথা প্রশ্নের হয়রানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি।

জানিনা কোন গুণীর তান পুড়ে হল তানপুরা
জানিনা শ্রীরাঁধিকার প্রিয় ছিল কিনা রাধাচূঁড়া
জানিনা শ্যামের বাঁশি সাঁওতালি সুরে বাজে কিনা
জানিনা কঠিরার পথ মথুরার হদিস চিনিনা
জানিনা ঝুলনে হয় আজও কিনা মিঠে কানাকানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি।

জানিনা তথাগতর স্তব কেন দুনিয়া বোঝেনি
জানিনা জুডাস কেন ভালবেসে জিশুকে খোঁজেনি
জানিনা এ পৃথিবীর ঘাতকরা গান শোনে কিনা
জানিনা লালন শুনে ভাসে কেন বুকের আঙ্গিনা
জানিনা বিচার হলে কেন গান হয়না শুনানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি

জানিনা তিতুমিরের নাম কেন ব্যরিকেডে নেই
জানিনা রামপ্রসাদ কেন ফেরে ঘনিয়ে আসছেই
জানিনা সুমন তুমি কেন কৃষিকাজ যে জাননা
জানিনা মানব জমি আবাদ ফলত কিনা সোনা
জানিনা কাঁদায় কেন সহজ সুরে শয়তানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি।

জানিনা বয়স হলে কেন প্রেমে এত পাক ধরে
জানিনা হৃদয় কেন রাত জেগে পায়চারি করে
জানিনা কোন কথার কোনখানে কোন মানে হয়
জানিনা সমানে কেন মনে হয় হয়নি সময়
জানিনা গিটার কেন আমার প্রেমের রাজধানী
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি।

Suman Chatterjee – Tumi Ashbei Ami Jaani lyrics

SONG
Tumi Asbei ami jani
ARTIST
Suman Chattopadhyay
ALBUM
Bis Sathaker Shyeshe

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply