Behind every atom of this world, hides an infinite universe.

ডুবে আছি বিষে

ডুবে আছি বিষে

শিল্পিঃ জেমস

——————-

ডুবে আছি বিষে,

ডুবে আছি পাপে,

আমার এক পা কার্নিশে

আরেক পা শূন্যে।

শরাবে শরাব…

ঘোরে ঘোর….

ঘোরে ঘোর…

তারপর ঘনঘোর…

মুঠো খুলে চেয়ে দেখি,

ওরে রেখায় রেখায় দুঃখ লেখা

মুঠো খুলে চেয়ে দেখি,

রেখায় রেখায় দুঃখ লেখা

বেদনার নদী বইছে আমার

বুকের ভেতর একা একা

শরাবে শরাব…

ঘোরে ঘোর….

ঘোরে ঘোর…

তারপর ঘনঘোর…

দুচোখ বুঝে আজও দেখি

চোখের পাতায় স্বপ্ন আঁকা

দুচোখ বুঝে আজও দেখি

ওরে চোখের পাতায় স্বপ্ন আঁকা

স্বপ্ন মুছে গেলে আমার

পৃথিবীটা ভীষন ফাঁকা

শরাবে শরাব…

ঘোরে ঘোর….

ঘোরে ঘোর…

তারপর ঘনঘোর…

ডুবে আছি বিষে,

ডুবে আছি পাপে,

ঐ আমার এক পা কার্নিশে

আরেক পা শূন্যে।

শরাবে শরাব…

ঘোরে ঘোর….

ঘোরে ঘোর…

তারপর ঘনঘোর…

শরাবে শরাব…

ঘোরে ঘোর….

ঘোরে ঘোর…

তারপর ঘনঘোর…

শরাবে শরাব…

ঘোরে ঘোর….

ঘোরে ঘোর…

তারপর ঘনঘোর…

dube achi bishe lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0